জটিল তিনটি টিপস অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন

আমি আপনাদের দোয়ায় ভাল আছি।

বর্তমানে যারা ইন্টারনেট চালায় তাদের অধিকাংশই অ্যান্ড্রয়েড ব্যবহারকারী।
আর যাদের অ্যান্ড্রয়েড নেই তারাও টিপসগুলো শিখে রাখুন। হয়তো ভবিষ্যতে কাজে লাগতে পারে।

 

তো চলুন দেখে নেই টিপসগুলো।

পাওয়ার বাটুনের মাধ্যমে কল কেটে দেয়া।

এটি একটি খুব সুন্দর পদ্ধতি। তবে কিছু ফোনে এটা নাও থাকতে পারে। আমার w68 এ কাজ করে। কিন্তু আমার এক বন্ধুর ফোনে কাজ করে নি। এই পদ্ধতি অন করতে প্রথমে সেটিং এ প্রবেশ করুন।
 পাওয়ার বাটুনের মাধ্যমে কল কেটে দেয়া

এবার Accessibility তে প্রবেশ করুন।
 পাওয়ার বাটুনের মাধ্যমে কল কেটে দেয়া

এখন Power button ends এ টিক দিয়ে দিন।
 পাওয়ার বাটুনের মাধ্যমে কল কেটে দেয়া

কাজ শেষ। এখন আপনি পাওয়ার বাটুনের মাধ্যমেই কল কেটে দিতে পারবেন। আর কল কাটার মুহূর্তে স্ক্রিন অফ হবে না।

অ্যান্ড্রয়েড এর লুকানো সায়েন্টিফিক ক্যালকুলেটর।

এই লুকানো সায়েন্টিফিক ক্যালকুলেটর সম্পর্কে অনেকেই জােনন। যারা জানেননা তারা ফোনের ডিফল্ট ক্যালকুলেটরে প্রবেশ করুন।

এবার ফোনটিকে landscape মোডে রোটেট করুন।
 লুকানো সায়েন্টিফিক ক্যালকুলেটর

এখন দেখুন আপনার সাধারন ক্যালকুলেটরটি সায়েন্টিফিক ক্যালকুলেটরে পরিবর্তিত হয়ে গেছে।
(ভার্সনের ভিন্নতার কারণে পদ্ধতি কিছুটা ভিন্ন হতে পারে)।

বাড়িয়ে নিন আপনার অ্যান্ড্রোয়েডের গতি।

এনিমেশন অফ করে সহজেই আপনি বাড়িয়ে নিতে পারবেন আপনার অ্যান্ড্রয়েডের গতি।

এজন্য প্রথমে সেটিং এ গিয়ে
Developer option এ প্রবেশ করুন।

 বাড়িয়ে নিন আপনার অ্যান্ড্রোয়েডের গতি

Developer option অন করে দিন।
 বাড়িয়ে নিন আপনার অ্যান্ড্রোয়েডের গতি

অতঃপর একটু নিচে গিয়ে

window animation scale.

Transition animation scale
.
Animator duration scale
.
এই তিনটাই অফ করে দিন।
 বাড়িয়ে নিন আপনার অ্যান্ড্রয়েডের গতি
এখন দেখুন বেড়ে গেছে আপনার ফোনের গতি।

 

 

 

তাহলে  আজ  এই পজন্ত  আল্লাহফেজ

সবাইকে ধন্যবাদ আমার টিউন পরার জন্য

সবাই  ভাল  থাকবেন  কোন ভুল  হলে মাফ করবেন।

আমি ফেসবুক এ

 আর টেকটিউনস এর সাথে  থাকুন,

Level 0

আমি ওয়ার্ডপ্রেস মাষ্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 474 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

১ ও ২ নং টা করে দেখলাম, ধন্যবাদ শেয়ার করার জন্য ।