Dhakar Elakar Namer Mojar Itihas Apk (ঢাকার এলাকার নামের মজার ইতিহাস)

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আজ আপনাদের জন্য নিয়ে আসলাম  “Dhakar Elakar Namer Mojar Itihas Apk (ঢাকার এলাকার নামের মজার ইতিহাস)” নামক অ্যান্ড্রয়েড অ্যাপসটি ৤

ঢাকা শুধু বাংলাদেশের রাজধানী শহরই নয়, সামাজিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক-রাজনৈতিক বিভিন্ন দিক থেকে ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র। এর রয়েছে প্রায় চারশ’ বছরের পুরনো ইতিহাস! প্রাচীন ঢাকার রয়েছে হরেক রকম এলাকা-মহল্লা, অলি-গলি-তস্য গলি। সাথে রয়েছে তাদের বাহারি সব নাম এবং অনেক নাম কালের বিবর্তনে পরিবর্তন হয়ে গেছে, যেমন শেখ সাহেব বাজার = শেকসা বাজার, রায় সাহেব বাজার = রাসা বাজার, কারওয়ান বাজার = কাওরান বাজার, গ্রান্ড এরিয়া = গেন্ডারিয়া ইত্যাদী।

আচ্ছা, জায়গাটার নাম ফার্মগেট কেন? এখানে কি এককালে মুরগীর ফার্ম ছিল? কাকরাইল, পিলখানা, তোপখানা, টিকাটুলি, সুক্কাটুলি- এসব অদ্ভুত নামেরই বা কি অর্থ! ধানমন্ডিতে কি এককালে প্রচুর ধানক্ষেত ছিল? পানিটোলায় কি ছিল? এলিফ্যানট রোডে কি এককালে এলিফ্যানট মানে হাতিরা ঘুরে বেড়াত? আর স্বামীবাগে বুঝি স্ত্রী হারা স্বামীরা বাস করতেন?

এখন আমাদের কাছে মজার মনে হলেও, আসলে ঢাকার বিভিন্ন এলাকার নাম সুপ্রাচীন ঢাকারই ইতিহাস ও ঐতিহ্যকে সযত্নে বহন করে চলছে। আসুন, আজ জেনে নেই ঢাকার তেমন কিছু এলাকার নামকরনের ইতিহাস-

Dhakar Elakar Namer Mojar Itihas Apk (ঢাকার এলাকার নামের মজার ইতিহাস) এর ডাটা গুলো বিভিন্ন অনলাইন ব্লগ, মুনতাসির মামুনের বই থেকে নেওয়া হয়েছে।

যদি এই টিউনটি আগে করা হয়ে থাকে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।

 

 

 

 

সাইজ : ১.৮০ এম.বি

রিকায়ার অ্যান্ড্রয়েড : ২.৩.৩ +

 

ডাউনলোড লিংক

http://www36.zippyshare.com/v/JGElRDlc/file.html

Level 0

আমি neoshahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস