প্রথমে আমার সালাম নেবেন। আশা করি এই ঈদে ভালো আছেন। কারন এই ঈদে আমাদের সাথে থাকলে সবাই ভালোই থাকে। আর এই ঈদে আমিও ভালো আছি। তাই আজ প্রথম বারের মতো আপনাদের নিয়ে আসলাম নতুন একটি কেমেরা এপ্স। 😀
এটি এবার আপনার ঈদকে আরো দ্বিগুন আনন্দময় করে তুলবে। আপনি এই এপ্স দ্বারা সেলফি তুলতে পারবেন সহজেই এবং এটিতে রয়েছে অসাধারন অনেক ইফেক্টস। তাই আপনাকে আর কষ্ট করে ছবি সম্পাদন করতে হবে না। তাছারা এই এপ্সটি দ্বারা প্রতিদিন প্রায় ১০০ মিলিয়ন ছবি তোলা হয় পুরো বিশ্বে। এর বেশির ভাগই সেলফি, তাই আপনি সহজেই বন্ধুদের সামনে হয়ে উঠতে পারবেন ফেলফির রাজা। 😛
এপ্সটির নাম হলো রেটরিকা।
আমি নিজের অাগে কখন সেলফি তুলতাম না। একদিন আমি আমার একটি বন্ধুর মাধ্যমে এই রেটরিকা পাই তারপর এই রেটরিকা পাওয়ার পরে আমি প্রতিদিন প্রায় ৩০টার বেশি সেলফি তুলি। 🙂
আমার নিজের তোলা একটি সেলফি দেওয়া হলোঃ
আমি বেশি সুন্দর না। তাই আমার ছবি বেশি সুন্দর হয়নি। কিন্তু আশাকরি আপনার ছবি অনেক সুন্দর হবে।
আপনার কেমেরা সুন্দর না হলেও আপনি দারুন ভাবে ছবি তুলতে পারবেন।
আর আপনি সুধু সেলফি নায়, বিভিন্ন রকমের ছবি তুলতে পারবেন রেটরিকা দ্বারা।
আপনি রেটরিকা দ্বারা বিভিন্ন আকারে ছবি তুলতে পারবেন। আর এখানে রয়েছে ১০০ টি কঠিন ফিল্টার। তাই আপনি ছবি তুলতে পারবেন মনের মতো করে। আশা করি কখন কোনো সমস্যা হবে না। 😉
তাহলে আর কি?? এখানে ক্লিক করে ডাওনলোড করে নিন রেটরিকা।
আর প্রতিদিন সেলফি তুলে হয়ে যান সেলফির রাজা। 😀
আমি নেছার আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি নতুন টিউনার তাই আমাকে দোওয়া করবেন, যাতে আমি আপনাদেকে নতুন কিছু দিতে পারি।
ভাই আপনি এবং আপনার সেলফি দুটোই সুন্দুর, ধন্যবাদ শেয়ার করার জন্য।