রিস্টার্ট করে যত্ন নিন আপনার এন্ড্রয়েড মোবাইলের!!

বর্তমানে এন্ড্রয়েড ফোন ব্যবহার করেনা এমন মোবাইল ফোন ব্যবহারকারী আশা করি খুব কমই পাওয়া যাবে। সল্প দামে পাওয়াতে দিন দিন আরও বেশী হারে বেড়ে যাচ্ছে এন্ড্রয়েড ফোন ব্যবহারকারী। আমি মনে করি বাংলাদেশে এখন এমন কোন গ্রাম পাওয়া যাবেনা যেখানে এন্ড্রয়েড ফোন ব্যবহারকারী নেই। তু চলুন এই এন্ড্রয়েড ফোন নিয়ে কিছু গল্প গুজব করি...!
আজকে এক পরিচিত ভাই তার আইফোনটি আমাকে দিয়ে বল্ল, তিন দিন ধরে নাকি তার মোবাইলের ক্যামেরা নষ্ট হয়ে গেছে। এখন আর ফটো তুলা যাচ্ছেনা!
মোবাইলটা হাতে নিয়ে দেখলাম একদম নতুন, বিদেশ থেকে মাস খানেক আগে পাঠিয়েছে। এতো তাড়াতাড়ি ক্যামেরা নষ্ট হয়ে গেল!!!
কোম্পানিতো খারাপ না, ভাল কোম্পানির ফোন। কিন্তুু, চিন্তায় পড়ে গেলাম...
 আমি মোবাইলের ক্যামেরাটি চালু করে দেখলাম স্কিন শুধু কালো হয়ে থাকে, অন্য কোন ফোকাস আসেনা। এমন হবে কেন!!!?
তার সাথে মোবাইলের এটা ওটা নিয়ে কথা বলতে বলতে মোবাইলটাকে এক বার রিস্টার্ট করে নিলাম। রিস্টার্ট করার পর ক্যামেরা চালু করে দেখি, ক্যামেরা সম্পূর্ণ ঠিক। কোন সমস্যা নেই!
মোবাইলের মালিক ভাইটি হঠাৎ করে তার মোবাইলের ক্যামেরা ভাল হয়ে গেছে দেখে আমাকে প্রশ্ন করেছিলেন, কিভাবে ঠিক করেছি!!?
আসলে আমি এন্ড্রয়েড ফোনে এধরনের রিস্টার্টের জন্য অনেক সমস্যা পেয়েছি। যা রিস্টার্ট করলেই সমাধান হয়ে যায়। তাই আমার এই টিউনটি লিখতে বসা।
রিস্টার্ট করলে যা হয় ...
এখন তাহলে অন্য গল্পে আসি! মোবাইলতো সবাই ব্যবহারের জন্য নেয়, ব্যবহার না করে কেউতো ফেলে রাখেনা। ব্যবহার করতে গিয়ে আমরা মোবাইলে অনেক ধরনের এপ্লিকেশন চালু করে থাকি, যেমন :- ইন্টারনেট ব্যবহার, গেইম খেলা, ক্যামেরা তুলা ইত্যাদির জন্য।
যা থেকে ব্যবহারের পর বেরিয়ে আসালেও গোপনে চালু থেকে যায়। এই চালু থাকা এপ্লিকেশন বেশী হয়ে গেলে বা বেশিক্ষণ থেকে চালু থাকলে মোবাইলে হ্যাং থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তাছাড়া আমাদের অজান্তে মোবাইলে অনেক ধরনের এপ্লিকেশন অটো চালু হয়ে যায়, যা আমরা মোবাইলের সেটিং এপ্লিকেশন থেকে Running এ গেলে দেখতে পারবো। যার একমাত্র সমাধান রিস্টার্ট!!!
নিচে স্কিনসর্ট দেখুন ...
রিস্টার্টের আগে...
রিস্টার্টের পরে...
তাই  বলবো আপনার বা আপনাদের এন্ড্রয়েড ফোনকে মাঝে মাঝে রিস্টার্ট করলে অনেক ধরনের সমস্যা থেকে দুরে থাকবেন এবং নিজের মোবাইলটিকে নিরাপদে রাখতে পারবেন।
আমার টিউনের বিষয়টি অনেকের কাছে সামান্য মনে হতে পারে। দয়াকরে খারাপ কোন টিউমেন্ট করবেন না। ভুল হলে শুধরে দেওয়ার চেষ্টা করুণ।
প্রথম প্রকাশিত ব্লগার আরশ...

Level 0

আমি রাতের পাখি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের টিউন

Thnx ……………………..