আসুন দেখে নেই রিলিজ হওয়া Walton Walpad C ট্যাবটির এর বিস্তারিত রিভিউ

সবাই কেমন আছেন। আজকে অনেক দিন পর টিউন করতে বসলাম। কিছুদিন আগে ওয়ালটন তাদের নতুন লো বাজেটের ট্যাব Walpad C রিলিজ করলো। যার বাজার দর মাত্র ৭,৯৯০ টাকা। এতো কমে দামে থাকছে ১ জিবি র‍্যাম, ৮ জিবি রম আর সাথে থাকছে আইপিএস ডিসপ্লে।

 

চলুন দেখে নেই Tablet টিতে কি? কি? দেয়া হয়েছেঃ

 

এতে ব্যবহার করা হয়েছে ৭ ইঞ্চি আইপিএস ডিসপ্লে। যার ফলে সবাই অনেক ক্লিয়ার ও শার্প ভিডিও দেখা সম্ভব হবে। এতে Mediatek MT8382 চিপসেট ব্যবহার করা হয়েছে। আছে ১.৩ গিগা হার্জ কোয়াড কোর প্রসেসর, রয়েছে ১জিবি র‍্যাম ও ৮ জিবি রম। পুরু ট্যাবলেটিকে ব্যাকআপ দিচ্ছে ২৮৫০ মিলি আম্পায়ার ব্যাটারি। আছে OTA ও OTG এর সুবিধা। অপারেটিং সিস্টেম হিসাবে আছে আন্ড্রয়েড কিটক্যাট 4.4.2

 

চলুন তাহলে বিস্তারিত স্পেসিফিকেশন দেখে নেয়া যাক 😀

 

Basic information:
Operating System: Android 4.4.2 (Kitkat)
Processor: Quad Core 1.3GHz
GPU: Mali 400 MP
RAM: 1GB
Storage space: 8GB

Screen parameters:
Screen size: 7-inch
Resolution: 1024x600 supports 16.7M colors
Display Type: IPS

Network parameters:
Call Mode: Dual SIM & Dual Standby
Network type: UMTS + GSM
Network band: GSM 850/900/1800/1900 MHz, UMTS 900/2100 MHz
Network speed: GPRS/EDGE/3G/HSPA+

Camera Parameters:
Sensor: CMOS
Rear camera: 3.2 Mega pixels auto focus
Front camera: 0.3 Mega pixels

Price:7,990/= BDT

 

আরো বিস্তারিত জানতে চাইলে ঘুরে আসুন - AmarFon

 

টিউনটি ভালো লাগলে ঘুরে আসবেন আমার ফোন ব্লগ থেকে। সবাই ভালো থাকবেন 🙂

Level 0

আমি অনলাইন হেল্প জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার একটা ব্লগ আছে । ঘুরে আসতে পারেন AmarFon


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এর ছেয়ে symphony T7 pro ভালো দাম একি ৮২০০টাকা