বিসমিল্লাহি রহমানের রহিম।
আসসালামুয়ালায়কুম। কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহুর রহমতে ভালই আছেন। আমিও ভালই আছি। দোয়া করি সবাই যেন রোজা, নামাজ নিয়মত পড়তে পারেন। আশা করি আমার অন্যান্য টিউটোরিয়াল গুলো বুঝেছেন। না বুজলে অবশ্যই টিউমেন্ট করিয়েন।
আজকে হঠাৎ ইচ্ছা করলো আন্ড্রোয়েড নিয়ে একটি টিউন করি, তাই টেকটিউনসে বসে পরলাম। আমি জানি রুট করা নিয়ে অনেক টিউটোরিয়াল আছে টেকটিউনস এ। তবে যে সফটওয়্যার ব্যবহার করে শিখাবো তার কোন টিউন পূর্বে আছে কিনা জানি না। তাই সবার সাথে শেয়ার করলাম। আর ১ মিনিটের কথা শুনে অবাক হওয়ার কিছু নাই, আপনি শিখলে কয়েক সেকেন্ডে করতে পারবেন।
রুট কি ? এর দারা কি করা হয়, আশা করি এগুলো বলতে হবে না। কারন এর আগেই টেকটিউনস এ অনেক বড় ভাই এ বিষয় অনেক টিউন্স করেছে। আপনারা না জানলে একটু ঘাঁটুন, পেয়ে জাবেন। যেমন টা জানেন ব্যাস্ততার কারনে আমি ভিডিও টিউটোরিয়াল দেই। যারা পূর্বে আমার মাইক্রোসফট অফিস এর টিউটোরিয়াল দেখছেন তারা জানেন ভাল করে। তবে ভয় পাবার কিচ্ছু নেই, ছোট্ট একটি ভিডিও, বেশি এমবি যাবে না। আশা করি আপনারা রাগ হবেন না। 😀
আপনি হয়তো বিষয়টি জানেন বা প্রয়োজন নেই কিন্তু অন্যরা জানে না বা অনেকের প্রয়োজন, তাই Social media site গুলোতে শেয়ার করে অন্যদের জানিয়ে দিন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি মিনহাজুর রহমান সাক্ষর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
কম্পিউটার সম্পর্কে শিখতে ও শিখাতে ভালবাসি । :)
কাজের টিউন