বন্ধু সিমে এন্ড্রয়েড দিয়ে প্রতি মাসে ৬০০ এম বি ফ্রি, সাথে আরও অনেক কিছু

অাস সালামু অালাইকুম।
আশা করি সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো কিভাবে জিপিতে বন্ধু সিমে এন্ড্রয়েড দিয়ে প্রতি মাস ৬০০ এম বি ফ্রি পাবেন। কেউ যদি পুর্বে এই টিউন করে থাকেন আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

তবে এই এম বি একবারে পাবেন না, প্রতিদিন ২০ এম বি পাবেন। তাই সেটা কিভাবে পাবেন নিচে দেয়া হল।

তো আর কথা না বাড়িয়ে মূল কথায় আসি,
[শুরুতেই যে offer এর কথা বলছি সেই offer টি পেতে হলে অবশ্যই "বন্ধু" প্যাকেজের গ্রাহক হতে হবে। (অর্থাৎ wowbox অ্যাপটির offer গুলো পেতে হলে।) এইমুহুর্তে "বন্ধু" প্যাকেজে না থাকলে "B" লিখে sms করুন 4444 নাম্বারে অথবা *111*44*1# ডায়াল করুন।]

* যারা Android ফোন ব্যবহার করছেন তারা ইচ্ছে করলেই GP সিমে প্রতিদিন 20MB করে ফ্রি পেতে পারেন!
এজন্য খুব বেশি কিছু করারও প্রয়োজন নেই;
শুধুমাত্র  wowbox নামের ছোট্ট অ্যাপটি ডাউনলোড করলেই হবে।

ডাউনলোড লিঙ্ক (2.1mb)

কিভাবে পাবেন ?

অ্যাপটি ইন্সটল শেষে যে সিমে ফ্রি নিতে চান সেই সিমের ডাটা কানেকশন অন করে অ্যাপটি ওপেন করুন। উল্লেখ্য যে, অ্যাপটি কোনো ডাটা চার্জ করবে না অর্থাৎ ফ্রি।

শুরুতেই একটি ফ্রি sms পাঠানোর অনুমতি চাইবে, তখন send অপশনে ক্লিক করুন।
সাথে সাথে একটি sms আসবে এবং অটোমেটিক লগইন হয়ে যাবে। সাথে welcome bonus হিসেবে 20MB ফ্রিও পাবেন।

এরপর অ্যাপটিতে ছোট ছোট ব্লক আকারে বিভিন্ন info/offer/package/add ইত্যাদি দেখতে পাবেন। এরমধ্যে একটিতে দেখতে পাবেন "Exclusive offer, 20MB FREE!!"

ঐটাতে ক্লিক করুন, নীচের Claim লেখাটিতে ক্লিক করুন।
"successfully claimed.." নোটিফিকেশন দেখতে পাবেন।
একটু পরে কনফার্মেশন sms পেয়ে যাবেন যে 20MB পেয়ে গেছেন।
এই offer টি প্রতিদিন একবার করে নিতে পারবেন।

ফ্রি ইন্টারনেটের মেয়াদ থাকবে 3 মাস, যা প্রতিদিন গ্রহণে বাড়তে থাকবে।

এছাড়াও Exclusive ইন্টারনেট প্যাকেজ হিসেবে পাবেন 50MB only 10Tk. আর মেয়াদ নিয়ে তো চিন্তার কারনই নেই, যেহেতু 3 মাস মেয়াদ অলরেডি পাচ্ছেন।

আর এই অ্যাপটি থেকে ইন্টারনেট প্যাকেজ কিনলে পাবেন ফ্রি টোকেন, যার সংখ্যা 200'র বেশি হলে বিনিময়ে ফ্রি ইন্টারনেট প্যাকেজ নিতে পারবেন।

আমি সাব্বির মিশু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice post thank you very much

তোমার rar ফাইল এর ভিতরে wowbox নেই, প্লিজ active কর

Extract হয় না। ফাইল empty

সোহাগ ভাই, ফাইল এম্পটি হলে 2.1 mb কিভাবে? যাই হহোক ফাইল ঠিক আছে। আমি আবার চেক করেছি

নিজে যাচাই করে তারপর দেবেন

লেখার জন্য ধন্যবাদ