[মেগা টিউন ] 570kb এর এই এপ দিয়ে এবার ধরা পড়বে সবাই।। আপনার ফোন থাকবে চির নিরাপদ।

আসসালামু আলাইকুম।।
সবাই কেমন আছেন??
আশা করি ভালো আছেন।
অগ্রিম ঈদ মোবারক।
কালকেরর ১ম টিউন টা তে ভালোই সাড়া পেয়েছি।
তাই আজকে আবার লিখতে বসলাম।।
আমি সর্বদা ভালো বিষয় নিয়েই হাজির হয়।।
যথারীতি আজকে চরম একটা এপ নিয়ে আসলাম।

অনেকেই আছেন যারা নিজের মোবাইলে লক দিয়েও নিরাপদ এ থাকেন না।। মোবাইল কোথাও রেখে গেলে ছোট-বড় রা উল্টা-পাল্টা কোড-প্যাটার্ন মেরে থাকে।। যা বিরক্তিকর।
প্রমান না থাকায় কাউকে দোষারোপ ও করতে পারেন না।

এর সমাধান নিয়ে এলাম। এই এন্ড্রয়েড এপ টার নাম হল "HIDDEN EYE"। ড়ুয়াল ক্যামেরার সকল এন্ড্রয়েড এ চলবে।নিছে থেকে ইন্সটল করে নিন।
নিছে স্ক্রিন শট দিলাম।
এই এপ দিয়ে আপনি যা করতে পারবেন -
১#ভুল পাসওয়ার্ড দেয়া মাত্র ফ্রন্ট ক্যামেরা দিয়ে ঔ ব্যক্তির ছবি তোলে ফেলবে।
2#আপনার নোটিফিকেশন বারে Alert চলে আসবে।
3# ৩ বারের বেশি ভুল দেয়া মাত্র ALERM বেজে উটবে।।



তো আপনি মোবাইল হাতে নিতেই পেয়ে জাবেন ঔ ব্যক্তির ছবি সহ সময়-তারিখ।
এপ টি ইন্সটল করে ওপেন করুন। OFF লেখাটায় ক্লিক করুন।
activiton দিন।
টিক চিহ্ন দিয়ে নিজের সুবিধা মতো সেটিং করে বের হয়ে যান।

ডাউনলোড লিংক - https://play.google.com/store/apps/details?id=com.midasensemble.hiddeneye&hl=en
ব্যাস খেল খতম।
কষ্ট করে লিখলাম কপি করলে ক্রেড়িট দিবেন।
কোন অসুবিধা হলে জানাবেন।
(যারা আমার আগের টিউন টি দেখেন নাই তারা প্রোপাইলে গিয়ে দেখতে পারেন।কাজে আসতে পারে)
ধন্যবাদ।
ফেইসবুক এ আমি -fb.com/arman.rahman.560

Level 0

আমি আরমান রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তি নিয়ে জানতে ও জানাতে চায়।।। এর থেকে বড প্লাটফর্ম আর নেয়।।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যে ছবিটা তুলবে তা কোথায় জমা হবে? ফ্রি ভার্সনে কি সব সুবিধা পাওয়া যাবে নাকি ৭/১৪/২১ ইত্যাদি দিন পর ছবি তোলার অপশনটি বন্ধ হয়ে যাবে?

na bondho hobe na…
ছবি view intrusions এ পাবেন।।

ধন্যবাদ , অনেক কাজের জিনিস