কোনরকম ইন্টারনেট কানেকশন ব্যতীত, আপনার লুকিয়ে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলটি খুঁজে বের করুন!

দরকারের সময় যদি খুব কাছের বস্তুটি ইচ্ছা করে লুকিয়ে থাকে তবে কেমনটা লাগে? মেজাজ তো পুরাই হট হয়ে যায়। হুম আমি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের কথাই বলছি।

আরো পড়ুনঃ গ্রামীণফোন দিচ্ছে বিনা পয়সায় ১ গিগাবাইট ফ্রী ইন্টারনেট !! 

অনেকেই আছেন যারা আমার মতো রিংটোন পছন্দ করেন না আর সবসময় ফোনটি ভাইব্রেসনে দিয়ে রাখেন। যদিও এজন্য আমার বাবা-মা সহ সবার কাছেই বকা সুনতে হয়। কিন্তু কি আর করার স্যার মানুষ না অভ্যাস হয়ে গেছে।

তো এখন কাজের কথায় আসা যাক, বর্তমানে চাইলেই আপনি খুব সহজেই ঘড়ের কোনায় লুকিয়ে থাকা ফোনটি খুঁজে বের করতে পারবেন। আর কাজটি করতে কোন রকমের ইন্টারনেট বা ব্লুটুথ কানেকশনের দরকার হবে না।

যা দরকার, সেটি হল একটি ফ্রি অ্যাপ যেটি আপনি এখানে যেয়ে ডাউনলোড করে নিতে পারবেন।

আরো পড়ুনঃ প্রয়োজনীয় সকল বাংলা ইবুক ডাউনলোড করে নিন 

অ্যাপসটি কিভাবে কাজ করে?

খুবই সহজ, অ্যাপস ইন্সটল করে সেটিং ঠিক করে নিন। আর যখন আপনার ফোনটি কোথাও লুকিয়ে থাকবে তখন জাস্ট আপনার ফোন কে উদ্দেশ্য করে ৩ বার তালি দিবেন, দেখবেন তারপর আপনার ফোনে জোরসে চিৎকার করে আপনাকে ডাকা শুরু করবে। আর আপনি খুব সহজেই সেটিকে খুঁজে পাবেন।
p

অ্যাপসটির অনেক রকম সেটিং আছে যেমন, ইচ্ছা মতো রিংটোন দেয়া, শর্টকাট উইডজেট, ফ্ল্যাশ মুড সহ আরও অনেক কিছু। যেগুলো জানতে হলে আপনাকে অবশ্যই অ্যাপস টি ডাউনলোড করতে হবে।

clap-to-find-10-b-512x250

আজকে আপনার ফোনটি কোথায় লুকিয়ে ছিল আর কিভাবে খুঁজে পেলেন সেটা আমাদের জানাবেন টিউমেন্ট বক্সে।

আর ফোন তো সবসময় বালিশের নিচে থাকে মাগার আমি সারা ঘড় খুঁজে বেরাই :) !

আমার ওয়েবসাইট ভিজিট করতে এখানে ক্লিক করুন 

Level 0

আমি দেলোয়ার হোসেন দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Tune er lyrics gulu khub sundor……….Moja pelam……..Jodio apps ta age thekei use kori…..Thanks for the nice tune……..:)

দিহান ভাই, টিউনটা অনেক সুন্দর লিখেছেন ।

Thnx For share

tune korlo Nadia pagli …thanx pailo Dihan…dal may everything kala hay