আপনার Android মোবাইলের চার্জ জাবেইনা!

কেমন আছেন সবাই। আশা করি ভালই আছেন
সবাইকেই রমজানের শুবেচ্ছা।
আর কথা নয় কাজের কোথায় আসি।
আজ আপনাদের এমন একটি Apps এর সাথে
পরিচয় করিয়ে দিব যে আপনি বিস্ময় না হয়ে
পরবেন্না।

আমি অনেক অনেক Bat tery S av ar ব্যবহার করেছি কিন্তু
কোন একটা দিয়েও মনে র সাধ মিটাতে পারিনি।
এক
এক দিন ফুল চার্জ দিয়ে এক একটা Battery Savar ব্যবহার
করে দেখেছি কেমন চার্জ যায়। কিন্তু কোন সুফল
পাইনি তারচেয়ে Batt ery S a v ar ছাড়াই ভাল চার্জ
থাকে।

কিন্তু মন যে আ র মান ছেই না। জানেন তো, A n d r o i d
ফোনে একদিনও ঠিক করে চার্জ থাকে না। তাই
আবার নেটে ঘেটেঘুটে একটা পেলাম যা ব্যবহার
করে অবাক হয়ে গেছি। এটা standby 1% ও খরচ হয়না।
মানে আপনি সকালে 5 2 % রেখে দিলে বিকালে
52% ই দেখবেন। বস্তুত এটা আপনার ফোনের standby 1%
চার্জও যেতে দিবেনা।
সত্যিই অবিশ্বাস্য একবার ব্যবহার করেই দেখুন।

আর হ্যাঁ এটা আপনার ফোনের হিডেন এপসগুলোও কিল
করবে যে গুলো আপনার চার্জ হজম করছে। তার জন্য
সফটটি ইনস্টল করলে একটা Optimize নামে widget পাবেন
তাতে ক্লিক করলেই হবে।
তাছাড়া আরও Adv an ced setting আ ছে যে গুলো আপনি
নিজেই করতে পারবেন।
প্লে স্টো রের লিং দিয়ে জামেলা করতে চাইনা
ডাইরেক্ট ডাওনলোড করুন: এখান থেকে
Facebook Page

Level 0

আমি জলিল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই সব এপ ব্যবহার করে লাভ নেই। কারণ এইসব বেটারি সেভার নিজেই যে চার্জ ব্যবহার তা তো আরো বিপদ। তার চেয়ে বরং আলো যতটা সম্ভব কমিয়ে ব্যবহার করুন, ভাইব্রেশন দিবেন না, এতেও অনেক চার্জ খরচ হয়।

হা ঠিক
আপনি যদি মোবাই ১০০% চার্জ দিয়ে ১-২ ঘন্টা ব্যবহার না করে রেখে দেন
তাহলে দেখবেন ৩-৫ চার্জ গায়েব হয়ে গেছে!!!

কিন্তু এই Apps টা use করলে সেই প্রবলেমটা আর হবেনা

ফালতু কথা, আমি অ্যাপটি ডাউনলোড কর. ইন্সটল করার পর অপটিমাইজ করে রাত 12টায় 25% চার্জ রাখলাম, রাত 3টার পর দেখছি 16%.
আবার 5টায় 45% রাখলাম 10টার পর দেখছি 32%
বরং চার্জ আরও দ্রুত শেষ হচ্ছে।