কাস্টম রিকভারী ফ্লাশিং,রম ব্যাকআপ এবং কাস্টম রম ফ্লাশিং(CWM/TWRP)

 কাস্টম রিকভারী ফ্লাশিং,রম ব্যাকআপ এবং কাস্টম রম ফ্লাশিং(CWM/TWRP)

কাস্টম রিকভারী

আমরা যারা কাস্টম রম ফ্ল্যাশ করতে চাই তাদের রম ফ্ল্যাশ করার সময় অনেক অপশন Format করার প্রয়োজন হয় যা Stock রিকভারীতে থাকেনা।এজন্য আমাদের CWM বা TWRP কাস্টম রিকভারী ইন্সটল করতে হয়।

Stock রম ব্যাকআপ

আমরা রুট করার পর অনেক কাজে ভুল করার সময় আমাদের সেট ব্রিকড হয়ে যায়।এমতাবস্থায় আমরা আমাদের ব্যাকআপ করা Stock রম Restore করার মাধ্যমে আমাদের ফোন আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি।এজন্য আমাদের Stock রম ব্যাকআপ করে রাখতে হবে।

কাস্টম রম ফ্লাশিং

আমাদের ফোনকে আরও Stylish করতে আমরা কাস্টম রম ফ্ল্যাশ করি।আমরা খুব সহজেই কাস্টম রম ফ্ল্যাশ করতে পারি,কিতু কোন গড়বর করলে অনেক সমস্যা। 😥

কাস্টম রিকভারী ফ্লাশিং(CWM/TWRP)

আমরা অনেক সফটওয়্যার এর মাধ্যমে কাস্টম রিকভারী ফ্ল্যাশ করতে পারি।কিন্তু সবচেয়ে সহজ এবং নিরাপদ হলো Mobile Uncle Tool দিয়ে ফ্ল্যাশ করা।তাই আমরা এই পদ্ধতিই অনুসরণ করবঃ-

  • প্রথমে Google এ সার্চ করে আপনার ফোনের নির্দিষ্ট কাস্টম রিকভারী ডাওনলোড করে নিন
  • তারপর Google Play Store থেকে Mobile Uncle Tool” ডাওনলোড করে নিন
  • এবার আপনার কাস্টম রিকভারী মেমোরি কার্ড এ রাখুন(কোন ফোল্ডার এ রাখা যাবে না)
  • এবার Mobile Uncle Tool ওপেন করে Recovery Update এ ট্যাপ করুন
  • এবার আপনার রিকভারী দেখিয়ে দিন এবং Ok করুন
  • এবার Flash into recovery আসলে OK ট্যাপ করুন
  • এবার দেখুন রিকভারী মডে চলে গেছে।

Stock রম ব্যাকআপ

CWM এর মাধ্যমে 

  • Stock রম ব্যাকআপ
  • প্রথমে Power button+Volume(+) চেপে রিকভারী মুডে যান
  • এবার backup & restore সিলেক্ট করুন
  • এবার Backup সিলেক্ট করুন
  • এবার এবার Yes সিলেক্ট করুন
  • Stock রম ব্যাকআপ শুরু হবে,১০০%হলে ফোন রিবুট করুন করুন

 

TWRP এর মাধ্যমে

  • প্রথমে রিকভারী মুডে যান
  • এবার backup অপশন পাবেন সেখানে ক্লিক করলে আপনার কাছে জানতে চাইবে আপনি কি কি ব্যাকআপ করতে চান(মিনিমাম আপনাকে boot, system, data এই জিনিস গুলো মার্ক করতেই হবে)
  • এবার আপনি নিচে যেখানে swipe করতে বলা আছে সেখানে swipe করুন
  • এবার দেখুন ব্যাকআপ শুরু হয়েছে

(বিঃদ্রঃব্যাকআপ এর জন্য আপনার SD Card এ মুটামুটি ৭০০ এম্বি থেকে ১.৩ জিবি মতো স্পেস রাখবেন)

কাস্টম রম ফ্লাশিং

CWM এর মাধ্যমে

  • কাস্টম রম ডাওনলোড করে মেমরী কার্ডে রাখুন(কোন ফোল্ডার এ নয়)
  • এবার রিকভারী মুডে যান
  • এবার wipe data/fectory reset এ যান এবং yes করুন
  • এবার  wipe/cache partition এ যান এবং yes করুন
  • এবার Advanced এ যান,তারপর wipe delvik cache সিলেক্ট করুন এবং yes করুন
  • এবার mount and storage এ যান,তারপর format system সিলেক্ট করুন এবং yes করুন
  • এবার Instaal zip from sd card এ যান এবং আপনা কাস্টম রম দেখিয়ে দিন এবং yes করুন
  •  ফ্ল্যাশ হয়ে গেলে back এ গিয়ে reboot system now সিলেক্ট করুন(প্রথমবার অন হতে ২-৭ মিনিট সময় নিতে পারে বা তার আগেও হতে পারে)

TWRP এর মাধ্যমে

  • কাস্টম রম ডাওনলোড করে মেমরী কার্ডে রাখুন(কোন ফোল্ডার এ নয়)
  • প্রথমে রিকভারী মুডে যান
  • এবার Wipe এ গিয়ে  cache,delvik-cache,factory data,system,android secure,system একে একে wipe করুন
  • এবার Install এ যান,তারপর রম সিলেক্ট করুন,এবং swipe করুন
  • রম ফ্লাশিং শুরু হবে
  • রম ফ্ল্যাশ শেষ হওয়ার পর আবারও wipe এ গিয়ে cache,delvik-cache wipe করুন
  • ব্যাস কাজ শেষ।প্রথমত অন হতে সময় লাগবে(প্রথমবার অন হতে ২-৭ মিনিট সময় নিতে পারে বা তার আগেও হতে পারে)

 

Level 0

আমি ফয়সাল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

gt-i8262 এ
র কাস্টম রিকভারী টি এক টু দেবেন প্লিক

1.ai vabe ki sob (walton/ symphony) set a custom rom flash hobe????????
2.Custom rom a thaka OBOSTHAY stockRom restore korar process ki??????? (ai khetre ki wipe data,case,partition, wipe delvik) ai kaj gulao korte hobe????????

CMW TE KI ata korai lage- এবার mount and storage এ যান,তারপর format
system সিলেক্ট করুন এবং yes করুন.

কাস্টম রোম কিবাবে তৈরি করে এটা বল্লে উপকার পাবো বেশি