গ্যালাক্সি এস৬ এবং গ্যালাক্সি এস৬ এজ মডেলের স্মার্টফোন দুটি স্যামসাংয়ের অত্যন্ত আকর্ষণীয় স্মার্টফোন। এ স্মার্টফোনগুলোতে অন্যান্য ফিচারের পাশাপাশি আগের মডেলের তুলনায় প্রাণবন্ত এবং দ্রুত ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা রয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে সিনেট।
স্মার্টফোনটিতে রয়েছে এফ ১.৯ লেন্স এবং হাই রেজ্যুলেশন সেন্সর সম্পন্ন ফ্রন্ট (৫ মেগাপিক্সেল) এবং ব্যাক ক্যামেরা (১৬ মেগাপিক্সেল) যা অল্প আলোতেও উন্নত মানের ছবি তুলতে সাহায্য করে।
এ ছাড়াও আরও উন্নত আলোক সংবেদনশীলতা ও ক্যামেরা ব্যবহারযোগ্যতা নিশ্চিত করতে রয়েছে অটো রিয়াল টাইম হাইডাইনামিক রেঞ্জ, স্মার্ট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং আইআর ডিটেক্ট হোয়াইট ব্যালেন্স।
যেকোনো স্ক্রিন থেকে হোম বাটন কি ডাবল ক্লিক করলেই মাত্র ০.৭ সেকেন্ড ক্যামেরা চালুর সুযোগও থাকছে কুইক লঞ্চ ফিচারের মাধ্যমে।
ডাব্লিউপিসি ও পিএমএ সনদপ্রাপ্ত ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সংবলিত এই ফোন দুটি ইউনিভার্সাল ওয়্যারলেস চার্জিং এ এক নতুন আদর্শ প্রতিষ্ঠা করেছে। আর ফোন দুটি ওয়্যারযুক্ত করে গ্যালাক্সি এস৫ এর তুলনায় ১.৫ গুন বেশি দ্রুত চার্জ করা যায়। মাত্র ১০ মিনিট চার্জ দিলেই ফোনগুলো প্রায় ৪ ঘণ্টা ব্যবহার করা যায়।
স্লিম (৬.৮ মি.মি/ ৭.০ মি.মি এজ) এবং হাল্কা (১৩৮ গ্রাম/ ১৩২ গ্রাম এজ) গ্যালাক্সি এস৬ এবং গ্যালাক্সি এস৬ এজ এ রয়েছে সবচেয়ে অত্যাধুনিক স্যামসাং প্রযুক্তি। ফোন দুটির দ্রুত কর্ম সম্পাদন ক্ষমতা এবং তুলনামূলক কম পাওয়ার খরচ করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পৃথিবীর প্রথম ৬৪ বিট প্ল্যাটফর্মের ১৪এনএম মোবাইল প্রসেসর, নতুন এলপিডিডিআর৪ মেমোরি সিস্টেম ও ইউএফএস ২.০ ফ্ল্যাশ মেমোরি। এ ছাড়াও ১৪৪০পি/ভিপি৯ হার্ডওয়্যারভিত্তিক কোডেক কম পাওয়ার ব্যবহারে হাই রেজ্যুলেশনে ভিডিও স্ট্রিমিং করা যাবে। ৫.১ ইঞ্চি কোয়াড এইচডি সুপার অ্যামোলেড স্ক্রিন সর্বোচ্চ পিক্সেল ঘনত্ব নিশ্চিত করে।
সম্ভাব্য ক্ষতিকর আক্রমণ থেকে সুরক্ষার জন্য গ্যালাক্সি এস৬ এবং গ্যালাক্সি এস৬ এজ এ ব্যবহৃত হচ্ছে আরও উন্নত স্যামসাং নক্স সুরক্ষা ব্যবস্থা। হারিয়ে যাওয়া ডিভাইস খুঁজে পেতে এই ফোনগুলোতে রয়েছে ফাইন্ড মাই মোবাইল ফিচার আর ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য রয়েছে রিঅ্যাক্টিভেশন লক ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
দেশের বাজারে বর্তমানে স্মার্টফোনটির ১৫,০০০ টাকার ক্যাশব্যাক অফার চলছে। এর মাধ্যমে গ্রাহকরা এখন এই অভিনব হ্যান্ডসেটটি কিনতে পারবেন ৬৪,৯০০ টাকায়।
সংগ্রহ ঃ আমার ড্রয়েড
আমি দীপ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
hmm জেনে ভাল লাগলো…
আমার xperia zr-ই অনেক ভাল । upgraded to 5.0.2..