ধরুন আপনি পুরান ঢাকার কোনো এক গলিতে দুর্ঘটনায় পড়লেন। আশে পাশে কোথায় হাসপাতালে আছে তা জানা নেই? কিংবা বেড়াতে গিয়ে এটিএম বুথ থেকে জরুরিভিত্তিতে টাকা তুলতে হবে। কিন্তু জানা নেই আপনার অবস্থান থেকে কতটা দূরে আছে এটিএম বুথ?
এমন সমস্যায় আমাদের প্রায়ই পড়তে হয়। তবে স্মার্টফোনের একটি অ্যাপ্লিকেশন আপনার কাজ সহজ করে দিতে পারে। তেমনি একটি অ্যাপ্লিকেশন হলো ‘নেয়ারবাই প্লেস ফাইন্ডার’(Nearby Place Finder)।
আপনি একটি এলাকায় নতুন গিয়েছেন। কাউকে চেনেন না। আপনার আশেপাশের কোন জায়গায় যেতে চান আপনি। কিন্তু কাউকে জিজ্ঞাস করতে পারছেন না। আপনার পকেটে রয়েছে স্মার্টফোন। তাহলে আর আপনাকে চিন্তা করতে হবে না আশেপাশের জায়গা চেনা নিয়ে। Nearby Place Finder অ্যাপ এর মাধ্যমে আপনি খুব সহজেই খুঁজে পেতে পারেন আপনার কাঙ্খিত স্থান।
অ্যাপ ব্যবহারকারীরা যেন সহজে বা জরুরি মুহূর্তে প্রধান স্থানগুলো স্মার্টফোনেই খুঁজে পায় সে জন্য এটি তৈরি করা হয়েছে।
অ্যাপ্লিকেশানটির মাধ্যমে একজন ব্যবহারকারী খুব সহজেই তার আশেপাশের প্রয়োজনীয় স্থান খুঁজে পেতে সক্ষম হবে। অ্যাপটির মাধ্যমে হাসপাতাল, এটিএম বুথ, ডাক্তার, বিমানবন্দর, হোটেল, ব্যাংক, বার, বিউটি পার্লার, বাস স্টেশন, বইয়ের দোকান, সুপার শপ, ডেন্টিস্ট, কার ওয়াশ, চার্চ, জিম, মন্দির, লাইব্রেরী, মসজিদ, জাদুঘর, পার্ক, পুলিশ স্টেশন,স্কুল, বিশ্ববিদ্যালয় এরকম প্রায় ৫০টিরও বেশি স্থান খুঁজে পাওয়া যাবে।
অ্যাপটিতে ব্যবহারকারী তার ইচ্ছামতো দূরত্ব ঠিক করে দিতে পারবে। যে দূরত্বের মধ্যে সে তার নির্দিষ্ট স্থান খুঁজতে চায়। অ্যাপটিতে রয়েছে চার প্রকার ম্যাপ। আপনার ইচ্ছামত যেকোন প্রকার ম্যাপ ব্যবহার করতে পারেন।
এতে ব্যবহারকারী আশেপাশের স্থানগুলোর তালিকার পাশাপাশি ম্যাপও দেখতে পারবেন এবং ওই স্থানের একটি সংক্ষিপ্ত বিবরণও পাবেন।
অ্যাপ্লিকেশনটি প্লেস্টোরের এ ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।
আমি আনিসুজ্জামান বাবলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কম্পিউটার প্রোগ্রাম লিখি। অ্যাপ বানাই। নিউরনে অনুরণন ঘটাতে ভাললাগে।
thx,,,,,,,vaia