অ্যান্ড্রয়েড দিয়ে পিসিতে ভিডিও, ছবি ও গান সরাসরি প্লে করুন #WIFI (No Root Required)

আসসালামুয়ালাইকুম।

 

আজকে আমি আপনাদের কাছে একটা নতুন ট্রিক নিয়ে হাজির হলাম। টেকটিউনসে আগে এটা নিয়ে টিউন হয়েছে কি না জানি না। যদি হয়ে থাকে তাহলে ক্ষমার চোখে দেখবেন। গত টিউনে আমি আপনাদের দেখিয়েছি অ্যান্ড্রয়েড কে Joystick বা Gamepad বানানো।

যা যা লাগবে-

১.Android Phone 😛

২.Google Chrome (PC)

৩. ২টা Software

৪. ওয়াইফাই (যদি Internet Connection না থাকে তাহলে ও হবে কিন্তু তার জন্য Connectify অথবা এই ধরনের ওয়াইফাই Router ব্যবহার করে Offline এ ব্যবহার করা যাবে যা আমি করছি)

 

(যদি আপনার ফোন Kitkat থাকে তাহলে Root লাগতে পারে আমার walpad 8x এ লাগে নাই কিন্তু সফটওয়্যার এ বলছে লাগবে)

 

আসুন তাহলে এখন কাজ শুরু করে দেই-

প্রথমে অ্যান্ড্রয়েড এর সফটওয়্যারটা ইন্সটল করতে হবে, তার জন্য এই লিঙ্ক এ যান। (৬ মেগাবাইট এর সফটওয়্যার)

এখন পিসির কাজে আসা যাক-

১. Google Chrome Browser টা ওপেন করুন। যদি না থাকে তাহলে এই লিঙ্ক থেকে ইন্সটল করুন।

2. এই লিঙ্ক থেকে Extension টা ইন্সটল করুন।

দেখবেন ডেক্সটপে All cast Receiver নামের লোগো এসে পরেছে অথবা যদি না আসে তাহলে, Windows 7 এবং 8 ইউজাররা  স্টার্ট বাটন এ ক্লিক করে  Allcast লিখে সার্চ দিন পেয়ে যাবেন। অথবা Chrome App Launcher থেকে ও ওপেন করতে পারেন। ওপেন করে ঠিক এই রকম ইন্টারফেস পাবেন

এখন ফোন এর কাজ শুরু...

 

ফোন এ All cast অ্যাপ টা ওপেন করুণ দেখবেন অটো সার্চ শুরু হয়ে গেছে। এখন যদি আপনার পিসি ও ফোন একই ওয়াইফাই এর আওতায় থাকে তাহলে সার্চ এ পেয়ে যাবে তখন সেটা সিলেক্ট করে আপনি পিসিতে গান, ভিডিও, ছবি দেখতে পারবেন।

 

 

***কিছু কিছু ফোনে এটা Mirroring সাপোর্ট করে। তার মানে আপনি আপনার ফোনের স্ক্রীন পিসিতে Live দেখতে পারবেন ।

 

Level 0

আমি আসিফ ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

খুবই ভালো পোস্ট ভাই! কিন্তু আমার সমস্যা হচ্ছে যে আমার ক্রম ডেক্সটপ প্লেয়ার অটো অন হয় না। Extension বার বার ইন্সটল দিতে হয়।