এন্ড্রয়েডে Transparent করুন আপনার Status বার এবং Notification প্যানেল,যারা এখনও করতে পারেননি

এন্ড্রয়েডে Transparent করুন আপনার Status বার এবং Notification প্যানেল,যারা এখনও করতে পারেননি

আসসালামুআলাইকুম।কেমন আছেন বন্ধুরা?আশা করি সবাই ভালো আছেন।টেকটিউনে এটা আমার চতুর্থ টিউন।আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার এন্ড্রয়েড ফোনের Status বার  এবং Notification Panel Transparernt অর্থাৎ স্বচ্ছ করবেন।আমরা যারা জেলীবিন ৪.২.২ ইউস করি তাদের নিঃসন্দেহে ললিপপ ৫.০.১ এর Notification Bar পছন্দ।সেই পছন্দকে আটকে না রেখে চলুন আজ শুরু করি,তো চলুন বন্ধুরা শুরু করা যাকঃ

এর জন্য যা যা প্রয়োজনঃ 

  • Root acces
  • Xposed Installer
  • Gravity Box(JBহলে JB এর জন্য KK হলে KK এর জন্য)
  • একটু মনযোগ

 

প্রথমে নিচ থেকে Xposed Installer ডাওনলোড করে নিন

ডাওনলোড লিঙ্কঃXposed Installer

১ম ধাপঃ

  • প্রথমে App টি ডাওনলোড করে ইন্সটল করে নিন
  • তারপর ওপেন করে “Framework” এ ট্যাপ করেন
  • পপআপ আসলে “Ignore” করেন
  • এবার “Install/Update” এ ট্যাপ করেন
  • এবার রুট পারমিশন এর জন্য পপআপ আসবে Grant করুন
  • এবার Reboot এর পপআপ আসলে OK করুন

২য় ধাপঃ

  • Reboot করার পর আবার Xposed Installer ওপেন করুন
  • এবার“Download” বাটনে ট্যাপ করুন,এখানে আপনি অনেক Tweaks দেখতে পাবেন
  • এবার উপরের “Search” আইকনে ট্যাপ করুন এবং GravityBox লিখুন
  • আপনি এখানে দুই ধরনের “Gravitybox” দেখতে পাবেন,আপ্নি যদি জেলিবীন ইউজার হন তাহলে “Gravitybox(JB)” এবং কিটক্যাট ইউজার হলে “Gravitybox(KK)”এ ট্যাপ করুন
  • এবার নিচে গিয়ে “Download” বাটনে ট্যাপ করুন
  • ডাওনলোড শেষ হলে “Gravitybox” ইন্সটল করুন

৩য় ধাপঃ

  • ইন্সটল করা শেষ হলে আবারও “Xposed Installer” ওপেন করুন
  • এবার “Modules” এ ট্যাপ করুন
  • এবার “Gravitybox” এ টিক দিন
  • এবার ফোন আবারও Restart দিন

শেষ ধাপঃ

  • এবার “Gravitybox” ওপেন করুন
  • এবার Statusbar tweaks এ ট্যাপ করুন
  • Transparency  Management এ ট্যাপ করুন
  • এবার Status বার একবারে স্বচ্ছ করতে Statusbar for luancher এবং Statusbar for lockscreen ১০০% করে দিন।
  • এবার আবার Back এ আসুন
  • এবার Notification Drawer Style এ ট্যাপ করুন
  • এখন আপনি Background Transparency অপশন দেখতে পাবেন এবং Notification Panel একবারে স্বচ্ছ করতে চাইলে দুইটাই ১০০% করে দিন।
  • এবার ফোন Restart দিন যদি দরকার হয়

এখন দেখুন আপনার Status বার এন্ড্রয়েড ললিপপ বা ৫.০.১ হয়ে গেছে এবং Notification Panel Transparent হয়ে গেছে। 😀

                                    (বিঃদ্রঃআপনার ফোনের কোন ক্ষতির জন্য আমি দায়ী নই)

Level 0

আমি ফয়সাল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমার symphony w69 এর জন্য s4 custom rom লাগে। দিতে পারবেন ভাই???

ohh nice ei tune ta khujcilam……tnx

xposed er arekta module ache nam “tinted statusbar ”
oita use kore dekhen. darun jinish

ভাই আমি “symphony w30” ব্যবহার করি। আমি sp flash tool দিয়ে আমার ফোন কয়েকবার ফ্ল্যাশ দিয়েছি এবং সফলও হয়েছি। কিন্তু কয়েকদিন আগে sp flash tool দিয়ে ফ্ল্যাশ করার সময় ভুল করে format অপশনে ক্লিক করি। পুরো ফরম্যাট হওয়ার পর আমি ডাটাক্যাবল খুলে সেট অন করতে যেয়ে দেখি সেট আর অন হয় না।তারপর আমি সেট টি চার্জআর এ কানেক্ট করি কিন্তু ফোনের লাইট ও আসে না।এখন আমার ফোন পুরা ডেড। এখন আমি কি করবো একটু সাহায্য করেন প্লিজ

    আপনার ফোন ডেড হলে কোন কিছু করার নাই।কাস্টমার কেয়ার ও সেরে দিবে না

ভাই কাস্টম রুম তৈরি করে কিবাবে এরকম টিউন দিলে খুশি হবো ৷