আসসালামুয়ালাইকুম।
সবাই ক্যামন আছেন? আমরা Android দিয়ে কত কিছুই না করি। কেও গেম খেলি আমার অনেকে পিসি কন্ট্রোল করি। কিন্তু আজকে আমি আপনাদের যেটা দাখাব সেটা হল Android দিয়ে ওয়ারলেস Joystick বানান। অনেকদিন এটা ব্যবহার করছি। বিশেষ করে Need For Speed Most wanted 2012 খেলছি।
প্রথমে এটার সম্পর্কে কিছু বলে দেই____
১- মোবাইল এর সেন্সর যত ভাল তত ভাল কন্ট্রোল করা যায়।
২- মোবাইল মালটিটাচ Supported হতে হবে।
৩- মোবাইল ও কম্পিউটার একই Wifi এর ভিতর Connected থাকতে হবে।
৪- Root এর কোন প্রয়োজন নেই।
এখন তাহলে শুরু করা যাক প্রথমে ফাইল দুইটি Download করে নিন।
এখন ফাইল ১ পিসি তে ইন্সটল করুন, ফাইল ২ মোবাইল এ।
পিসির আর মোবাইল একই Wifi দিয়ে কানেক্ট করুন।
এখন পিসির Dextop থেকে Mobile Gampad.exe রান করুন।
সেখানে আপনাকে একটা Ip দিবে
ঠিক এই রকম।
সেটা আপনার মোবাইল এ APK টা ইন্সটল করে Port চাইবে তখন দিন। এবং connect দিন।
এখন ধরুন আপনি Need for speed Most wanted খেলবেন তাহলে এটার কী Configar করতে হবে। তার জন্য পিসির Software এ Games Tab এ ক্লিক করুন। সেখানে (+) Sign এ ক্লিক করুন তাহলে নিচের মত অপশন পাবেন
গেম এর নাম ও বাকি কী গুল Add করুন। প্রথম সারির গুল Movement key আর 2nd গুল Action key
Game path এ গেম এর exe এর লোকেসন টা বের করে দিন।
Ok করুন। পিসির কাজ শেষ।
এখন মোবাইল এর কাজ।
মোবাইল এ Connect হলে এই রকম Interface আসবে
(1) Direction controls
(2) Action controls
(3) Connection state: you can click on this icon when disconnected to reconnect to server
(4) Right & Left motions
Clicking on motion buttons will hide normal direction controls and use you device accelerometer
You must click and hold on directions empty circle "1" to activate motion while you are playing
(5) Up & Down motions
(6) Games list
Click on game list to select game to run on server pc
(7) Pause
(8) Start
6 নাম্বার এ ক্লিক করুন তাহলে এইরকম মেনু আসবে
এখন Need For speed most wanted সিলেক্ট করে আপনি চাইলে কী use করে ও খেলতে পারেন আবার উপরের ছবির 4 and 5 নাম্বার অপশন অন করে সেন্সর দিয়ে ও খেলতে পারেন।
আর কোন কিছু জানার থাকলে Comment করবেন। আমার কোন ভুল হয়ে থাকেল মাফ করে দিবেন।
আমি আসিফ ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই এটা কি যেকোনো গেম সাপোর্ট করবে? বিশেষ করে RPG গেম গুলো?