ওয়াটসঅ্যাাপ এর সময়সীমা শেষ ? ৫ মিনিট এ আর এক বছর এর জন্য এক্টিভেট করে নিন

আসসালামুয়ালাইকুম । কি খবর ? অনেকদিন পরে টিউন করলাম। আজকাল পড়ালেখায় বেশি ব্যাস্ত হয়ে পরছি । এখন একটু ব্রেক দেখে শান্তি ।

এখন শুধু একটাই কাজ

 

ঠিক আছে আজকের টিউন এ আসা যাক । আজকের এই জিনিষটি অনেকেই জানেন । যারা জানেন না শুধু তাদের জন্য ।

ওয়াটসঅ্যাাপ হইল এখন সবচেয়ে জনপ্রিয় ম্যাসেঞ্জার এর মধ্যে একটি । কারন হিসাবে বলতে পারি এর সহজে ব্যাবহার করার সুবিধা, প্রাইভেসি , ফিচার এবং নিত্য নতুন ডিজাইন । তবে এই মেসেঞ্জার এর জেই সমস্যা তা এক বছর পর টের পাওয়া যায় । যদিও এরা এক বছর পরে একটি চার্জ আদায় করে তবুও চার্জ টি খুবই স্বল্প:মাত্র ৭০ টাকা ( ১ ডলার) । তবে আমাদের অনেকেরই পে পাল নেই ফলে আমরা এই পেমেন্ট করতে পারি না।

সবাই কে অনুরোধ করব যারা টাকা দিয়ে কিনে নিতে পারবেন তারা দয়া করে তাই কিনুন । ওয়টসঅ্যাাপ এর প্রাপ্য এটি

 

তো শুরু করা যাক

 

প্রথমে আপনাকে এমন একটি সিম নিতে হবে যেই সিম এ ওয়াটসঅ্যাাপ অ্যাাকাউন্ট নেই । ভয় পাবেন না!! আপনার নম্বর আগের টাই থাকবে । প্রথমে আপনার মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি সিম টি দিয়ে ওয়াটসঅ্যাাপ এ ধুকুন । এবার মোবাইল অফ করে নতুন যেই সিম এ ওয়াটসঅ্যাাপ নেই সেই সিমটি মোবাইল এ ঢুকান এবং নিচের সারি গুলো অনুসরণ করুন

 

নিচে ছবির সাহায্যে বোঝানো হয়েছে

১ । নিচের ছবির মতো "Settings" এ ক্লিক করুন

 

২। ক্লিক করলে নিচের মত ছবি আসবে । এবার "Account" এ টাচ করুন

 

৩ । এবার "Change Number" সিলেক্ট করুন

 

৪ । এবার নিচের মতো ছবি আসবে । "Next" সিলেক্ট করুন

 

৫ । নিচের ছবি টি খেয়াল করে দেখুন । দুটি বক্স আছে । প্রথম বক্স এ আপনার যেই নাম্বার টির মেয়াদ শেষ হবে সেই নাম্বার টি লিখুন ।

দ্বিতীয় বক্স এ নতুন সিম এর নম্বর টি দিন ।  এবং "Done" সিলেক্ট করুন । ব্যাস এবার কনফার্ম মেসেজ পেলেই হলো

 

ও আচ্ছা !!! পুরান নম্বর তো দেখাচ্ছে না !!!!!!! তবে আপনার ১ বছর এর জন্য এক্টিভেট হয়েছে । এখন পুরান নম্বর পেতে ৫ নম্বর সারি টি আবার অনুসরণ করুন তবে এবার করবেন উলটো । মানে  দ্বিতীয় বক্স এ আপনার যেই নাম্বার টির মেয়াদ শেষ হবে সেই নাম্বার টি লিখুন ।

প্রথম বক্স এ নতুন সিম এর নম্বর টি দিন ।  এবং "Done" সিলেক্ট করুন । ব্যাস এবার কনফার্ম মেসেজ পেলেই হলো । আপনার পুরান নম্বর এ ১ বছর এর জন্য এক্টিভেট হয়ে গেছে ওয়াটসঅ্যাাপ !!!

 

ধন্যবাদ । ভালো থাকুন । দোয়া করবেন B|

Level 0

আমি sugata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    Level 0

    কমেন্ট এর জন্য ধন্যবাদ

আচ্ছা এটা করলে কি আগের গুরুপের সব ফাইল গুলো পাওয়া যাবে।

হা হা হা হা ! দারুন বুদ্ধি 🙂

অসাধারণ

Helpfull Post…… 🙂

উহ! ধারুন,
ধইন্নাবাদ !!