গুগল প্লে স্টোরের সকল সমস্যার সমাধান একটি টিউনে !!

“বিসমিল্লাহির রাহমানির রাহিম”

স্বাগতম, আশা করি আপনারা সবাই ভালো আছেন । আমি আমার এই টিউনে আপনাদের সাথে অ্যান্ড্রয়েড প্লে স্টোরের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করব ।

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন কিন্তু প্লে স্টোর চেনেন না এরকম ব্যবহারকারী খুঁজে পাওয়া অসম্ভব । কেননা এই প্লে স্টোরই অ্যান্ড্রয়েডের প্রাণকেন্দ্র । কিন্তু মাঝে মাঝে আমরা এমন সব সমস্যায় পড়ি এই প্লে স্টোরকে নিয়ে যে আমাদের রিতিমত হিমশীম খেতে । আপনারা যাতে এসকল সমস্যার সমাধান করতে পারেন মূলত সেজন্যই আজকের আমার এই টিউন ।

গুল প্লে স্টোরের বিভিন্ন সমস্যা এবং সমাধান ।

সমস্যা কোডঃ ডিএফ বিপিএ ০৯
সমস্যাঃ প্লে স্টোর থেকে কোনো অ্যাপস কিংবা গেইম কিংতে পারছেন না অথবা "Error Processing Purchase" বার্তা প্রদর্শন করছে ।
সমাধানঃ এই সমস্যার সৃষ্টি হলে ক্লে স্টোর থেকে কোনো অ্যাপস বা গেমস ডাউনলোড করা যায়না এবং অনেক সময় দেখা যায় বারবার চেশ্টা করার পরও ডাউনলোড করা সম্ভব হয়না । গুগলের হেল্পলাইনে এ সম্পর্কিত কোনো প্রশ্ন জিগ্ঞাসা করলে তারা অনেকটা রোবটের মতো জবাব দেয়, "we’re hoping it will
be fixed in the near future."
এই সমস্যা সমাধানের জন্য প্রথমে আপনাকে সেটিংস এ যেতে হবে হবে এবং তারপর-

• Apps Manager কিংবা Applications অপশনে যান ।
• অল কলাম Swip করুন ।
• এখন নিচের দিকে স্ক্রল করে ‘’Google Services Framework’’ প্রগ্রামটি খুজে বের করুন এবং ক্লিয়ার ডাটাতে ক্লিক করুন ।

আশা করি সমাধান হয়ে যাবে । তার পরও যদি কাজ না করে তবে উক্ত প্রগ্রামটি আপডেট করুন ।

সমস্যা কোডঃ ইরর ৪৯৫ ।
সমস্যাঃ প্লে স্টোরের সাহায্যে কোনো অ্যাপস ডাউনলোড কিংবা আপডেট করা যায়না ।
সমাধানঃ

• গুগল প্লে স্টোর অ্যাপসটির ডাটা ডিলিট করুন ।এজন্য আপনাকে এখানে যেতে হবে-Settings > Apps > All >
Google Play Store > Clear data.
• একইভাবে গুগল সার্ভিস ফ্রেমওয়ার্ক অ্যাপসটির ডাটাও ডিলিট করুন ।
• আপনি আপনার ফোনে যে গুগল একাউন্ট সেট করেছেন ঐটা ডিলিট করুন । এখন ফোনটি রিস্টার্ট করুন এবং আবারও এখানে গিয়ে-Settings > Accounts > Add Account > Google Account. আপনার গুগল একাউন্টটি এড করে নিন ।

সমস্যা কোডঃ ইরর ৯৪১ ।
সমস্যাঃ কোনো অ্যাপস আপডেট কার সময় ডাউনলোড আটকে যায় কিংবা "Interruption during update" বার্তা প্রদর্শন করে ।
সমাধানঃ সমাধানের জন্য-

• এখানে যান-Settings > Apps > All >Google Play Store । এখন Clear Cache and Data তে ক্লিক করুন ।
• আবারও এখানে যান-Settings > Apps > All > Download Manager এবং এই প্রোগ্রামটিরও Cache and Data ক্লিয়ার করুন । আরও ভালো হয় প্রোগ্রামটি আপডেট করলে ।

সমস্যা কোডঃ ইরর ৫০৪ ।
সমস্যাঃ কোনো অ্যাপস বা গেইম ডাউনলোড করতে গেলে "App could not be downloaded due to an error" বার্তা প্রদর্শন করে ।
সমাধানঃ

• সেটিংস এ গিয়ে অ্যাপস ম্যানেজার এ যান এবং Google Play Store ও Google Services Framework প্রোগ্রাম দ্বয়ের cache and data ক্লিন করুন ।

সমস্যা কোডঃ ইরর ৪৯১
সমস্যাঃ "Downloads and updates
impossible" বার্তা প্রদর্শন করে ।
সমাধানঃ

• ফোন থেকে গুগল একাউন্ট রিমুভ করে ফোন রিস্টার্ট করুন ।
• পুনরায় ফোনে গুগল একাউন্ট যুক্ত করুন ।
• Google Services প্রোগ্রামটির ডাটা ডিলিট করুন এবং প্রোগ্রামটি Force Stop করুন । পুনরায় ফোন রিস্টার্ট করুন ।

সমস্যা কোডঃ ইরর ৪৯৮ ।
সমস্যাঃ প্লে স্টোর থেকে ডাউনলোড করার সময় বাধাপ্রাপ্ত হওয়া ।
সমাধানঃ এই সমস্যাটি হয় আপনার ডিভাইসে অতিরিক্ত ক্যাশ জমা হলে ।

• এক্ষেত্রে আপনি আপনার ফোনের সকল অপর্য়োজনীয় ও বেদরকারি সকল অ্যাপস আনইনস্টল করুন ।
• ফোনটি রিস্টার্ট করার মাধ্যমে Recovery Mode এ যান । Recovery Mode এ যাওয়ার জন্য প্রায় সকল ফোনেই Volume Down + Power button চাপতে হয় । কেবল সেমসাং ব্যবহারকারীরা Volume down + Power button + Home button একসাথে চাপুন । রিকাভারি মোড এ গিয়ে wipe cache partition সিলেক্ট করে Confirm প্রেস করুন ।

সমস্যা কোডঃ ইরর ৯১৯ ।
সমস্যাঃ প্লে স্টোর দিয়ে ডাউনলোড করা অ্যাপ একবার অপেন করার পর আর কাজ করেনা ।
সমাধানঃ এটি আসলে কোনো সমস্যা না । আপনার ফোনের Ram সম্পূর্ণ হয়ে গেলে এই সমস্যাটি হয় ।তাই এক্ষেক্ষে সহজ সমাধান হল ফোন রিস্টার্ট করা ।

সমস্যা কোডঃ ইরর ৯২১
সমস্যাঃ "You can’t download an app." বার্তা প্দর্শন করে ।
সমাধানঃ গুগল প্লে স্টোরের সকল ক্যাশ এবং ডাটা ডিলিট করুন । কাজ না করলে গুগল একাউন্ট রিমুভ করে ফোন রিস্টার্ট করুন এবং পুনরায় এড করুন ।

সমস্যা কোডঃ ইরর ৪০৩ ।
সমস্যাঃ The download is impossible and
the request is ''forbidden''. বার্তা প্রদর্শন করে কোনো অ্যাপ ডাউনলোড করতে গেলে ।
সমাধানঃ এক্ষেত্রে-

• এখানে যান-Settings> More Networks> Mobile Networks> APN
• Clear Proxy বাটনে ক্লিক করুন ।

সমস্যা কোডঃ ইরর ৯২৭ ।
সমস্যাঃ ডাউনলোড করতে গেলে The download is impossible
because an update of the Play
Store is in progress. বার্তা দেখায় ।
সমাধানঃ এই সমস্যাটি হয়ে থাকে প্লে স্টোর যখন আপডেট হয় ।এই সমস্যা সমাধানের জন্য-

• সেটিংস থেকে অ্যাপ্লিকেশন ম্যানেজারে যান এবং Google Service ও Play Store প্রোগ্রাম দুটির ডাটা ক্লিয়ার করুন ।

উপরে যেসব সমস্যা এবং সমাধান আলোচনা করা হয়েছে সেগুলো আমার এবং বিভিন্ন ইউজারের সমস্যার সমাধান করতে গিয়ে আমি অবহিত হয়েছি । তারপরও ভূল হওয়া অস্বাভাবিক কোনো বিষয় নয় । তাই আপনার চোখে যদি কোনো ভূল সলিউশন ধরা পড়ে তবে তা টিউমেন্টের মাধ্যমে জানাতে ভূলবেন না ।

Level 2

আমি জুবায়ের আহমদ শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

error 491 . ai problm ta amr hoise. tnx vi apnar solution pea gelam

দারুন লিখেছেন ।

ভাই আমার google store use korte parchi na…. connection error dekhay…. ki korbo vai please ekto bolen…..tai ami onno apps store use kori…

আর ভাই আমি google er softwere e use korte parci na procesing stop….. connection error dekhay…vai ekta help koren…

purai joss

Thank You

ফোন মেমোরীতে পর্যাপ্ত স্পেস না থাকার কারনে এ্যাপ ইনস্টল না হলে এর কোন সমাধান আছে? আমার ফোনের মেমোরীতে ৫০মেগার কম ফ্রী থাকলেই এমনটা হয়। রুট করা হলে ফোনের সব কিছু তো এসডি কার্ডে নিতে পারতাম, সেই সময় স্যামসাং ব্যবহার করতাম। সিম্ফোনী ডাব্লিউ ১২৮ ফোন খুবই সহজে কি করে রুট করা যাবে? আবার আনরুটও করবো কি করে যখন প্রয়োজন হবে?