বিসমিল্লাহি রহমানের রহিম।
আসসালামুয়ালায়কুম।
এটা আমার প্রথম টিউন। ভুল হলে মাফ করবেন। আমাদের মাঝে অনেকে আছেন যারা নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনেছেন। ফোন রুটও করেছেন। কিন্তু আপনার ফোনের CWM বা TWRP খুজে পাচ্ছেন না। টেকটিউনে CWM বানানোর অনেক ট্রিক্স দেওয়া আছে, তাই আজ আমি আজ আপনাদের TWRP বানানোর ট্রিক্সটি দিবো. কনো ভুল হলে আবারো মাফ চেয়ে নিচ্ছি। কিন্তু এতোটুকু বলবো এটা আমি নিজে ট্রাই করেছি। আর একটা কথা এটা শুধ MTK ডিভাসের জন্য। তো চলুন কাজে যাওয়া যাক।
প্রথমে যা লাগবে।
১.কম্পিউটার।
২.ইউ এস বি ক্যাবল।
৩.আপনার রুটেড MTK ডিভাইস।
৪.The Easy Ultimate TWRP installer + ADB DRIVER আপনার ফোন জেলিবিন হলে The Easy Ultimate TWRP v2.7.1.0 আর কিটক্যাট হলে The Easy Ultimate TWRP v2.8.1.0 ব্যবহার করবেন। লিঙ্কে দুইটাই আমি দিয়েছি.
প্রথমে আপনার MTK ডিভাইসটির USB DEBUGGING এনাবল করুন। তারপর এডিবি ড্রাইভার ইন্সটল করুন আপনার কম্পিয়টারে।
আপনি জিপ আনজিপ করলে TWRP setup.exe এইরকম একটা সফটওয়ার পাবেন. অইটা ওপেন করলে নিচের ছবির মতো একটা বক্স আসবে অইটা নেক্সট করুন।
সফটয়ার ইন্সটল হয়ার পর একটা ফলডার তইরি হবে আপনার দেক্সটপে জার নাম হবে MTK-TWRP। আর সাথে সাথে একটা ডাইলগ বস আসবে নিচের ছবির মতো। আপনি যদি আপনার ফোন পিসিতে তোখন কানেক্ট না কনে তো নো দিবেন। আর কানেক্ট করলে ইয়েস দিবেন।
আপনি ইয়েস দেওয়ার পর নিচের মতো একটা ডাইলগ বক্স আসবে. অইখান থেকে start Easy Magic Auto TWRP সিলেক্ট করে ওকে দিন.
তার পর নিচের ছবির মতো একটা ডাইল্গ বক্স আসবে, যেইখানে জানতে ছাইবে আপনি Auto TWRP ক্রিয়েট করতে চান নাকি Manul ভাবে চান। আপনি Auto সিলেক্ট করবেন.
তারপর সব থিক থাকলে নিচে মতো একটা ছবি আসবে এবং আপনি অইটা নো করে দিবেন। ব্যাস কাজ সেশ। আপনার ফোন TWRP রিকোভারি মুডে চলে যাবে। আর MTK-TWRP ফোল্ডারে আপনি আপনার অরজিনাল রিকোভারি + TWRP রিকোভারি.img পাবেন।
আমি আরিয়েন তায়েফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।