আসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আসা করি ভাল আছেন। আজ রমজান মাসে নবম দিন রোজার দিন গুলোতে সময় যে কখন চলে যায় টের পাওয়া যায় না। স্মার্ট ফোন ব্যবহার করেন এমন লোক খুজে পাওয়া হয়ত যাবে না। আপনার গ্রাল ফ্রেন্ড বলছে আমার না মোবাইলে নেট নাই। আপনে আপনার গ্রাল ফ্রেন্ডস টি মন খুশি করার জন্য আমার এই টিপস টি ফলো করলে আশা করছি তাঁর মন অবশ্যই ভাল হবে। কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করি। কথা না বাড়িয়ে শুরু করা যাক৷ প্রথমেই যেটা দরকার, তা হল আপনার সিমে ইন্টারনেট সংযোগ থাকতে হবে যা দিয়ে আপনি ওয়াইফাই চালু করবেন এবং ব্যবহার করবেন৷
প্রথমেই আপনার মোবাইলের সেটিংস্ এ গিয়ে More option এ যান৷
এরপর tethering and portable hotspot এ যান
এরপর WLAN hotspot অফ থাকলে অন করে দিন
এরপর Keep Wi-FI hotspot on এ দেখবেন অফ আছে অন করে দেন
এরপর Set Up Wi-Fi hotspot এ Network SSID বক্সে যে কোন নাম দেন তারপর Security বক্সে WPA2 PSK নির্বাচন করুন। এবং পাসওয়ার্ড দিয়ে Save করেন।
এখন দেখবেন আপনার গ্রাল ফ্রেন্ড এর Wifi অন করলে ওখানে নাম দিলে নাম দেখাবে।এবার নামের জাগায় টাচ করলে সেখানে পাসওয়ার্ড চাইবে।এবার পাসওয়ার্ড দিয়ে ওকে করলে ইন্টারনেট পেয়ে যাবে।আপনার বন্ধু খুশি হলে আমিও খুশি।আমার এই টিউন করাও সার্থক হবে। আজকের মত বিদায় তাহলে।
আমি zaheedwaheed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hoi miah,,,ei sob jinis k na jene?
Moderator ra koi?
Asob tune delete kore na kan,,