এবার আপনার Android এ জনপ্রিয় হ্যাকিং OS Kali linux Install দিন

হেলো বন্ধুরা। আপনারা অনেকেই কালি লিনাক্স অপারেটিং সিস্টেম টির নাম জানেন অনেকে হয়ত কম্পিউটারে এটি ব্যবহার করেন। এটি একটি জনপ্রিয় হ্যাকিং অপারেটিং সিস্টেম। wifi password hack,website hack,brutforce,ddos,sniffing,men-in-the-middle atack আরও অনেক কাজের জন্য এই OS টি হ্যাকাররা পছন্দ করে থাকেন। আজ আমরা এই অপারেটিং সিস্টেম টি আমাদের মোবাইলে ইন্সটল করব কাজ টি খুব সহজ। ইন্সটল করার জন্য নিচের ফাইল গুলো ডাউনলোড করে নিন।

kali linux.zip
complete-linux-installer
android-terminal-emulator
busybox-app
vnc viewer

প্রথমে বলে রাখি kali linux install দেওয়ার জন্য আপনার Android device টি রুটেড হতে হবে...
আশা করি উপরের লিঙ্ক থেকে ফাইল গুলো সফল ভাবে ডাউনলোড করেছেন।
সবার উপরে যে লিঙ্ক টা দিয়েছি এইটা ৬৮৯ মেগাবাইটের ফাইল এটি হল মুল কালি লিনাক্স এর ফাইল এটি আপনার computer এ winrar দিয়ে অথবা যাদের পিসি নাই তারা root explorer অথবা xplore দিয়ে এক্সট্রাক্ট করুন আপনার মোবাইলের মেমরি কার্ড এ।

এক্সট্রাক্ট করার পর তিনটি ফাইল পাবেন প্রথম ফাইল্টি হবে ৩ জিবি পরের ফাইল গুলোর সাইজ কম এই ফাইল কপি করে আপনার মেমরি কার্ড এ একটি ফল্ডারে রাখুন

এবার complete linux installer, terminal emulator,busybox, vnc viewer. Download করুন এবং ইন্সটল দিন।

এখন complete linux installer app টী ওপেন করুন root চাইলে grant করুন।
এবার launch এ প্রেস করুন উপরে ডান পাশে settings এ press করুন এবার add এ প্রেস করুন
এবার দেখুন ২ টি বক্স এসেছে ১ম বক্সে লিখুন kali linux পরের বক্সে ডান পাশে ... চিহ্নে ক্লিক করে আপনার kali linux এর img ফাইল্টি দেখিয়ে দিন/
এবার save change এ প্রেস করুন
এবার আপনার লিনাক্সটি রান করুন terminal emulator open হয়েছে।
এবার আপনাকে ফাইল চেক করার জন্য Y/N press করতে বলবে আপনি N লিখে enter প্রেস করুন
কিসুক্ষন পর প্রসেস থেমে গেলে লিখুন expot USER=root এবার enter press করুন
এবার লিখুন vncpasswd এরপর enter press korunএবার পাসওয়ারড চাইবে 1234 দিন এবং enter press করুন এবার আবার 1234 দিয়ে এন্টার চাপুন।
এবার এটি লিখুন
tightvncserver -geometry 1280x720

এবার এন্টার প্রেস করুন প্রসেস চালু হবে শেশ হয়ে গেলে সবার শেষে ২য় লাইন এ localhost নাম এর একটা লেখা থাকবে এর পর আপনাকে একটা সংখ্যা দিবে সংখ্যাটি মনে রাখুন। এটি আমার vnc server এ ব্যবহার করব।

এবার vnc server app টী ওপেন করুন দেখুন অনেক গুলো বক্স এসেসে এখানে
nickname ফাকা রাখুন
password 1234 দিন
address এ localhost লিখুন
এবার port . port এ লিখুন 590 এবং 590 এর শেষে সেই terminal থেকে পাওয়া নাম্বার ট দিন যেমন আমি পেয়েছিলাম 6 তাহলে আমার port হবে 5906
color format: 24-bit color (4bpp)

এবার connect এ প্রেস করুন।।

voillah আপনার কালি লিনাক্স চালু হয়ে গেছে।

কিছু সমস্যার কারনে screenshot দিতে পারলাম না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত।

কোনো সমস্যা হলে জানাবেন অবশ্যিই
ফেসবুক এ আমি SHAKER SAJIB
আপ্নারা জারা হ্যাকিং শিখতে চান তাদের জন্য আমি একটি android software তৈরি করেছি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

a

Level 0

আমি shaker sajib। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am not an Hacker i Hat Hacker's


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

amr kache pc r kali iso file ta ache, ota take hobe vi… na apner dia kali download dia ladbe

    amar ta dia korte hobe ,, apnar pc r ta dia hobe na

vai wifi password kivabe hack korbo?

এসডি কার্ড পাচ্ছে না!! Any solution!!??

a/local/bin:$PATH <
u0_a94@GENERAL_MOBILE:/ $ cd /sdcard/kali
u0_a94@GENERAL_MOBILE:/sdcard/kali $ su
root@GENERAL_MOBILE:/ #

vaia ai lakha ta astacha then N press korla not found lekha dai…r kichu hosscha naaa…

dhonnabad vai…korte parsi

দয়া করে KalI Linux সম্পর্কে যদি একটু ধারণা দিতেন, এটি কোন এন্ড্রয়েড অ্যাপ? বা এতো এমবির যেহেতু জিপ ফাইলের ভেতরে আরো কোন অ্যাপ আছে?
নাকি শুধু একটি?