★পিসি দিয়ে CWM Recovery Mode ইন্সটল করুন আপনার Max908 সহ যেকোনো MT65** এন্ড্রয়েড সেট এ ★

এটা আমার প্রথম টিউন। ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।

এরকম অনেক টিউন পাওয়া গেছে যেখানে অনেক Max908 ইউজার বলেছেন যে তাদের রিকভারি মোড আসে না। সব ঠিক মত করার পরেও সেট রিবুট হয়ে যায়, কিন্ত রিকভারি মোডে যায় না। তাই একটা পদ্ধতি খুজ করলাম যেভাবে পিসি দিয়ে রিকভারি ইমেজ ছাড়াই CWM রিকভারি মোড ইন্সটল দেওয়া যায়। এই পদ্ধতি অনুসরণ করে সকলের ফোনেই রিকভারি মোড এসেছে। তো চলে যাই কাজের কথায়...

প্রয়োজনঃ 1. PC (windows 7 এ পরীক্ষিত)
2. Rooted Max908
3. Mtkdroid Tool package.
4. পিসি সম্বন্ধে একটু ধারণা।

কার্যপ্রণালীঃ 1. প্রথমে Mtkdroid tool টা ডাউনলোড করে DOWNLOAD এক্সট্রাক্ট করে নিন। তার পর Mtkdroid too.exe টা ওপেন করুন।

2. তার পর স্ক্রিন টা এমন হবে।

3. এখন সেটের Settings এ যান। তার পর About phone এ যান। সেখানে সবার নিচে Build Number এ ৭-৮টা ক্লিক করেন। তার পর You are now developer লেখা আসবে। এখন ব্যাক এ এসে Settings/Developer Option এ যান এবং On করুন। তার পর USB Debugging এ টিক দিন।

4. এখন ফোন টি USB cable দিয়ে পিসি তে লাগান। (ফোন এবং পিসি কোনোটাতেই বাড়তি টাচ করার দরকার নাই।)

5. এবার স্ক্রিন এ আপনার সেটের info আসবে। তার পর স্ক্রিনে দেখানো root, backup, recovery তে ক্লিক করেন।

6. এবার নিচের দিকে Root অপশনে ক্লিক করেন। (বিঃদ্রঃ আপনার সেট আগে থেকেই রুট করা থাকতে হবে।)।

7. আপনার সেটে রুট পারমিশন চাইতে পারে। চাইলে পারমিশন দিয়ে দিন। এবার স্ক্রিন টা এমন হবে।

8. এবার স্ক্রিনশটে দেখানো নিচে দাগ দেওয়া To use boot from phone এ ক্লিক করার পর Recovery And Boot এ ক্লিক করেন।

9. এবার শুধু Yes দিতে থাকেন। নেগেটিভ কিছু দিবেন না। তার পর আপনার সেট রিকভারি মোডে চলে যাবে।

10. ব্যাস। এবার সেট টা রিবুট দিন। পরের বার থেকে রিকভারি মোডে কাজ করতে থাকুন। আর Mtkdroid tool/recovery ফোল্ডারে সেটের recovery.img টা পাবেন। এটা ইচ্ছা করলে রেখে দিতে পারেন।

 

আমি ফেবুতেঃ Fb

Level 0

আমি নওশাদ রহমান নিশাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি নিশাদ। টেকটিউন্স এর চরম ভাবে ভক্ত আমি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ph pc dia unroot korar kono karzokari soft takle plz..

নতুন কিছু শিখলাম

Level 0

apni cwm kivabe xlash korben?? ota to dejhalen na.

Level 0

apni cwm kivabe flash korben?? ota to dekhalen na.

    @ Biplob: ভাই, পোস্ট টা ভাল করে পড়ে নিন। এখনে রিকভারি ইমেজ বানানো হয়েছে এবং পিসি দিয়েই ফ্ল্যাশ করা হয়েছে। 😀

লেখার জন্য ধন্যবাদ

ভাই স্টক রুম থেকে কাস্টম রুম কৈরি করে রি বাবে এটা দিলে
অনেক খুশি হবো ৷