কেমন আছেন বন্ধুরা। মনে হয় ভালই। আমার গত টিউনগুলো বা ১ম পর্ব ও ২য় পর্ব অ্যাপ্লাই করে যারা খুশিতে লাফালাফি ও নাচানাচি করছেন তারা এখন এই খুশিতে পিকনিক করবেন। কারন এই পর্বে আমি আপনাদের যা দেখাব আপনাদের অ্যাবাউট ফোনে প্ল্যাটফর্ম দেখাবে ৫.০.১ বা আসল ললিপপ এর প্রমান। আর বোনাস হিশেবে ললিপপের মত লকস্ক্রিন, ম্যাসেজিং অ্যাপ ও কিবোর্ড দিবো। তবে চলুন শুরু করা যাক।
আমার টিউন গুলো পছন্দ হলে এই সাইটে প্লিজ যান
শুরুতে ফাইলগুলো এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন।
Root Explorer ওপেন করুন।
নিচে স্ক্রল করে গিয়ে system ফোল্ডার এ যান।
build.prop ফাইলটি হল্ড করে ধরে রাখলে যে মেনুটি আসবে তাতে Open in Text Editor সিলেক্ট করুন।
ro.build.version.release= এ আপনার আন্ড্রয়েড এর ভারশন লিখা থাকবে সেখানে গিয়ে লিখুন 5.0.1
এবার ব্যাক বাটোন প্রেস করুন।
Yes প্রেস করুন। এবার সেট রিস্টার্ট করুন।
সেট অন হলে Xposed Installer অন করুন।
Modules সিলেক্ট করুন।
Eggster এ টিক মারুন ও সেট আবার রিস্টার্ট করুন।
সেট অন হলে Eggster অন করুন।
Logging অন করুন। এবার ললিপপ অন করুন। এবার আপনার ফোনটা মাটিতে আছাড় মারুন। আরে না না মজা করলাম। আসলে আপনার কাজ শেষ। এবার আপনি Settings>About Phone এ গেলে দেখবেন আপনার ফোন এর ভার্শন ৫.০.১। সেখানে কয়েকবার চাপ মারলে ললিপপের লোগো দেখাবে। আর লোগোতে চেপে ধরে থাকলে Lollipop এর Floppy Bird গেম চালু হয়ে যাবে।
এখান থেকে বোনাস গুলো ডাউনলোড করে নিন।
১. Massenger appটি ইন্সটল করুন ও সেটা ডেস্কটপে ম্যাসেজিং এর জায়গায় রাখুন।
২.L Lockscreen appটি ইন্সটল করুন appটি ওপেন করুন।
Open Android Settings এ টাচ করুন।
এবার L Lockscreen অন করুন ও আপনার সেটের লকস্ক্রীন অফ করে দিন।
৩. Lollipop Keybord appটি ইন্সটল করুন।
এবার Lollipop Keyboard এ টিক মারুন। Settings লোগো টাচ করুন।
Appearance & layouts এ টাচ করুন।
Theme এ টাচ করে Material Light সিলেক্ট করুন।
এবার নাকে তেল দিয়ে ঘুমান কারন কাম শেষ।
আপনার সেট আগের মত করতে লিস্টের অ্যাপগুলো আন্সটল করতে হবে। কাজ শেস।
আগামি পর্বে আসছে আরো অনেক ললিপপের কাস্টমসাইজেসন
টিউনটি পড়ার জন্য ধন্যবাদ
খুব দ্রুতই আসছে তৃতীয় পর্ব
যেকোনো সমস্যায় টিউমেন্ট করুন, খারাপ কোনো টিউমেন্ট চলবে না
আমি আমি ওহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই এন্ডয়েড এর fast boot img ceng করার কনো টিপস থাকলে বলবেন প্লিস