অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ইন্টারনাল মেমোরী বাড়ানোর উপায় (রুট আবশ্যক)

 

কেন আপনার স্মার্টফোনের ইন্টারনাল মেমোরী বাড়াবেন

ইন্টারনাল মেমোরী স্মার্টফোনের একটি গুরুত্বপুর্ণ বিষয়। অ্যান্ড্রয়েডে যতো অ্যাপ ইনস্টল করা হয়, সেগুলো সব ইন্টারনাল মেমোরীতেই জমা হয়। দামী স্মার্টফোনগুলোয় ইন্টারনাল মেমোরী কোন সমস্যা করে না। কিন্তু তুলনামুলক কমদামের স্মার্টফোনগুলোতে দেখা যায় ইন্টারনাল মেমোরী খুবই কম। ফলে দেখা যায়, কিছু অ্যাপ ইন্সটল করলেই ইন্টারনাল মেমোরী ফুল হয়ে যায়। ফলে ফোন স্লো হয়ে যায়, বেশি অ্যাপ ইন্সটল করাও সম্ভব হয় না। ইন্টারনাল মেমরী বাড়িয়ে নিলে এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এই টিউনে তাই দেখানো হবে কিভাবে ফোনের ইন্টারনাল মেমোরী বাড়ানো যায়।

ফোনটি রুট করা থাকতে হবে...

শুধুমাত্র যেসব স্মার্টফোন রুট করা, সেসব স্মার্টফোনের ইন্টারনাল মেমোরীই এই উপায়ে (অথবা বাকি যেকোন উপায়ে) বাড়ানো যাবে। রুট হলো অ্যান্ড্রয়েড এর সিস্টেম ফাইলগুলো অ্যাক্সেস করার অনুমতি নেয়া। রুট করার মাধ্যমে স্মার্টফোনের জন্য অন্য একটি দরজা খুলে যায়। অ্যান্ড্রয়েড ডিভাইস রুট করা থাকলে অনেক কিছু করা যায় তাতে সব ধরনের অ্যাপস চালানো যায়, র‍্যাম, ইন্টারনাল মেমোরী, ফোন বা ট্যাব এর পারফর্মেন্স বাড়িয়ে নেয়া ইত্যাদি। কিন্তু রুট করার আগে আনরুট করার পদ্ধতি জেনে নেয়া ভালো। কারণ, অ্যান্ড্রয়েড রুট করা একটি ঝুকিপূর্ন কাজ। কোন প্রকার ভুল হয়ে গেলে ফোনটি আজীবনের মতো নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া রুট করলে ডিভাইস এর ওয়ারেন্টি বাতিল হয়ে যায়। তাই রুট করার আগে সাবধানে সবকিছু দেখে-শুনে সিদ্ধান্ত নেয়া ভালো। রুট করার অনেক উপায় আছে। ভিন্ন ভিন্ন ডিভাইস ভিন্ন ভিন্ন নিয়মে রুট করা লাগে। রুট সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ভিজিট করতে পারেন।

ব্যাপারটা কাজ করে কিভাবে...

এই টিউনে দেখানো হবে কিভাবে মেমোরী কার্ডের মেমোরী কার্ডকে ব্যবহার করে ইন্টারনাল মেমোরী বাড়ানো যায়। তাই ফোনের মেমোরী কার্ডটিতে পার্টিশন তৈরি করে নিতে হবে অর্থাৎ অংশ ভাগ করে নিতে হবে। পার্টিশন তৈরির পর 'Link2SD' নামের একটি অ্যাপের সাহায্যে পার্টিশন তৈরি করা মেমোরীর একটা অংশকে ইন্টারনাল মেমোরী হিসেবে ব্যবহার করা হবে। অ্যাপটি আপনার মেমোরী কার্ডের একটা অংশকে ইন্টারনাল মেমোরী হিসেবে ব্যবহার করবে এবং অন্যান্য অ্যাপস, ডাটা মেমোরী কার্ডে তৈরি করা পার্টিশনে সরিয়ে নেবে। এতে করে আপনি যতো খুশি ততো অ্যাপস ইন্সটল করতে পারবেন।

মেমোরী কার্ডে পার্টিশন তৈরি করুন

নিচের ধাপগুলো অনুসরণ করুন-

  • 'mini Partition Wizard Manager' সফটওয়্যারটি ডাউনলোড করুন (http://www.partitionwizard.com/free-partition-manager.html)
  • কার্ড রিডার অথবা ফোনে মেমোরী কার্ডটি ঢুকিয়ে পিসির মাধ্যমে ওপেন করুন
  • মেমোরী কার্ড এর ফাইলগুলো ব্যাকআপ করে নিন, পার্টিশন তৈরির সময় আপনাকে মেমোরী কার্ড এর সবকিছু মুছে ফেলতে হবে
  • 'mini Partition Wizard Manager' টুলটি ওপেন করুন, ওটার মাধ্যমে মেমোরী কার্ডটি ওপেন করুন
  • মেমোরী কার্ডটি শো করলে রাইট বাটন ক্লিক করে “delete” অপশন সিলেক্ট করুন

  • আবার রাইট বাটন ক্লিক করুন, এখন “Create New” অপশনটি সিলেক্ট করুন
  • একটি উইন্ডো আসবে, File system এ  FAT32 অপশনটি সিলেক্ট করুন, Create as এ Primary সিলেক্ট করুন, এখানেই আপনার মিডিয়া ফাইলগুলো থাকবে
  • পার্টিশনের আকারটা আপনিই ঠিক করে নিন
  • মনে রাখবেন, Partition Allocation এ মেমোরীর যেই অংশ বাম পাশে অর্থাৎ আগে থাকবে, শুধুমাত্র সেই অংশটিই পরবর্তিতে সব জায়গায় শো করবে, দ্বিতীয় পার্টিশন শো করবে না।
  • এবার Okay ক্লিক করুন
  • একইরকমভাবে আরেকটি পার্টিশন বানান, এখানে File system এ ext2 সিলেক্ট করুন, এই পার্টিশনেও Create as এ Primary সিলেক্ট করুন, এখানেই আপনার অ্যাপগুলো জমা হবে
  • Okay ক্লিক করুন
  • উইন্ডোটি বন্ধ হলে একদম উপরে বাম কোণায় 'Apply' বাটন এ ক্লিক করুন, পার্টিশন তৈরির প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে
  • আপনার প্রথম পর্যায়টি শেষ হলো।

ইন্টারনাল মেমোরী বাড়ানোর দ্বিতীয় পর্যায় - ফোনের কাজ

এই পর্যন্ত মেমোরী পার্টিশনের কাজ শেষ হলো, এখন তা ফোন এ কাজে লাগানো বাকি। আর তার জন্য আপনার দরকার হবে 'Link2SD' অ্যাপটি। প্লে স্টোরে এটি বিনামুল্যে ডাউনলোড করা গেলেও আমরা যা করতে যাচ্ছি অর্থাৎ ইন্টারনাল মেমোরী বাড়ানোর কাজ, এটা লাইসেন্সেড পেইড ভার্সন ছাড়া হবে না। অর্থাৎ 'Link2SD Plus'।

অ্যাপটি এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন। ওপেন করলে রুট অ্যাক্সেস চাইবে। অ্যাক্সেস দিন। কয়েকটি অপশন আসবে যেমন FAT32, ext2, ext3, ext4 ইত্যাদি। আপনি 'ext2' সিলেক্ট করবেন।

 লেখা আসবে, 'Mount Script Created. Now you Reboot your Phone.'। ফোনটি রিস্টার্ট নিলে আবার অ্যাপটি ওপেন করুন। ওপেন করলে যদি কিছু না আসে অর্থাৎ কিছু না বলে তাহলে আপনার কাজ হয়েছে। কিন্তু এটাই শেষ নয়। নতুন ইন্সটল করা অ্যাপগুলো যেনো স্বয়ংক্রিয়ভাবে মেমোরী কার্ড এ সরে, তার জন্য 'Settings' এ গিয়ে autolink এ টিক দিন। তারপর ভেতরে গিয়ে app, dalvic-cache, library files এও টিক দিন। এছাড়া যেসব অ্যাপ ইতিমধ্যে ইন্সটল করা রয়েছে, সেগুলোও এভাবে মেমোরী কার্ড এর সাথে লিঙ্ক করুন।

“Storage Info” তে গিয়ে মেমোরীর অবস্থা দেখুন।

আপনার কাজ শেষ। এখন আপনার ফোনে যতো খুশি ততো অ্যাপ ইন্সটল করুন!

জরুরিঃ যেহেতু মেমোরী কার্ডটি আপনার ফোনের ইন্টারনাল মেমোরীর একটি অংশ, ফোন অন অবস্থায় কার্ডটি খুলবেন না বা কার্ডটি খুলে ফোন অন করবেন না। এতে আপনার অ্যাপস, ডাটা ইত্যাদি হারাবেন।

টিউনটি আগে এখানে করা হয়েছিলো।

Level 0

আমি আহনাফ আহমাদ প্রীণন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আস সালামু আলাইকুম, আমি "আহনাফ আহমাদ প্রীণন"। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দেয়ার মাধ্যমে নিজের অভিজ্ঞতা ও দক্ষতাকে শানিয়ে নিতে পারবো বলে আশা করি, ইনশা-আল্লাহ!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

‘mini Partition Wizard Manager’ link ta kaj kore na

দারুন টিউন আশা করি কাজে লাগবে ।

ধন্যবাদ

১ম পর্যায়ের কাজ টি না করলে কি হবে না? অর্থাৎ মেমোরী কার্ডে
পার্টিশন তৈরি না করে কি কিছু করা যাবে না। কারন আমার তো পিসি নাই।
আমি কি শুধু Link2SD দিয়ে কোন কিছু করতে পারব?
আমার সেট অবশ্যই রোট করা আছে।

এত্ত ঝামেলার কোন মানে হয়? মেমরি সোয়াপ কইরা নিলেই হইল। ১০ সেকেন্ড এর কাজ। নো পিসি। আর তাছাড়া এই ফালতু সিস্টেম এর মত মেমরি লিমিট নাই।

1st step na korle hobe na kintu apnar pc nai tate kono problem nai. AParted app ta use koren, partition banaite
@al Mahmud
https://play.google.com/store/apps/details?id=com.sylkat.AParted&hl=en

এত্ত ঝামেলার কোন মানে হয়?
মেমরি সোয়াপ কইরা নিলেই হইল। ১০
সেকেন্ড এর কাজ। নো পিসি। আর
তাছাড়া এই ফালতু সিস্টেম এর মত
মেমরি লিমিট নাই।

Cwm recovery thakle monk easy. No need PC. Go cwm recovery> advance> partition to SD> koto GB lag be select> select 64 or niche> reboot> go link2sd> ext-2> link app> reboot> enjoy! Call me jodi problem face hoy: 01790153252

Level 2

আমার মেমোরী কার্ডটি কোন ভাবেই পার্টিশান করতে পারলাম না।

Link2SD Plus (New) এই ভার্সন টা প্লেস্টোর এ ফ্রীতে নাই। আপনার কাছে কি আছে এইটা?

আমার link2sd Plus apps এর লিংকটা দিতে পারবেন। আমার link2sd Plus apps এর লিংকটা দিতে পারবেন। আপনার দেয়া apps কাজ করে না