আপনার জেলিবিন (Jelly bean) বা কিটক্যাট (KitKat) ফোনকে করে নিন ললিপপ (Lollipop) ২য় পর্ব।

কেমন আছেন বন্ধুরা। মনে হয় ভালই। আমার গত টিউন বা ১ম পর্ব অ্যাপ্লাই করে যারা খুশিতে লাফালাফি করছেন তারা এখন নাচানাচি শুরু করবেন। কারন এই পর্বে আমি আপনাদের দেখাব কিভাবে আপনারা আপনাদের রিসেন্ট অ্যাপ মেনু বদলিয়ে ললিপপের মাল্টিটাস্কিং মেনুতে পরিনত করবেন। আর বোনাস হিশেবে কিভাবে স্ট্যাটাস বার ললিপপের মত ট্র্যান্সপারেন্ট করবেন ও আইকন গুলো ললিপপের মত করবেন তা দেখাবো। তবে চলুন শুরু করা যাক। 

প্রথমেই যারা যারা আমার ১ম টিউনটি পড়েননি তাদের বলছি যে প্রথম পর্ব না অ্যাপলাই না করলে এই পর্ব কাজ করবে না ! প্রথম পর্বে এখান থেকে যান 

 

 

 

শুরুতে ফাইলগুলো ডাউনলোড করে নিন এখান থেকে (Gravity Box যেকনো ১টি KK অথবা JB)

এবার ইন্সটল করুন।

 Step 1

এবার গতবারের Xposed Installer appটি ওপেন করুন। 

Modules এ যান।

সবগুলো ঘরে টিক মারুন। টিক মারা হলে আপনার সেট রিবুট বা রিস্টারট বা সেট অফ করে অন করুন।

এবার Fancy Switcher appটিতে যান। একটা সুন্দন স্লাইড শো হবে। লেখা উঠবে Touch to start.

গোলগাল নিলচে রঙের বাটনটিতে টাচ করুন। তারপর স্ক্রীন গুলা সয়াইপ করে মেনু টাতে যান। 

সেটিংস আইকন এ চাপ মারুন।

 

এবার Style অপশন এ গিয়ে Android Lollipop সিলেক্ট করুন।  

 

আবার সেটিংস এ যান। Smart-Slider এ ট্যাপ করে Enable Smart-Slider থেকে টিক উঠিয়ে দিন।

আবার সেটিংস এ যান। Button এ ট্যাপ করে সবগুলো ঘর থেকে টিক উঠিয়ে দিন।

এবার যদি আপনার ফোনে Recent Menu বাটন প্রেস করলে বা Home বাটন ধরে থাকলে নিচের মত শো করে তবে

 

Always এ ট্যাপ করুন। এবার আপনার জেলিবিন বা কিটক্যাটের নয় ললিপপ এর Recent menu বা Multi Tasking Menu ওপেন হবে। কিন্তু যদি না শো করে তবে "Step 2" করুন। নাহলে Step 2 স্কিপ করুন। 

 

Step 2

Gravity box অন করন।

Navigation keys actions সিলেক্ট করুন।

এখন আপনার সেটে যদি রিসেন্ট মেনু বাটন থাকে তবে Recent key, Single-tap action এ অথবা যদি রিসেন্ট মেনু বাটন না থাকে তবে Home Key, Long-press action সিলেক্ট করুন।

 

Custom action সিলেক্ট করুন।

Fancy Switcher সিলেক্ট করুন। এবার আপনি আপনার Home button বা Recent button প্রেস করলে আপনার জেলিবিন বা কিটক্যাটের নয় ললিপপ এর Recent menu বা Multi Tasking Menu ওপেন হবে। 

বোনাস (ললিপপের মত ট্র্যান্সপারেন্ট স্ট্যাটাস বার ও ললিপপের স্ট্যাটাস বার আইকন)

Tinted Statusbar ওপেন করুন।

Default settings সিলেক্ট করুন।

 Opacity এর মাত্রা একদম কমিয়ে দিন। এবং Apply প্রেস করুন।

এবার আবার Gravitybox ওপেন করুন।

Transparency management সিলেক্ট করুন।

 

Statusbar for launcher ১০০% করে দিন।

এবার ব্যাক করে আবার Gravitybox এর মেনুতে যান।

 

Statusbar tweaks সিলেক্ট করুন।

 

Battery settings এ যান।

 

Battery indicator style এ টাচ করে Kitkat battery সিলেক্ট করুন।  

আবার ব্যাক করে Statusbar tweaks এর মেনুতে যান।

স্ক্রল (scroll) করে নিচে গিয়ে Use Lollipop signal icons এ টিক মারুন। টিক মারা হলে এবার আপনার সেটে একটা ঘুসি মারুন ! আরে না না মজা করলাম। এবার আপনার সেট রিস্টার্ট বা রিবুট অথবা সেট অফ করে অন করুন।

কাম শারা। এবার মজা করুন। 

স্ক্রিনশট

      

                            আপনার সেট আগের  মত করতে লিস্টের অ্যাপগুলো আন্সটল করতে হবে। কাজ শেস।

                                      আগামি পর্বে আসছে আরো অনেক ললিপপের কাস্টমসাইজেসন

                                                           টিউনটি পড়ার জন্য ধন্যবাদ

                                                          খুব দ্রুতই আসছে তৃতীয় পর্ব

                                      যেকোনো সমস্যায় টিউমেন্ট করুন, খারাপ কোনো টিউমেন্ট চলবে না

                                                     🙂 :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) 🙂

 

 

 

Level 0

আমি আমি ওহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice tune

ভাই এতে কি ভারসন চেঞ্জ হবে।

vai amr phn e to gravitybox i install hoy na… install korte gele application error ba compression error dekhay. ki korbo…?? amr android 4.0.1..

Level 0

apni to boro foul tuner. Download link e adf.ly , adfoc aeisob kno. sorasori direct link dite paren na.

Techtunes er admin der ektu nojor dea uchit.

Vai আমারটাতে gravitybox install hoy,open hoy na….gravitybox system framework is not responding bole ki korbo?

    সুষ্ময় বডুয়া @@ :Xposed Installer এ ঢুকুন। তার পর Modules এ ঢুকুন। তার পর Gravity Box টিক মারুন এন্ড Reboot মারুন। দেখবেন কাজ করছে।