এন্ড্রয়েড ফোন কিনতে চাচ্ছেন কিন্তু কোন ফোনটি ভাল হবে বা কেনা উচিত বুঝে উঠছেন না ?
হয়তোবা ভাবছেন এইচটিসি এর জি ৪ নেবেন নাকি এম ৮ নাকি স্যামসাং এস ৬...
আসলেই নিজের জন্য সঠিক একটি এন্ড্রয়েড ফোন বাছাই করা খুবই চ্যালেঞ্জ এর ব্যাপার। তাই গুগল আপনার জন্য ফোন কেনার দিকটি আরও সিম্পল করে দিল ঠিক সার্চ ইঞ্জিন এর মতই।
এন্ড্রয়েড এর আরও বিস্তারিত খবরাখবর জানুন আমার এ সাইটটিতে।
এই সপ্তাহে গুগল তাদের নতুন এ ওয়েবসাইটে এ ফীচারটি যুক্ত করেছে।
এজন্য আপনাকে যা করতে হবেঃ
আপনি সাইট টিতে প্রবেশের পর আপনাকে ‘Get Started,’ বাটন টিতে ক্লিক করতে বলা হবে। এর পরের ধাপে ১২ ক্যাটাগরি থাকছে যাতে আপনার ফোনের কি বেশী ইউজ করে থাকেন যেমনঃ ছবি তোলা, গান শোনা, ব্রাউজিং ইত্যাদি।
এ ক্যাটাগরি তে আপনার ফোনে ব্যবহৃত ফাংশন গুলোর ব্যবহারকাল জানতে চাওয়া হবে। ঠিক এভাবে যেমনঃ How often would you like to track physical activity? Every day? A few times a week?
এরকম তিনটি ক্যাটাগরি থেকে বাছাই কয়ড়ার পর ‘Show Me Phones.’ নামে একড়ি অপশন আসবে। যাতে ক্লিক করলেই আপনার জন্য আপনার চাহিদামত বেস্ট ফোন গুলো দেখাবে।
তো কোন ফোনটি কিনছেন জানাতে ভুলবেন না কিন্তু,
বিঃদ্রঃ এ টিউনটি পুর্বে আমার নিজস্ব টেক ব্লগ এ করা হয়েছে এ ঠিকানায়। এরকম আরও দারুন টেক বিষয়ক টিউন পেতে ভিসিট করার অনুরোধ রইল।
আমি Farhaan Hridoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তো গুগলের ওয়েব সাইটের লিঙ্ক কই? স্পাম!