তাহলে আপনি নিজেকে একজন স্মার্টফোন এক্সপার্ট ভাবেন? আপনি আপনার আইফোন অথবা এন্ড্রয়েড ফোনের ভিতর বাহির সব জানেন, আপনি আপনার বন্ধু বা পরিবারের মানুষকে তাদের মোবাইল এর সমস্যা নিয়ে সাহায্য করেন।কিন্তু এখনো অনেক কিছুই বাকী রয়েছে যা দক্ষ মোবাইল ফোন ব্যবহারকারীরাও জানেন না।
যেমন, আপনি কি জানেন আপনার আইফোন বা এন্ড্রয়েড ফোনের শত গোপন মেনু রয়েছে যা বিশেষ কোড ডায়াল করে বের করতে হয়?
পুরণো মোবাইল ফোন ব্যবহার কারীরা সেই দিনের কথা মনে করতে পারেন যখন ফোন ছিল বোবার মত। কাস্টমার কেয়ার এ ফোন করে বিশেষ কোডের মাধ্যমে সেটিং রিসেট করা হত।
সেদিন গিয়েছে, কিন্তু সেই সব রহস্যজনক কোড এখনো বর্তমান রয়েছে।
এখানে কিছু গোপন কোড দেয়া হলো যা আইফোনের কিছু গোপন মেনু বের করবেঃ
• *#06# –IMEI দেখাবে।
• *3001#12345#* + “Call” – গোপন টেস্ট মেনুতে প্রবেশ করতে।
• *#43# + “Call” – কল ওয়েইটিং স্টেটাস দেখাবে।
• *43# + “Call” – কল ওয়েইটিং চালু করবে।
• #43# + “Call” – কল ওয়েইটিং বন্ধ করবে।
• *#21# – কল ফরওয়ার্ডিং স্টেটাস দেখাবে।
• ##002# + “Call” – কল ফরওয়ার্ডিং বন্ধ করবে।
• *33*pin# – কল ব্যারিং চালু করবে।
• #33*pin# – কল ব্যারিং বন্ধ করবে।
• #31#phone-number + “Call” – চলমান কলের কলার আইডি ব্লক করবে।
• *3370# + “Call” – “Enhanced Full Rate” চালু করে GSM networks এ ভয়েস এর মান বৃদ্ধি করবে (ব্যাটারি লাইফে প্রভাব পড়তে পারে)
• *#5005*7672# + “Call” – আপনার ক্যারিয়ার এর ম্যাসেজ সেন্টার এর নাম্বার দেখাবে।
চিন্তা করবেন না এন্ড্রয়েডের ও কিছু গোপন কোড রয়েছে সমস্যা হলো এন্ড্রয়েড ফোন অনেক ভিন্ন হয় এদের মডেলের উপর ভিত্তি করে।
এখানে ভালো দুইটি কোড দেয়া হলোঃ
• *#*#4636#*#* – নেটওয়ার্কের সেকশন সহ গোপন টেস্ট মেনুতে প্রবেশ। ব্যাটারি এর তথ্য ও ব্যবহারের স্ট্যাটাস।
• Settings অপশনের “About phone” এ, ট্যাপ করুন “Build number” সাত বার। – এতে Settings এর মেনুতে একটি নতুন “Developer options” চালু হবে যা আপনাকে অনেক ফানশনের একটি গোপন কোষ দিবে।
লিখেছেন-নুরুল ইসলাম।আমি আপনাদের জানাতে এখানে শেয়ার করলাম।
আমি সুমাইয়া সুমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নাহ। ভাল কিছু পাইলাম নাহ।