আসসালামু আলাইকুম!!
যেকোনো আন্ড্রোয়েড মোবাইলে কাস্টম রম ইন্সটল করতে হলে প্রথমে তাতে রিকভারি মোড ইন্সটল করতে হয়।।
তবে রিকভারি মোড থেকে শুধু কাস্টম রম ইন্সটল করার ছারাও আরও অনেক কিছু করা যায়।। যেমন মোবাইলের
ফুল ব্যাকআপ রাখা, আবার রিষ্টর করা ইত্যাদি।।
আমার জানা মতে Walton Primo F2'র জন্য Cot recovery মোডটি সবচেয়ে ভালো।আমি নিজেও এটা ব্যবহার করি। তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে Walton Primo f2 তে Cot recovery মোড ইনস্টল করতে হয়।
চলুন শুরু করা যাক।।।
যা যা লাগবেঃ
১. রুট করা Walton Primo F2।।
২. Mobileuncle toolbox টি ডাউনলোড করুন।
Download Here
৩. Scatter File টি ডাউনলোড করুন
Download Here
৪. Recovery.img ফাইল টি ডাউনলোড করুন
Download Here
এবার চলুন দেখি কিভাবে ইনস্টল করবেন!!
ইন্সটল করার পদ্ধতিঃ
১. Mobileuncle toolbox ডাউনলোড করে ইন্সটল করুন
২. Scatter File ডাউনলোড করে মেমরি কার্ডে রাখুন (কোন ফোল্ডারে রাখবেন না)
৩. Cot রিকভারি ফাইল ডাউনলোড করে মেমরি কার্ডে রাখুন (কোন ফোল্ডারে রাখবেন না)
৪. Mobileuncle toolbox ওপেন করুন এবং রুট পারমিশন চাইলে Grant করুন
৫. এখন Mobileuncle toolbox > Recovery update তে যেয়ে recovery.img সিলেক্ট করুন তারপর ইন্সটল করে ওকে করুন
৬. মোবাইল রিস্টার্ট করুন, আপনার কাজ শেষ।।
বুঝতে সমস্যা হলে Photo tutorial টি দেখুন:
এখন দেখুন আপনার Default recovery mod টি পরিবর্তন হয়ে Cot recovery mod হয়ে গেছে।
আজ এ পর্যন্তই, পরে আবার নতুন কিছু নিয়ে হাজির হবো।
আর যদি কোন সমস্যা হয় তাহলে আমাকে ফেসবুকে জানাতে ভুলবেন না
Fb Profile
আমি মোহিদ হাসান হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।