ইন্সটল করুন কালি লিনাক্স আপনার এন্ড্রয়েড মোবাইলে

আসসালামুয়ালাইকুম।আশা করি সবাই ভালোই আছেন।আমি আল্লাহর রহমতে মুটামুটি আছি।একটু সমস্যার মধ্যে আছি।সবাই দোয়া করবেন।

যাই হোক কয়েকদিন আগে ব্যাকট্রাক ৫ কিভাবে এন্ড্রয়েডে ইন্সটল করতে হয় সেই প্রসেসটা দিয়েছিলাম।সেখানে অনেকে কালি লিনাক্স ইন্সটলেশন চেয়েছেন।
Now it's in font of on your eyes.

আগেই বলে নেই এই টিউনা শুধু তাদের জন্য যারা লিনাক্স সম্পর্কে জানেন।না জেনে খামাকা টিউমেন্ট করবেন না।

তাহলে শুরু করি।

♦ Necessary Arrengment:

1. কালি লিনাক্স install দেওয়ার জন্য আপনার মোবাইলের Android Version 2.2 হতে হবে।তবে ৪.০ এর বেশি হলে ভালো হয়।

2.মোবাইলের মেমুরি ৪/৫ জিবি ফোন মেমুরি/ মেমুরি কার্ড খালি রাখুন।

3. মোবাইলকে wifi এর সাথে কানেক্ট করুন।একটা ফাইল ডাউনলোড করতে হবে।
আর 2/3 জিবি নেট রাখুন।যারা ব্রডব্রেন্ড চালান।তাদের কোন সমস্যা হবে না আশা করি।

৪. মোবাইল রুট করা থাকতে হবে।

image

প্রথমে নিচের software গুলা ডাউনলোড কেরুন।

১. BusyBox
২. Android VNC
৩. Android Deploy

তিনটা software ডাউনলোড করে আপনার মোবাইলে install করুন।

এবার আসল কাজে নেমে পরি

Android Deploy software টি চালু করুন।এবার নিচের ছবির মত কর্ণারের Arrow  চিহ্নতে ক্লিক করুন

image

এবার পরের পেইজ দেখবেন অনেকগুলো os এর নাম লিষ্ট দেওয়া আছে। নিচের দিকে scrool করুন এবং লিষ্ট থেকে distribution কালি লিনাক্স খুজে বের করুন।

image

ক্লিক করুন।এবার কালি লিনাক্স install হওয়ার জন্য আপনি আপনার মোবাইলের ফোন মেমুরি / মেমুরি কার্ড দেখিয়ে দিন।
যদি আপনার কাছে কাস্টম রোম থাকে এবং ফোন মেমুরিতে Install করতে চান তাহলে যেভাবে আছে সেইভাবে রেখে দিন।
আমি suggest করব মেমুরি কার্ডে install করার জন্য।

image

এবার GUI preferences এর জন্য screen height and width change করতে হবে।

নিচের ছবি দুইটির মত করে  কাজ করুন।

image

image

এবার সব settings সেট করার পর  install and start installing Linux to your device এ ক্লিক করুন।

এবার আপনাকে অনেক্ষন অপেক্ষা করতে হবে।কারণ Android Deploy software টা কালি লিনাক্সের iso ফাইলটা ডাউনলোড করে decompress করবে।এরপর Install হবে।
একটু ধর্য্য ধরতে হবে। আপনার নেট কানেশন যদি ভালো থাকে তবে ১০/১২ মিনিটের মধ্যে হয়ে যাবে।

image

এই প্রোসেসটা শেষ হলে কালি লিনাক্স install হবে।

After installed go back to preferences and select reconfigure. This will take a couple minutes but will configure kali with your device.

image

এটা শেষ হলে Start এ ক্লিক করুন।এখন কালি লিনাক্স চলা শুরু করছে।

image

image

কালি লিনাক্স চলা শুরু করলে আপনাকে graphical interface  সেট করার জন্য বলবে।তখন আপনি Android VNC দেখিয়ে দিবেন।এবং নিচের settings. টা করে নিবেন।

 
new connection সিলেক্ট করুন।
তারপর Nick name এ আপনার নাম দিন

Password এর ঘরে দিন  changeme
port দিন 5900

যেকোন colour Setting Use করতে পারেন।তবে 24 bit এর।মনে থাকে যেন।
সবকিছু করার পর Connect এ ক্লিক করুন

image

image

image

ব্যাস।হয়ে গেছে কালি লিনাক্ম এন্ড্রয়েড মোবাইলে ইন্সটল। চালান, মজা করেন।
বন্ধ করার জন্য Just Go Back and open Linux deploy app and select stop.

image

image

প্রোসেসটা একটু বড়।আশা করি সবাইকে বুঝাতে পেরেছি কিভাবে কাজ করতে হবে।ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।তারপরও সমস্যা হলে comment করবেন।ধন্যবাদ সবাইকে।

বি:দ্র: উল্টাপাল্টা কমান্ড করে আপনার মোবাইল ব্রিক হলে আমি বা আইটিপ্রযুক্তি  কেওই দায়ী থাকবে না।সম্পূর্ণ নিজ দায়িত্বে করুন।

প্রথম প্রকাশিত এখানে

Level New

আমি শাহরিয়া শাহরিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

pic jonno j kali linux Iso ache oita phn a install dia jabe na

ভাই ভাল পাহছে কিন্তু আমার (samsung galaxy note-3) root করার মত কোন সফটওয়্যার আছে যেইটা ১০০% কাজ করবে? অনেক সফটওয়্যার দিয়েই ট্রাই করেছি কাজ হয়না, যদি আপনার জানা থাকে তাহলে আমাকে বইলেন প্লিজ……..!

kali linax kmn???
Aro kisu screenshot dile valo hoto…
512 ram এ হবে কি??

Rootking dia kaz koren 200% hobe

Level 0

Shondor tune er jono dhonnobad……try korar issa silo..but……..sony xperia z android v5.02…
root korte pari ni…..priote rekhe dilam…..kokhono root korte parle try korbo…:(

প্রোসেসটা একটু বড় ঠিক আছে, but যেভাবে সাজিয়েছেন i hope ছোট বড় সাবাই ই বুঝতে পারবে…
ধন্যবাদ আপনার সুন্দর টিউন এর জন্য…

vlo laglo tune ta fb id ki???????????

সূন্দর টিঊন । এই কালি তে কি metasploit ভাল ভাবে চালান যাবে ? পিসির মত ? । আর gui টা gnome এর হবে না ? ।পিসির iso তে কাজ হবে ? না হলে এই ইস টার direct লিঙ্ক কিভাবে পাব ? যদি পাওয়া যায় তাহলে সফটওয়্যার টার ডাউনলোড ডিরেক্টেরি কই ? android 5.0 + 2GB ram . ধন্যবাদ ।।

hmm. valoi tobe onek age thekei amar symphony w91 a use kori. sobkisu valo bt onek system app missing r kisu app jemon chrome, skype hardware er jonno install nite cayna. r onek cesta koreo wine install dite parini. kew dite parle ektu help korien….

kingroot এর লিংক টা যদি কেউ দিতেন তাহলে উপকার হইত, আর এইটা ১০০% note-3 তে কাজ হবেতো???

Ssh : fail
Vnc: fail
Ki korbo ekhon??

Kali linux a
Memory pai na.
Ar kivabe app install divo

ব্যাকট্রাক এর মত ফাইল ডাউনলোড দিয়ে করা যায়না???
আমার backtrack এর ইমেজ ফাইলটা পিসিতে রাখার পরে সেটা আর কপি করতে পারিনা
রার,জিপ,কপি কিচ্ছু হয়না
৭৫% গিয়ে সব কিছুতেই আটকে যাচ্ছে

ভাই আমি কোর তে পারছি না // help koren plz