ওটিজি শব্দটির
সাথে আমরা অনেকেই পরিচিত।
সাম্প্রতিক সময়ে বাজারে
আসা
অনেক নতুন ডিভাইসেই এই
ওটিজি সুবিধাটি দেখা যাচ্ছে।
USB ON THE GO
অথবা ওটিজি এর
মানে হল আপনি আপনার
ডিভাইসটিকে ইউএসবি হোস্ট
হিসেবে ব্যবহার করে এর সাথে বিভিন্ন ইউএসবি ডিভাইস
সংযুক্ত করতে পারবেন। এছাড়াও
ওটিজি এর আরো
কিছু ব্যবহার রয়েছে। চলুন
জেনে নিই বিস্তারিত…
ওটিজি কি ?
"""""""""""
ওটিজি সব্দের
পূর্ণ রুপ হল
“On The Go”.
দুটি ওটিজি সাপোর্টেড
ডিভাইসের একটিকে আরেকটির
সাথে যুক্ত করে আপনি অনেক ধরণের কাজ করতে পারবেন।
উদাহরণ হিসবে উল্লেখ করা যায়, আমরা সাধারণত পিসিকে
ইউএসবি হোস্ট হিসেবে ব্যবহার
করে এর সাথে বিভিন্ন ফ্ল্যাশ
ড্রাইভ, স্মার্টফোন ইত্যাদি
কানেক্ট করে থাকি।
ওটিজি এর সুবিধা কি কি?
""""""""""""""""""""""""
সময়ের সাথে সাথে
ওটিজি সাপোর্টেড
ডিভাইসের সংখ্যা বাড়ছে। মূলত
সেই কারণেই এখন অনেক কাজ
পিসি ছাড়াই করা যায়। যেমন
: ওটিজি সাপোর্ট থাকার কারণে আপনি পিসি
ছাড়াই আপনার ক্যামেরার
ফটোগুলো খুব সহজে প্রিন্টারে
পাঠাতে পারবেন। এছাড়া কী-
বোর্ড সহ অন্যান্য ইউএসবি
স্টিক এখন খুব সহজেই স্মার্টফোনের সাথে যুক্ত করা
যায়। যেহেতু এই
ওটিজি সুবিধাটির
প্রয়োজনীয়তা অনেক, তাই
ডিভাইস কেনার সময় ডিভাইস
স্ পেকস দেখে আপনি নিশ্চিত হয়ে নিতে পারেন যে
ডিভাইসটিতে
ওটিজি সাপোর্ট
আছে কিনা।
কিভাবে ওটিজি ব্যবহার করবেন?
""""""""""""""""""""""""""""""""
হার্ডওয়্যার এর উপর ভিত্তি
করে
ওটিজি এর বিভিন্ন
ব্যবহার রয়েছে। যেমন
: স্মার্টফোন এবং ট্যাবলেটের
ক্ষেত্রে ওটিজি সাপোর্ট
থাকলে আপনি আপনার ডিভাইসের
সাথে কী-
বোর্ড,মাউস,হার্ডড্রাইভ এবং
ফ্ল্যাশ ড্রাইভ ইত্যাদি যুক্ত
করতে পারবেন। কিন্তু কথা হল সব স্মার্টফোন বা ট্যাবলেট
কিন্তু ওটিজি
সাপোর্টেড নয়। সেক্ষেত্রে
আপনার ডিভাইসটি
ওটিজি সাপোর্টেড
কিনা তা জানার জন্য ডিভাইসটির স্পেসিফিকেশন
চেক করতে হবে। নিচের লিংকে দেয়া
অ্যাপের মাধ্যমে আপনার
ডিভাইসের ওটিজি
কম্প্যাবিলিটি সম্পর্কে জানতে পারবেন।
শুধুমাত্র ওটিজি
সাপোর্ট থাকলেই চলবে না। এই
সুবিধা ব্যবহার করার জন্য
আপনার প্রয়োজন হবে একট ি
ভাল ওটিজি
ক্যাবলের। বর্তমানে বিভিন্ন স্মার্টফোন এক্সেসোরিস
দোকানে
এই ওটিজি
ক্যাবল পাওয়া যায়। এখন
আরেকটি বিষয় যা মনে রাখতে
হবে তা হল আপনি যদি আপনার স্মার্টফোন বা ট্যাবলেটের
সাথে কোন প্রকার স্টোরেজ
ডিভাইস যেমন হার্ডড্রাইভ বা
ফ্ল্যাশড্রাইভ যুক্ত করতে চান
তাহলে আপনাকে নিচের অ্যাপ
গুলো ব্যবহার করার প্রয়োজন পড়তে পারে :-
ওটিজি ব্যবহার
করে আপনি যা যা করতে
পারবেন-
""""""""""""""""""""""""""""""""""
USB ওটিজি এর
সাহায্যে আপনি আপনার
স্মার্টফোন বা ট্যাবলেটের
সাথে বিভিন্ন পেরিফেরাল
ডিভাইস যেমন মাউস,কী-বোর্ড
ইত্যাদি যুক্ত করে আপনার ডিভাইসটি নিয়ন্ত্রন করতে
পারবেন।
একটা ব্যাপার লক্ষণীয় যে মাল্টিপল বাটন বা
ফাংশন সমৃদ্ধ মাউস গুলো কাজ
নাও করতে পারে।
ওটিজি এর মাধ্যমে আপনি আপনার
ডিভাইসের সাথে বিভিন্ন
স্ টোরেজ ডিভাইস,যেমন-
হার্ডড্রাইভ,পেনড্রাইভ
ইত্যাদি যুক্ত করতে পারবেন।
শুধু তাই নয় আপনার ডিভাইসে একটি ফাইল ম্যানেজার ব্যবহার
করে এই স্টোরেজ ডিভাইস গুলো
থেকে ডাটা আদান প্রদান করতে
পারবেন। সেই সাথে এই
এক্সটারনাল স্টোরেজ ডিভাইস
গুলো থেকে গান বা মুভি প্লে করতে পারবেন।
আজ এ পর্যন্তই। সবাই ভালো আছেন, ভালো থাকবেন।আবারও আপনাদের সাথে দেখা হবে।খোদা হাফেজ।
আমি জুবায়ের আহমদ শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks