এখন থেকে কম্পিউটার এর মত এন্ড্রইড মোবাইল ও কথা বলবে।আপনি যে অপশান এ যাবেন সে অপশান এর নাম,আপশান এ কতটা ফাইল আছে তা বলে দিবে।এই কাজ টা করার জন্য কোন আপ্স এর প্রয়োজন নেই,একটু বুদ্ধি খাটিয়ে কাজ টি করা যাবে।সকল এন্ড্রইড ফোনে এই অপশান টি আছে।

আজ টিউন করার আগে ২ টি বানীঃ
একজন বিশেষজ্ঞ হলেন তিনি,যিনি ক্রমাগত ভাবে অল্প বিষয়ে বেশি জ্ঞান অর্জন করেন।

→→
পরনিন্দা করার চেয়ে বসে বসে নিজের মাথার চুল ছেড়াও ভালো।→→লুই জেমস
আশা করি পরম করুনা ময়ের কৃপায় সকলে ভালো আছ। আমার দিক থেকে সকল টেকটিউনার এর জন্য রইল "এক রাশি গোলাপের সুভেচ্ছা"
"মানুষ মাএই ভুল থে পারে, তাই কোথায় ও ভুল হলে ক্ষমার দৃষ্টি তে দেখবেন।
শুর হল আজকের টিউন।

***এখন থেকে কম্পিউটার এর মত এন্ড্রইড মোবাইল ও কথা বলবে।আপনি যে অপশান এ যাবেন সে অপশান এর নাম,আপশান এ কতটা ফাইল আছে তা বলে দিবে।এই কাজ টা করার জন্য কোন আপ্স এর প্রয়োজন নেই,একটু বুদ্ধি খাটিয়ে কাজ টি করা যাবে।সকল এন্ড্রইড ফোনে এই অপশান টি আছে।***

এই কাজ টি খুব সহজেই করতে পরবে।
এই কাজ টি করার জন্য কোন থার্ড পার্টি এপ্স এর প্রয়জন নেই।৪.২.২ বা ৪.৪.২ এর সকল ভার্সন এর সেটে এ অপশান টি অবশ্য আছে।
গো টু :setting→Accessibility→talk back
প্রথমে talk back অন করার আগে
নিচে থেকে setting যেতে হবে।
মনে রাখবেন talk back on করার আগে সেটিং ঠিক করতে হবে না হলে সেট হ্যং হয়ে জাবে।
কিন্তু কোন সমস্য হবেনা।আমি তো আছি।
প্রথমে কিছু screen soot see:

then
see

আমার এতে অন করা আছে।কিন্তু অন করার আগে নিছে থেকে সেটিং এ যান।
তারপর
expoloro by tuch এর টিক তুলে দেন।
নিচে

এবার আর সেট হ্যাং হবেনা।এবার talk back এর অপশান এ টিক দেন।
এবার দেখুন আপ্নার এন্ড্রইড ফোন কথা বলছে!

তা ছাড়া যারা চোখে কম দেখে তাদের জন্য এ অপশান টি ১০০০% গুরুতব পুর্ণ

এবার দেখুন সেটিং ঠিক করার আগে টল্ক ব্যেক অন করলে যদি সেট হ্যাং হয়ে যায়,
প্রথমে আপনি আমার ২টো আঙুল স্কিরিন এর উপর রাখুন, এবার ১টি আঙুল তুলুন,আরেক টি সঙুল স্কিরিন এর উপর রাখুন।এবার যে আঙুল টা তুলেছেন সেটা দিয়ে quick menu আনার চেষ্টা করুন।এবার সেখান থেকে সেটিং এ যান।গিয়ে tolk back option bondo kore dan.একই যাই গায় ২বারের বেশি ক্লিক।

এভাবে এন্ড্রইড ফোন কে দিয়ে কথা বলান।
আর আপ্নি ও ইংরেজি বলতে শিখুন।
আজ এ পর্যন্ত।সবাই ভালো থাকবেন।
টিউনি ভালো লাগলে
ফেসবুক এ আমি

Level 0

আমি মুন্না মণ্ডল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

symphony 65I তে নাই।

নাইম ভাই আপনি সেটিং এ গিয়ে দেখেন।seething →accessibility→talk back.
w85.w92.micromax unite2 তে অপশান টি আছে।

ভাই এইা ত App এর কাজ। symphony W75 এ এই App নেই.

ভাই আমার তো কোরিয়ান মোবাইল। Samsung SII LTE HD. সেটিং হইছে কিন্তু কোরিয়ান ভাষা বলে। ইংলিশ করবো কি ভাবে।

    @Mehedi Hasan: অব্যশ্য ইংরেজী ভাষা ক রা যাবে।
    অন্য কন কম্পানির সেট হলে আমি টিপ্স দিতে পারতাম।কিন্ত sumsung sate ami kkhon use kori but bolte parcina.তাও একটা টিপ্স দিলাম এই একই অপশানে এভাবে সেটিং ঠিক কর
    first→setting→accessibility→fext to speech output→default language status

অনেক আগেই টের পেয়েছি , tnx

vaia oporer bani doiter shathe tuner kono somporko khuje pelam na

Headline
First paragraph
Second paragraph

এই অপশনটা তাদের জন্য যারা চোখে কম দেখে। কানা রা এই অপশনটি ব্যবহার করে চালাতে পারে।
আমরা কি কা……………………?

walton gm mini তে talk back নেই

ভাই আমার মোবাইল তো হ্যং হয়ে গেছে। কি করব??