আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। যাই হোক,অনেকে অনেক ভালো ভালো টিউন করেছেন। আমার কাছে সবার টিউন ভালো লাগে। এটা আমার প্রথম টিউন। আমার টিউন আপনাদের ভালো লাগবে কিনা জানিনা তবে সব সময় ভালো কিছু শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।আর ভুল হলে ক্ষমা করবেন।আর আমি বিশেষ ভাবে দু:খিত যদি টিউনি পূর্বে প্রকাশিত হয়ে তাকে।
আজ আমি যে এপটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এরকম এপ যা দিযয় আপনি মাত্র ৫ মিনিটে Root করতে পারবেন আপনার ফোন।
প্রথমে Root master এপ টি open করুন।
এখন tap to root ক্লিক করুন
এখন Root অপসনে ক্লিক করুন এবং কিছু সময় অপেক্ষা করুন।আরেক টি অপসন আসবে।
এখানে কোনো অপসনে ক্লিক করতে হবে না। শুধু hom বাটনে ক্লিক করে task manager থেকে Root master কে Remove করে দিন।এবার Root cheker এপ টি open করুন।
এখানে আপনি দুটি অপসন পাবেন।আপনি Agree অপসনে ক্লিক করুন। পরে একটি ok অপসন আসবে ok তে ক্লিক করুন।
এখন আপনি Verify অপসনে ক্লিক করুন।
এখন দেখতে পাবেন congratulaction this device has root access! এরকম কিছু দেখাবে। বাছ আপনার কাজ শেষ। আপনার ফোন Root হয়ে গেছে।
টিউন টি ভাল লাগলে জানাবেন।যেহেতু এটা আমার প্রথম টিউন সেহেতু ভুল হতে পারে। ক্ষমার চোখে দেখবেন।
আমাকে ফেসবুকে পাবেন এখানে
আমি নোমান আহমদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার মো্বাইল টা ও রুট মাস্টার দিয়ে করছিলাম।