আসসালামু আলাইকুম!!
Android ব্যবহারকারীরা সবাই কেমন আছেন।
আপনারা হয়তো অনেকেই রেসলিং পছন্দ করেন।আর এই রেসলিং এর নেশায় পড়ে অনেকে হয়তো রেসলিং গেম খুজে বেড়ায়।
কিন্তু কেউ পায় না,আর পেলেও মন মতো হয় না।তাছাড়া WWE থেকে যেসব গেম Official ভাবে রিলিজ করে সেসব গেমের সাইজ অনেক বড় হয় তাই এসব গেম ডাউনলোড করতে না পারায় খেলা সম্ভব হয় না,তাছাড়া এসব গেম খেলতে অনেক RAM এর প্রয়োজন হয় ফলে এসব গেম খেলা হয় না।
কিন্তু এভাবে আর নয়,আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চরম রেসলিং গেম।গেমটির সাইজও খুব কম,মাত্র ৩৩ মেগাবাইট। এটা কম Ram হলেও চলবে।গেমটির সাইজ ছোট বলে মনে করবেন না যে গেমটির মান খারাপ,গেমটির মান খুবই ভালো এবং গেমটি কন্ট্রোল করাও খুব সহজ।WWE খেলার সব Character ই গেমটির ভেতর আছে।তাই নিজের পছন্দের খেলওয়ার নিয়েও খেলতে পারবেন।
নিচে কয়েকটি Screenshot দেখে নিন→↓↓
কিন্তু আমি আপনাদের কাছে যে version টি নিয়ে এসেছি,এটি Pro version মোড করা।এই Pro version টি ডাউনলোড করতে গেলে টাকা লাগে।তাই আপনারা যাতে বিনা পয়সায় Game টির পুরো মজা নিতে পারেন সেজন্য আপনাদের জন্য pro version unlock করে মোড করে দিলাম।
তাই আর দেরি না করে ঝটপট নিচের লিঙ্ক থেকে গেমটি ডাউনলোড করে নিন।
Download Here
আশা করছি গেমটি খেলে খুব মজা পাবেন।
সবাই ভালো থাকবেন।
আর কোন প্রকার সমস্যা হলে আমাকে অবশ্যই ফেসবুকে জানাবেন।
আমার ফেসবুক আইডি Fb
আমি মোহিদ হাসান হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।