আসুন এবার আমাদের android ফোন দিয়ে control করি আমাদের computer

আসসালামো আলাইকুম

বন্ধুরা কেমন আছেন সবাই  আশাকরি সবাই ভালই আছেন।

আমি //অমিতাভ রক্ষীত// এটা আমার ২য় টিউন।

আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আপনাদের ভাল কিছু দিতে পারি।

এখন আসল কথায় আশি

কম্পিউটার আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কারো কাছে সবচেয়ে প্রিয় বন্ধু, কারো কাছে প্রিয় শিক্ষক, আবার কারো জীবন সঙ্গীই হয়ে  উঠেছে কম্পিউটার। আমরা সেই কম্পিউটার এখন আমাদের হাতের মুঠোয়। এখন আমাদের ফোন দিয়ে কম্পিউটার নিয়ন্ত্রন করতে পারব খুবি সহজ।

এখন আমাদের এই কাজের জন্য কি কি লাগবে?

* একটি computer

* একটি android phone

* দুটি সফটওয়্যার।

১. teamviewer ফোনের জন্য।

২. teamviewer কম্পিউটারের জন্য।

* আপনার ফোন এবং  কম্পিউটারে ইন্টারনেট চালু থাকতে হবে।

কিভাবে কাজ করব।

১। প্রথমে android app  ডাউনলোড করে  ইন্সটল করুন এবং ওপেন করুন। দেখবেন নিচের ছবির মতো আসছে।

২। এভাবে চারটা পেইজ পারহ হয়ার পর মুল পেইজে আসবে।

৩। কম্পিউটারে press করুন। এইরকম একটি page আসবে।

৪। এবার register এ press করুন।

৫।  register এ press করার পর এইরকম একটি page আসবে।

৬। তারপর আপনার নাম, এমেইল  ও পাসওয়ার্ড দিয়ে সিং আপ করুন।

৭। এইরকম পেইজ আসলে আপদত আপনার ফোনের কাজ শেষ।

৮। এখন  কম্পিউটারের সফটওয়্যার টা ডাউনলোড দিয়ে ইনস্টল দিতে হবে।ইনস্টল দেয়ার সময় ওদের নিওম অনুজাই ইনস্টল দিতে হবে।

 

৯। ঠিক ভাবে ইন্সটল হইলে এইরকম একটি পেইজ আসবে।

১০। তার পর সিং ইন করতে হবে।

১১।এখন এমেইল আর পাসওয়ার্ড দিয়া লগ ইন করতে হবে।

১২। এখন সফটওয়্যার এ উজার আইডি ও পাচওয়ার্ড দেয়া আছে।

 

১৩।সেই আইডি কোড এখানে বসাতে হবে। তারপর remote control  এ press করতে হবে।

১৪। তারপর  পাসওয়ার্ড অপসন আসবে। পাসওয়ার্ড দিয়ে ok প্রেস করেন একটু অপেক্ষা করেন 

১৫। দেখবেন আপনার পিছির সাথে কানেক্ট হইয়া গেছে। 

এখন আপনি পৃথিবী যে কোন স্থানে বইসা আপনার পিসি control করুন।

Level 2

আমি অমিতাভ রক্ষিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি /অমিতাভ রক্ষিত/ । আমি Electronics Buy and Tech Project Solution এর CEO হিসেবে আছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল। ধন্যবাদ 🙂

ভাই,পুরাতন টিউন কাজ করে নাহ্।নতুন কিছু দিন।ধন্যবাদ।

eta ki full version software ???

Level 0

Temviewer User ID & Password Lock করার কোন সিস্টেম আছে কী? থাকলো Pls. Reply

    @আলম: id & pass lock করার সিস্টেম নেই।তবে পারছনাল personal pass ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।

অবশ্যই।