আসসালামু আলাইকুম।
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সাইটের সবাইকে সালাম ও শুভেচ্ছা।আশা করি সবাই ভালো আছেন।
এটি আমার ২য় টিউন। প্রথম টিউন টা ঠিক কি কারনে স্থগিত করা হয়েছে ঠিক বুঝতে পারি নাই। আশা করছি এই টিউনটা স্থগিত করা হবে না। 😕
আমরা অনেকেই আমাদের মোবাইল এর default boot logo পরিবর্তন করতে চাই। boot logo হলো সেই লোগো যেটা আমরা আমাদের মোবাইল ON হওয়ার সময় সবার প্রথমে দেখতে পাই।
তবে এটি করার জন্য আপনার মোবাইল অবশ্যই ROOTED এবং যে কোন একটি CUSTOM RECOVERY ইন্সটল করা থাকতে হবে।
আমরা সবার প্রথমে আমাদের মোবাইল এর Defult logo.bin ব্যাকআপ নিতে হবে। এর জন্য আপনারা এই টিউটরিয়ালটির STEP 3 পর্যন্ত কাজ করে যান।
https://www.techtunes.io/android/tune-id/271590
ব্যাকআপ করা হয়ে গেলে ব্যাকআপ ফোডারে logo.bin নামের একটি ফাইল পাবেন।
এবার নিচের LINK থেকে Boot logo builder টি ডাউনলোড করে নিন।
http://www.datafilehost.com/d/6bd53755
ডাউনলোড করা হয়ে গেলে এক্সট্রাক্ট করে একটি ফোল্ডারে রাখুন।
এর পর LogoBuilder.exe ওপেন করুন।
তারপর Create a New Project এ যান। এবং আপনার logo.bin টি Select করে ওপেন করুন।
যে ফোল্ডারে Extract করতে চান সেটি Select করুন।
Extract করা হয়ে গেলে ওই ফোল্ডারে img1.png নামের একটি ইমেজ ফাইল পাবেন। এটিই আপনার মোবাইলের default boot logo এখন আপনার পছন্দের যে কোন ইমেজকে img1.png এর সমান রেজুলেসনে কনভার্ট করুন। এবং img1.png তে Rename করে আগের img1.png এর সাথে Replace করে দিন। Replace করা হয়ে গেলে Boot logo builder থেকে MAKE
অপশনে ক্লিক করুন। তাহলে আপনি যে ফোল্ডারে logo.bin Extract করে ছিলেন ওই ফোল্ডারে update.zip নামের একটি ফাইল পাবেন।
ফাইলটি যে কোন CUSTOM RECOVERY দিয়ে মোবাইলে ফ্লাশ করে দিন। 😛
সম্পূর্ণ নিজ দায়িত্তে করবেন...সেলফোনের কোন প্রকার ক্ষতি এর জন্য আমি দায়ি না
লেখা টি ভাল লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন বা গঠনমূলক সমালোচনা করুন।
আমি নেওয়াজ মোর্শেদ ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।