only Android usear জিপিতে বন্ধ হয়ে যাওয়া whats app এর বিকল্প আর একটি মেসেঞ্জার ফ্রীতে ব্যবহার করুন।

আমার পক্ষ থেকে সকল টেকটিউনার কে সাগতম।
এটা আমার প্রথম টিউন।
প্রথমেই আমি ক্ষমা প্রার্থী(ভুল এ্রুটি ক্ষমার চোখে দেখবেন)
জিপির ফ্রি whats app বন্দ। এখন থেকে ফ্রিতে ফাইল ট্রান্সফার করতে চাইলে বাংলা comoyo ম্যাসেন্জার ব্যবহার করতে পারেন Comoyo দিয়ে ফাইল ট্রান্সফার করার পদ্ধতি যেভাবে Comoyo Gp free bangla মেসেঞ্জারের সাহায্যে যেকোন ফাইল শেয়ার করবেন- আগেই বলি, Comoyo হচ্ছে গ্রামীণফোন কর্তৃক ডেভেলোপকৃত প্রথম বাংলা মেসেঞ্জার এপ। গ্রামীণফোন গ্রাহকদের জন্য এই মেসেঞ্জার ব্যবহার করা একদম ফ্রী। তবে অনেকেই Comoyo দিয়ে যেকোন ফাইল শেয়ার করতে পারছেন না। তাদেরকে আজ শিখাবো যে কিভাবে যেকোন ফাইল Comoyo দিয়ে শেয়ার করবেন। এ কাজের জন্য যা যা প্রয়োজন-
1. Wasend Pro
2. ES File Explorer
কাজ শুরু করা যাক- যেভাবে ফাইল সেন্ড করবেন- ১. Wasend Pro তে প্রবেশ করুন।

২. যে ফাইলটা পাঠাতে চান সেটা ADD এ গিয়ে সিলেক্ট করুন। ফাইল কোনভাবেই ১৬০ মেগাবাইটের বড় হবেনা। ১৬০ মেগাবাইটের বড় হলে Droid Splitter and joiner এপ দিয়ে পার্ট পার্ট বানিয়ে প্রত্যেকটা পার্ট আলাদা করে পাঠাতে হবে।
৩. SEND এ টাচ করুন।
৪. Whatsapp এ দেখাবে যে আপনি Whatsapp এর কোন গ্রুপে বা পারসনালি কাকে পাঠাতে চান। ৫. Wasend মিনিমাইজ করে নিন।

৬. এবার File Manager এ ঢুকে SD Card/Internal Memory এ গিয়ে Wasend এ যান। এবার Hidden File/Folder দেখাবার অপশনটা সিলেক্ট করে নিন। File Manager এ এবার যেসব ফাইল বা ফোল্ডার Hidden হিসেবে আছে সেগুলো দেখা যাবে।

৭. Wasend ফোল্ডারে .temp নামে একটা Hidden ফোল্ডার পাবেন। এই Hidden ফোল্ডারে গিয়ে দেখুন আপনি যে ফাইলটা পাঠাতে চান সে ফাইলটা অথবা সে ফাইলের সবগুলো পার্ট আলাদা আলাদা করে mp4 ফরমেটে আছে। এবার এই ভিডিও/ভিডিও গুলো কপি করে অন্য একটা ফোল্ডারে রাখুন।

৮. এবার Comoyo মেসেঞ্জারে প্রবেশ করুন। যে গ্রুপ বা ইনবক্সে ফাইল শেয়ার করতে চান সেখানে ঢুকে দেখুন একটা ক্লিপের মতো আইকন আছে। এটা ফাইল শেয়ারের আইকন। এই আইকনে টাচ করে Video সিলেক্ট করুন। এবার "একটা কাজ বেছে নাও" - এরকম একটা অপশন পাবেন। গ্যালারি সিলেক্ট করুন।

৯. Complete Action Using এ ES File Explorer সিলেক্ট করুন। এবার ES File Explorer দিয়ে আপনি ভিডিও/ভিডিওগুলো যেখানে রেখেছেন সেখানে গিয়ে ভিডিও বা ভিডিওগুলো সিলেক্ট করে আপলোড করুন। যেভাবে ফাইল ডাউনলোড করে ডিকোড করবেন-

১. ফাইলগুলো সিঙ্গেল ভিডিও বা পার্ট ভিডিও হিসেবে থাকবে। ভিডিও বা ভিডিওগুলো ডাউনলোড করে নিন।

২. এবার File Manager এ গিয়ে Comoyo ফোল্ডারে গিয়ে Media ফোল্ডারে গিয়ে ভিডিও গুলো পাবেন। ভিডিওগুলো Wasend ফোল্ডারে মুভ করে নিন।

৩. এবার Wasend এপে ঢুকে Inbox এ যান। এবার ফাইল ১ টা সিঙ্গেল হলে সিলেক্ট করে ডিকোড করে নিন।
★★বিঃদ্রঃ এইটা যেকোন File Manager দিয়েই হবে। যেহেতু Es File Explorer Common এবং আমি use করি তাই Es File Explorer দিয়ে দেখালাম। যেকোন File Manager দিয়ে করার জন্য File Manager Option/ Setting থেকে Show Hidden Files Enable করে দেন। আর উপরের সব প্রসেস একই। ★★
উপরের আলোচিত প্রয়োজনীয় সকল সফটায়ারের ডাউনলোড লিংক : munna★★★

ok ebar
comoyo


thankyou all take tuner.

https://mbasic.facebook.com/profile.php?_e_pi_=7%2CPAGE_ID10%2C4211395346

Level 0

আমি মুন্না মণ্ডল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কেউ হেল্প করুন।dawnlod link o fb link এরকম হল কেন।
help techtunes

★ধন্যবাদ

Comments are closed.