আসছে নতুন স্মার্টওয়াচ- “আসুস জেনওয়াচ-২”

আসসালামু আলাইকুম,

প্রিয় টেকটিউনস কমিউনিটি।

আশা করি সবাই ভাল আছেন।

আজ পর্যন্ত টেকটিউনস থেকে অনেক কিছুই জেনেছি ও শিখেছি,

কিন্তু, এই প্রথম টিউন করছি,

তাই আশা করি লেখায় কোনো রকম ভুল ত্রুটি থাকলে তা মার্জনার দ্রিস্টিতে দেখবেন,ও টিউমেন্ট এর সাহায্যে ভুল ধরিয়ে দেবেন।

*    *     *

★আসছে আসুসের নতুন জেনওয়াচ-২★

১লা জুন আসুস ঘোষোনা করেছে যে তাদের পরবর্তি স্মার্টওয়াচ- জেনওয়াচ ২ (ZenWatch-2) খুব শিঘ্রই রিলিজ করতে চলেছে।

এই স্মার্ট-ওয়াচ টি "এনড্রয়েড ওয়্যার" চালিত।

 এই স্মার্টওয়াচের থাকছে দুটি সাইজ (দুটি মডেল)।

 একটি ৪১-মিলি মি: ফেসের সাথে ২২মিলি মি: ব্যান্ড, এটি পূর্বের জেনওয়াচ  ১ এর সাইজের।

আর একটি এর থেকে একটু ছোটো - ৩৭-মিলি মি: ফেসের সাথে ১৮-মিলি মি: ব্যান্ড।

জেনওয়াচ ২ তে আছে AMOLED ডিসপ্লে, এছাড়া এটি 2.5D গরিলা গ্লাস ৩ প্রোটেক্টেড।

এন্ড্রয়েড ওয়ার চালিত এই স্মার্ট-ওয়াচ এ একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপ থাকছে।

নতুন জেনওয়াচ ২ IP67 সার্টিফায়েড (জেনওয়াচ ১ ছিল IP55), অর্থ্যাৎ জেনওয়াচ ১ এর থেকে আরও বেশি জল এবং ধুলোবালি রোধক।

এতে থাকছে নতুন ম্যাগনেটিক চার্জিং সিস্টেম।

আর থাকছে একটি ক্রাউন/হুইল যা ইউজারদের আরও সুবিধা মত ডিভাইসটি অপারেট করতে সহায়তা করবে।

 নতুন এই স্মার্টওয়াচের ব্যাটারি লাইফও উন্নত আর দীর্ঘস্থায়ী করা হয়ছে জেন ওয়াচ ১ এর  তুলনায়।

আর শুধুমাত্র  ১৮মিমি: জেনওয়াচ টির জন্য থাকছে পাওয়ার ব্যাংক এর সুবিধা।

জেনওয়াচ ২ পাওয়া যাবে 3 টি রঙে।

* সিলভার,

* গান-মেটাল,

* রোজ-গোল্ড,

এই 3 টি রঙে।

 আর এর ব্যান্ড গুলি হবে লেদার, রাবার, ও,  মেটালের তৈরি।

 কিন্তু কবে জেনওয়াচ ২ লঞ্চ হবে ও এর দাম কত, তা এখনো জানানো হয়নি।

তবে ধারণা করা হচ্ছে যে ৬ঈ জুন এটি বাজারে লঞ্চ করা হতে পারে।

*     *    *    *

আশা করি এবার থেকে আপনাদের নিয়মিত মান-সম্মত টিউন উপহার দিতে পারবো, ইনশাআল্লাহ!

★ধন্যবাদ।

Level 0

আমি সেখ রাকিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ, টেকটিউনস! সুন্দর সমাধানের জন্য।