আসসালামুয়ালাইকুম।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।আমিও ভালো আছি।
আজকে একটি গুরুত্বপূর্ণ ও মাজাদার জিনিস টপিক নিয়ে হাজির হলাম।
আজকে দেখাব কিভাবে Backtrack 5 আপনার এন্ড্রয়েড মোবাইলে ইনস্টল করবেন।
তাহলে কথা না বাড়িয়ে কাজ শুরু করি। :
Backtrack 5 ইনস্টল দেওয়ার জন্য এন্ড্রয়েড ভার্সন ২.১ হতে হবে সর্বনিম্ন। তবে ৪.০ এর উপরে হলে ভালো হয়।
আর মোবাইল অবশ্যই রুট করা থাকতে হবে।আশা করি রুট কি এবং রুট কিভাবে করতে হয় সবাই জানেন।না জানলে টিউমেন্ট কইরেন।
ধরে নিলাম আপনার মোবাইল রুট করা আছে।তাহলে এখন আসল কাজ শুরু করি
১. এখান থেকে Backtrack 5 ডাউনলোড করুন
2.. নিচের Software গুলার প্রয়োজন পরবে।এগুলা ডাউনলোড করে ফেলুন।
1. BUSYBOX
2. SuperUser
3. Terminal Emulator
4. Android VNC
♦ Installation:
১. ডাউনলোড করা Backtrack 5 টাকে extract করুন।
২. extract করার পর “BT5-GNOME-ARM” নামে একটি ফোল্ডারে ফাইলটা পাবেন।
৩. ফোল্ডারের নামটা Rename করে “BT5” করে দিন এবং মোবাইলের রুট ফোল্ডারে রাখুন।অর্থা্যাৎ মেমুরির কোন ফোল্ডারের ভিতর “BT5” ফোল্ডারটা রাখবেন না।বাইরে রাখবেন।
৪. এবার Terminal Emulator software টি open করুন
৫. এবার এই command টি টাইপ করুন
“cd sdcard/ BT5”
৬. Command টি Run করুন এবং এটা দেখতে পাবেন
su sh bootbt
৭. এখন Backtrack GUI টাকে with VNC viewer দিয়ে Run করান
৮. android vnc open করুন
Nickname : BT5
Password : toortoor
Address : 127.0.0.1
Port : 5901
৯. এবার Connect এ click করুন। আর মজা নিন Backtrack 5 এর 😀 😀
বি:দ্র: এটা সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন।আপনার মোবাইলের কিছু হলে আমি কিন্তু দায়ী থাকব না 😀
ধন্যবাদ সবাইকে
আশা করি বুঝতে পেরেছেন।কোন সমস্যা।হলে টিউমেন্ট করেন।
সর্বপ্রথম প্রকাশিত এখানে
আমি সজিব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা কি আইটিপ্রযুক্তি?? :O