এন্ড্রেএড এর কিছু সুন্দর সফটওয়্যার আমি ব্যবহার করে অনেক মজা পাইছি

এটা আমার প্রথম টিউন। আমার এই টিউন যদি কারো খারাপ লাগে দয়া করে বাজে টিউমেন্ট করবেন না।

আমরা অনেকেই অনেক অ্যাপ ব্যবহার করে থাকি। আমি কিছু অ্যাপ এর লিঙ্ক দিতাছি আপনারা অবশ্যই মজা পাবেন।

নিওন কিবোর্ড

নিচে কিবোর্ড এর ছবি  দেওয়া হোল। এটি ব্যবহার করে মজা আছে। তবে এর প্রধান অসুবিধা হছে এটা দারা বাংলা লেখা যায় না।

তবে এতে ভয়েস টাইপ আছে। জার মাধ্যমে কথা বললে তা টাইপ হোয়ে যায়। তবে কথা অবশ্যই ইংরেজিতে বলতে হবে।

এতে অনেক টেটু আছে। জা ফান এর জন্য লাগে।

  • ১। এটি দেখতে সুন্দর।
  • ২। এর কি গুলা নিওন জা দেখতে সুন্দ্র।
  • ৩। এর কিয় ব্যভার উপযোগি।
  • ৪। কিবোর্ড সহজ।

এটা হচ্ছে নিওন কিবোর্ড।

নিওন ডাউনলোড লিঙ্ক

 এর পরে আশি  লক স্কিন।

লক স্কিন

এটি একটি অসাধরন অ্যাপ

এতে আসাধরন পেটার্ন আছে। পিন কোড  আছে,সিমপ্ল লক  আছে।

এতে অনেক থিম আছে। জা এর ইউ আই অসাধরন করে রেখেছে। এতে অনেক ওয়ালপেপার আছে।

এর ফিচার

  • ১। এটতে ৪ ধরনের প্যাটার্ন আছে।
  • ২। এটাতে ৪ ধরনের পিন আছে।
  • ৩। এটাতে সিম্পল লক আছে।
  • ৪। ফ্ল্যাশ লাইট আছে জা স্কিন লক থাক্লেও কাজ করে।
  • ৫। এতে যার্ম বুস্টার আছে।
  • ৬। এতে অনেক সুন্দর ওয়াল্পেপার আছে।

এক কথ্য বলা যায় অতুলনীয়

লক র্স্কিন

RIDMIK KEYBORD

এটার সম্বন্ধে আমরা অনেকেই জানি। তারপর বলছি, এটা হছে অভ্র কিবোর্ড। এটা তার আপডেট ভার্সন।

আমরা সবাই জানি এর মাধ্যমে আমরা বাংলা লিখতে পারি। তবে এট ফ্লাট করায় দেখতে অনেক সুন্দর লাগতাছে।

এটার ফিচার গুলো হল

  • ১। এইটা আসলে একটি অভ্র কিবোর্ড
  • ২। এটার মাধ্যমে বাংলা লেখা জায়।
  • ৩। এটি বোঝার জন্য অনেক সুন্দর।
  • ৪। এটি দেখতে অনেক সুন্দর কারন এটি ফ্লাট।

 অভ্র ডাউনলোড লিঙ্ক

এখান থেকে ডাউনলোড  করুন। আপনারা সবাই ভাল থাকুন। আর আমার জন্য দোয়া করুন।

Level 2

আমি অমিতাভ রক্ষিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি /অমিতাভ রক্ষিত/ । আমি Electronics Buy and Tech Project Solution এর CEO হিসেবে আছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

via onek valo hoisa…..

many many thanks @rubel

জানতাম

তারপরও ধন্যবাদ

খুব ভাল লাগল। আশাকরি আরো ভাল টিউন পাব।তবে ভাষার দিকে একটু দৃষ্টি দিবেন।

Level 2

রিদমিক কীবোর্ড টা অনেক ভাল। তবে কম্পিউটারের অভ্রের মত করতে পারেনি।

রিদ্মিক কিবোর্ড a vul leka ote apone parle lekun (seta) brakit sara tahole bujte parben

Onek Sundor Hoyce

ধন্যবাদ