Android পৃথিবীর বহুল ব্যাবহারিত একটি মেবাইল ওএস এর নাম। এটি সম্পর্কে আমরা সবাই কম বেশি যানি, আর তাই এটির সম্পর্কে বেশি কিছু বলার প্রয়োজন নেই। Android তার ভক্তদের কথা মাথাই রেখে বিভিন্ন আপডেট ভার্সন বের করে যাচ্ছে। আর এর মধ্য সর্ব শেষ আপডেট হিসাবে আমারা ললিপাপ কে জানি এবং এটি ২০১৪ এর শেষের দিকে বাজারে আসতে দেখা যায়। আজ আমারা কথা বলব Android এর একটি আপকামিং ওএস সম্পর্কে। যাহার নাম দেওয়া হয়েছে Android M এখন আমরা জানব M সম্পর্কে কিছু তথ্য।
এন্ড্রয়েড পে :
এটিকে M এর প্রধান ফোকাস বলা হচ্ছে। আমারা যানি গুগল তার নিজস্ব পেমেন্ট সিস্টেম এই বছরের শুরুর দিকে উন্মুক্ত করে। এখন M দ্বারা আপনি আপনার NFC ইকুইপড থেকে পণ্য ক্রয় এর কাজ করতে পারবেন এবং এটা হবে ট্রেডিশনাল
ক্রেডিট/ডেবিট কার্ডের থেকে অনেক বেশি সিকিওর, কারণ হিসাবে বলা হয়েছে প্রতেক বারের পেমেন্টের জন্য এটি করে নতুন ভার্চুয়াল কার্ড নম্বর জেনারেট করবে। গুগল বলেছে প্রায় ৭,০০,০০০ থেকেও বেশি স্থানে এই পে সিস্টেম কাজ করবে। সাথে সাথে এটা ভিসা, মাস্টারকার্ড, AmEx ও ডিসকভার কার্ড সাপোর্ট করবে।
ডার্ক থিম:
এখানে আপনি ব্যাবহারের জন্য দুইটি ফিটার পাবেন (ডার্ক এবং লাইট) এটি আপনাকে ফোনের ভিতরের অপশন শুলো আপনার ইচ্ছা মতো দেখতে দিবে। রাতে যখন ফোন ব্যাবহার করবেন তখন এটি আপনার অনেক বেশি কাজে দিবে। আর এই সুভিদাটা পেতে আপনাকে M ব্যাবহার করতে হবে।
ব্যাটারি সাশ্রয়ী মোড:
একটি ফোনের জন্য ব্যাটারি কতটা গুরুত্বপূর্ণ সেটা যখন ব্যাটারি লো হয় তখনি আমরা বুঝতে পারি। আর এই ব্যাটারি সাশ্রয়ের জন্য একটা নতুন মোড দিবে M, যখন ব্যাবহার করি নিদিষ্ট সমায়ের জন্য কাজ বন্ধ করে দিবে তখনি ফোন নিজে থেকে সাশ্রয়ী মোডে চলে যাবে এবং ব্যাটারির চার্জ অনেক সমায় ধরে রাখতে সক্ষম হবে।
ইউএসবি-সি টাইপ পোর্ট:
Android M ব্যাবহার কারিদের জন্য ইউএসবি-সি টাইপ পোর্ট ব্যাবহারের কথাও জানিয়েছে গুগল। এই ইউএসবি ব্যবহার করে প্রচলিত ইউএসবি'র তুলনায় তিন গুন দ্রুত চার্জ দেওয়া সম্ভব হবে।
এছাড়াও আরো অনেক নতুন ফিচার দেখতে পাওয়া যাবে Android M ওএস টিতে। এবছরের শেষের দিকে দেখা মিলবে এই নতুন সংস্কারটির। আমিও অপেক্ষায় বুঝি আর না বুঝি M চাই। তবে এখন বেটা ভার্সন আপডেট দিতে পারছে নিদিষ্ট কিছু ফোন।
আমি নতুন টিউনার তাই কোথাও ভূল করলে ক্ষমা করে ভূল টি ধরিয়ে দিবেন। পোষ্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন ফেসবুকে আমি
আমি ব্লগার তিতাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am solo
সুন্দর পোষ্ট। কিন্তু এবার কি এই ভার্সনের কোন নাম রাখা হবে না ? যেমন= 4.2 জেলিবিন।, 4.4 কিটক্যাট।!