আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন।
আম বাংলাদেশের একটি অতি সুস্বাদু এবং সবার পছন্দের ফল। কিন্তু ইদানীং অপরিপক্ক আম এবং ফরমালিন/কার্বাইড প্রয়োগের ফলে যেমন আমের গুনাগুন নষ্ট হচ্ছে তেমনি জনগন ও বঞ্চিত হচ্ছে এর মূল স্বাদ থেকে। আমাদের দেশে বিভিন্ন জাতের আমের ফলন হয় এবং প্রতিটি জাতের আমের রয়েছে ভিন্ন ভিন্ন স্বাদ। এভন হচ্ছে আমের মৌসুম কিন্তু আম পরিপক্ক হবার আগেই এইসব আম বাজারে চলে আসছে। যেহেতু আমরা সাধারন মানুষের পক্ষে ফরমালিন/কার্বাইড মিশ্রিত অপরিপক্ক আম সনাক্ত করা একটি কঠিন কাজ সেহেতু আমরা এই KonAamKokhonKhaben এন্ড্রেয়েড অ্যাপসের মাধ্যমে জানতে পারবো বিভিন্ন জাতের আমের পরিপক্ক হবার সঠিক সময়টি। আর এ থেকে বুঝতে পারবো কোন কোন জাতের আমগুলো পরিপক্ক হবার আগেই বাজারে চরে আসছে।
যেমন - জুন মাসের ১৫ তারিখের আগে ল্যাংড়া আম বাজারে এলে সেই আম কখনোই কেনা উচিত হবে না। অতি উৎকৃষ্ট এবং দামি এই জাতের আম অপরিপক্ব অবস্থায় বেশি পয়সা খরচ করে কেনার কোনো যুক্তি নেই। ধারণা করা যাচ্ছে, মে মাসের ২৫ তারিখের মধ্যেই শুরু হবে সাতক্ষীরা থেকে ল্যাংড়ার চালান আসা। এই আম খেতে মোটেই সুস্বাদু হবে না।
লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী এর প্রকাশিত গ্রন্থ ”আম” থেকে তথ্য গুলো নিয়ে এই অ্যাপসটি ডেভলপ করা হয়েছে আর এটি প্রথম প্রকশিত হয়েছে দৈনিক “প্রথম আলো” পত্রিকাতে, আশা করি তথ্য গুলো আম প্রিয় জনসাধারনের উপকারে আসবে।
Require Android : 2.3.3 +
Size : 2 MB
আমি neoshahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Good