আসসালামু আলাইকুম ।
আপনারা অনেকেই রুট সম্পর্কে কম বেশি জানেন । অনেকেরই এ সম্পর্কে ভাল ধারণা রয়েছে । আমরা যদি আমাদের ফোন রুট করি তাহলে আমাদের ফোনের অনেক কিছুই পরিবর্তন করতে পারব । এক কথায় আমারা আমাদের ফোনকে মনের মত সাজাতে পারব। তো অনেকেই রুট কিভাবে করতে হয় তা ভাল করে জানেন না , তাই আমি আজকে আপনাদের রুট করার একটি সহজ এবং কার্যকরি পদ্ধতি দেখাব যা সম্পূর্ণ নিরাপদ । চলুন শুরু করা যাকঃ-
প্রয়োজনীয় উপকরণঃ
১। I Root নামক একটি অ্যাপ ( পিসির জন্য) Download
২। আপনার ফোনের ড্রাইভার যা গুগলে আপনার ফোনের মডেল লিখে সার্চ করলেই পাবেন ।
কার্য পদ্ধতিঃ
১। প্রথমেই আপনার ফোন ইউসবি কেবল দারা আপনার পিসির সাথে সংযোগ দিন।
২। আপনার ফোনের ইউসবি ডিবাগিং অন করুন ।
৩। আপনার পিসিতে যদি আপনার ফোনের ড্রাইভার ইন্সটল করা না থাকে তাহলে নেট কানেক্ট করে রাখুন ।
৪। IRoot অ্যাপটি অপেন করুন, এখন আপনার ফোনের দিকে তাকান... আপনার পিসিকে allow করার অনুমতি চাইছে। "Yes" ক্লিক করুন । এসময় আপনার ফোনে কিছু পরিবর্তন হতে পারে , ভয় পাবার কিছুই নেই ।
৫। সব কিছু ঠিক থাকলে আপনার ফোন কানেক্ট হবে এবং নিচের মত দেখাবে ।
৬। উপরের ছবির মত আসলে "Root" লেখায় ক্লিক করুন । কিছুক্ষণ সময় নিবে...
৭। এক পর্যায়ে নিচের মত দেখাবে এবং এরকম আসলেই আপনার ফোন সফলভাবে রুট হয়েছে ।
৮। এবার যদি আন রুট করতে চান তাহলে IRoot কে রি স্টার্ট দিন, উপরের Uninstall এর জায়গায় Unroot লেখা আসবে... তাতে ক্লিক করুন । নিচের মত দেখালেই আপনার ফোন আন রুট হয়ে গেছে ।
বুঝতে অসুবিধা হলে ভিডিও টি দেখুন ।
আজকে এ পর্যন্তই । ভুল হলে ক্ষমা করবেন । সবাই ভাল থাকবেন । সামনে আমার এস এস সি পরীক্ষার রেজাল্ট , আমার জন্য দোয়া করবেন । আরেকটা কথা , টিউনটি আমার নিজের লেখা ... তাই প্লিজ কেউ কপি করবেন না , আর করলে ক্রেডিট দিবেন প্লিজ ।
আমি এস এম মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার প্রযুক্তির প্রতি আগ্রহ প্রচুর। আমি সব সময় প্রযুক্রি সম্পর্কে নতুন কিছু জানতে চেষ্টা করি। টেকটিউনস এর সাথে অনেক বছর যাবত আছি । শুরু করেছিলাম এই টেকটিউনস দিয়ে, এখন তথ্য প্রযুক্তির এই বিশাল সাগরে "অ, আ, ই" পর্যন্ত শিখেছি ।
ok.. 🙂