রুট করুন Walton Primo RH সব চেয়ে সহজ পদ্ধতিতে ( With Screenshot & Video Tutorial)

আসসালামু আলাইকুম ।

আপনারা অনেকেই রুট সম্পর্কে কম বেশি জানেন ।  অনেকেরই এ সম্পর্কে ভাল ধারণা রয়েছে ।  আমরা যদি আমাদের ফোন রুট করি তাহলে আমাদের ফোনের অনেক কিছুই পরিবর্তন করতে পারব । এক কথায় আমারা আমাদের ফোনকে মনের মত সাজাতে পারব। তো অনেকেই রুট কিভাবে করতে হয় তা ভাল করে জানেন না , তাই আমি আজকে আপনাদের রুট করার একটি সহজ এবং কার্যকরি পদ্ধতি দেখাব যা সম্পূর্ণ নিরাপদ । চলুন শুরু করা যাকঃ-

প্রয়োজনীয় উপকরণঃ

১। I Root নামক একটি অ্যাপ ( পিসির জন্য) Download

২। আপনার ফোনের ড্রাইভার যা গুগলে আপনার ফোনের মডেল লিখে সার্চ করলেই পাবেন ।

কার্য পদ্ধতিঃ

১। প্রথমেই আপনার ফোন ইউসবি কেবল দারা আপনার পিসির সাথে সংযোগ দিন।

২। আপনার ফোনের ইউসবি ডিবাগিং অন করুন ।

৩। আপনার পিসিতে যদি আপনার ফোনের ড্রাইভার ইন্সটল করা না থাকে তাহলে নেট কানেক্ট করে রাখুন ।

৪। IRoot অ্যাপটি অপেন করুন, এখন আপনার ফোনের দিকে তাকান... আপনার পিসিকে allow করার অনুমতি চাইছে। "Yes" ক্লিক করুন । এসময় আপনার ফোনে কিছু পরিবর্তন হতে পারে , ভয় পাবার কিছুই নেই ।

৫। সব কিছু ঠিক থাকলে আপনার ফোন কানেক্ট হবে এবং নিচের মত দেখাবে ।

৬। উপরের ছবির মত আসলে "Root" লেখায় ক্লিক করুন । কিছুক্ষণ সময় নিবে...

৭। এক পর্যায়ে নিচের মত দেখাবে এবং এরকম আসলেই আপনার ফোন সফলভাবে রুট হয়েছে ।

৮। এবার যদি আন রুট করতে চান তাহলে IRoot কে রি স্টার্ট দিন, উপরের Uninstall এর জায়গায় Unroot লেখা আসবে... তাতে ক্লিক করুন । নিচের মত দেখালেই আপনার ফোন আন রুট হয়ে গেছে ।

বুঝতে অসুবিধা হলে ভিডিও টি দেখুন ।

আজকে এ পর্যন্তই । ভুল হলে ক্ষমা করবেন । সবাই ভাল থাকবেন । সামনে আমার এস এস সি পরীক্ষার  রেজাল্ট , আমার জন্য দোয়া করবেন । আরেকটা কথা , টিউনটি আমার নিজের লেখা ... তাই প্লিজ কেউ কপি করবেন না , আর করলে ক্রেডিট দিবেন প্লিজ ।

আমি টুইটারে

Level 1

আমি এস এম মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার প্রযুক্তির প্রতি আগ্রহ প্রচুর। আমি সব সময় প্রযুক্রি সম্পর্কে নতুন কিছু জানতে চেষ্টা করি। টেকটিউনস এর সাথে অনেক বছর যাবত আছি । শুরু করেছিলাম এই টেকটিউনস দিয়ে, এখন তথ্য প্রযুক্তির এই বিশাল সাগরে "অ, আ, ই" পর্যন্ত শিখেছি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইটা দিয়া কি সকল মোবাইল রুট করা যাবে?

vai NOKIA XL ki vabe root korbo plz help me

software version 1.2.3.21

ok daki

thankssssssssssssssssss ,vai root hea gase but google play instal korte pare na plzzzz help me

nokiar kono mobile a google play nae,tae ame aponer kase help chasce ki vabe google play servis nokiar mobile a calabo
mobile NOKIA XL

@MD ROFIQUL ISLAM SAIM: আপনার ফোনের স্টোর এ খুজে দেখুন প্লে স্টোর আছে কিনা… কি হল জানাবেন।

Level 0

na naee,google plya servis alada vabe instal korte hobe,kintu ki vabe ta ame jane na

    আমি এই ব্যাপারে কিছু বলতে পারছি না। আপনি এক কাজ করুন, Help বিভাগে এটা নিয়ে একটা টিউন করুন। সলুশন পেতে পারেন

Level 0

thanks

Vai eta dia Root korar por ki abr jokhon Un root korbo then walton ki bujbe je root kora hoicilo..?

    ভাই, অরা professional । এটার নিশ্চয়তা দেয়া যাবে না । তবে System এ পরিবর্তন না করলে সম্ভবনা কম ।