আসুন নিজেই বানাই নিজের Android ফোন এর বুট লোগো… বীর বাঙালীর পরিপুর্ণ টিউটোরিয়াল

আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন।

আজ আপনাদের শেখাবো কিভাবে Android ফোনের জন্য নিজের পছন্দমত বুট লোগো বানানো যায়।

কাজটি করার জন্যে প্রয়োজনীয় ফাইলগুলো ডাউনলোড করে নিনঃ

ডাউনলোড শেষ হলে Extract করুন

ভিডিও টিউটোরিয়াল

https://youtu.be/ETGNFcNfM1M

অথবা  নিচের নিয়মগুলো অনুসরন করুন।

  • LogoBuilder.exe ওপেন করুন

  • Create new project এ যান

  • এখন আপনার ফোনের logo.bin ফাইলটি সিলেক্ট করুন। এটি আপনার ফোনের স্টক রমের ভিতরে পাবেন। কিছু কিছু কাস্টম রমের ভিতরেও পাওয়া যায়।

  • এখন logoproject ফোল্ডারটি সিলেক্ট করুন

  • এখন নিচের লাল রঙে মার্ক করা ফোল্ডার আইকনে ক্লিক করুন।

  • এখন নিচের উইন্ডোতে img1 এবং img39 এর পরিবর্তে আপনি যে ছবি দিতে চান তা রিপ্লেস করুন। তবে অবশ্যই আপনার দেওয়া ছবির রেজুলেশন আগের ছবির সমান হতে হবে। উপরের ছবিতে দেখা যাচ্ছে Symphony Logo এর রেজুলেশন 540*960 সুতরাং আপনি যে ছবি দিতে চান তা 540*960 রেজুলেশনে Resize করে নিতে হবে।

  • এখানে আমি আমার পছন্দমত Samsung Galaxy S4 এর লোগো বসিয়েছি। আপনি যা ইচ্ছা বসাথে পারেন । এখন Make এ ক্লিক করুন।

  • ব্যাস আপনার লোগো তৈরি। এখন আবারও ফোল্ডার আইকনটিতে ক্লিক করুন। একদম নিচে update.zip নামে একটি ফাইল পাবেন। এটি আপনার ফোনের মেমোরিতে নিন।

  •  ফোনের CWM Recovery তে যান। Install Zip এ গিয়ে update.zip ফাইলটা ফ্লাশ করুন। Reboot System Now দিন আর দেখুন আপনার তৈরি বুট লোগো এখন আপনার ফোনে...

সবাই ভালো থাকবেন

পূর্বে প্রকাশিত এখানে 

Level 0

আমি বীর বাঙালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি সাজ্জাদ, টাংগাইল থেকে আসছি ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট - এ সিভিল বিভাগের ছাত্র আমার ফোন নম্বরঃ 01521307511 ইমেইলঃ [email protected] ওয়েবসাইটঃ http://birbangali24.com ফেইসবুক আইডিঃ http://facebook.com/birbangali.com.bd skype আইডিঃ sajjadmedia ধন্যবাদ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এই টিউন বহু আগেই আমি করেছিলাম। তাই চেষ্টা করুন নতুন কিছু করতে।
https://www.techtunes.io/android/tune-id/277638

    @Moyin Emon: ভাই… আপনি এই বিষয়ে আগে পোস্ট করেছেন ভালো কথা…
    আপনি কি পোস্ট করেছেন বা না করেছেন তা তো আমার দেখার বিষয় না…
    আর আপনি যে এই পোস্ট আগে করেছেন তা তো সবার জানার কথাও না…
    তাই বলে আমার পোস্টের টিউমেন্ট বক্স এ তো আপনি এভাবে আপনার পোস্টের Advertising করতে পারেন না…
    আর আপনাকে আগে কখনো টেকটিউনে দেখিওনি বা কোন রকম যোগাযোগও হয় নি…
    সুতরাং আমার মনে হয় এখানে এ রকম মন্তব্য করা আপনার ঠিক হয়নি…
    আর একটা কথা, একজন টিউনারকে যতটুকু সম্ভব উৎসাহ দেবার চেষ্টা করুন…
    দয়া করে শুরুতেই নিরুৎসাহিত করবেন না…

    আমার কথাগুলো যদি আপনার খারাপ লেগে থাকে তার জন্যে আমি আন্তরিকভাবে দুঃখিত…

    @Moyin Emon: apni tune kore6e bole R kau tune kor be na ?. Apni kobe kore6e ta kar mone a6e? Amra protidin notun tune dakhi. tt te koto purono tune a6e ta dakha somvhob noy.

ধন্যবাদ অসাধারণ পোষ্ট উপহার দেওয়ার জন্য

Thanks for tune.

thanks for share

ভাই বুট লোগো তো চেঞ্জ করলাম,কিন্তু বুটে যে বিডিও লোগো আসে সেটা চেঞ্জ করব কিভাবে?