আসসালামু আলাইকুম।
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
এ পর্বে আপনাদের জন্য রয়েছে ,Android মোবাইলের Icon এর ছবি আপনার ইচ্ছে মতো পালটিয়ে ফেলুন।
খুব মজার কথা তাইনা।
তো চলুন তাহলে শুরু করা যাক।
আমরা সবাই জানি যে, Android এর মধ্যে কোনো Software ইনস্টল করলে , Software এর ডিফল্ট পটো
আইকন এর মধ্যে বসে যায়। যা আমরা আইকন এর মধ্যে দেখতে পাই।
কিন্তু আমরা যদি ইচ্ছে করি তাহলে একটি Software এর মাধ্যমে আমাদের ইচ্ছে অনুযায়ি আইকন এর
উপর ছবি বা ফটো বসাতে পারবো।
এর জন্য প্রথমে নিচের Download লিংক থেকে Software টি ডাউনলোড করে নিন।
আশাকরি এতক্ষণে Software টি ডাউনলোড করে ইনস্টল করে ফেলেছেন।
এবার নিচে দেওয়া স্ক্রিনসট গুলোকে ভালোভাবে ফলো করুন।
প্রথমে Software টি ওপেন করুন। ওপেন করলে এই রকম আসবে।
এবার আপনি Android এর লোগো দুইটার উপর ক্লিক করুন। তাহলে নিচের মতো আসবে।
এবার যে Software এর আইকন পরিবর্তন করতে চান তার উপর ক্লিক করুন। তাহলে নিচের মতো আসবে।
Android Assistant লিখার উপর যে ছবি বা আইকন দেখা যাচ্ছে তাতে ক্লিক করুন। তাহলে নিচের মতো দেখবেন।
আপনার ছবি বা আইকন এর লোকেশন দেখানোর জন্য Gallery লিখার উপর ক্লিক করুন। তাহলে নিচের মতো দেখতে পাবেন।
এখান থেকে আপনার Gallery সিলেক্ট করুন। তাহলে নিচের মতো দেখতে পাবেন।
আমি SAHADAT HOSAIN। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।