আসসালামু ওয়ালাইকুম।
আপনার কেমন আছেন সবাই?
আজ আমি অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য নিয়ে এসেছি কিছু আনকমন গেম। আনকমন হলেও গেমগুলো একবার খেলার পর নেশার মতো হয়ে যাবে। বার বার খেলতে ইছা করবে। তো কথা না বাড়িয়ে বিস্তারিত টিউনে যাওয়া যাক 😀
এই গেমটির ব্যাপারে বেশি কিছু বলার নেই । ৪৮টি ষ্টেজ পাবেন। নরমালি একটা ষ্টেজ কমপ্লিট করার পর পরের ষ্টেজ আনলক হয়। কিন্তু আমি আপনাদের সাথে pro ভার্সনটি শেয়ার করছি। যার মাধ্যমে আপনি একটা ষ্টেজ কমপ্লিট না করেই পরের ষ্টেজ আনলক করতে পারবেন। আমার সাজেশন হচ্ছে প্রতিটা ষ্টেজ কমপ্লিট করে পরের ষ্টেজ আনলক করা উচিত। এতে খেলে বেশি মজা পাবেন। আর প্রতিটা ষ্টেজ এই পাবেন ডিফরেন্ট কিছু টাস্ক।
এই গেমসটিও বেশ মজার। এইখানে আপনাকে একজন সেলসম্যান এর রোল প্লে করতে হবে। আপনার কাস্তমাররা আপনার কাছে পণ্য নিয়ে আসবে তারপর আপনাকে সেইগুলা বারকোড স্কেন করে প্যাকেট করে দিতে হবে। খেললেই বুজতে পারবেন। যত দ্রুত প্রোডাক্ট স্কেন করবেন ততো বেশি পয়েন্ট পাবেন।
এই গেমসটির ব্যাপারে বেশি কিছু বলার নেই। জাস্ট ডাউনলোড করে খেলা শুরু করে দিন। তারপর জানান কেমন লাগলো।
এই গেমসটিও খুব মজার। অনেকটা টেম্পল রানের মতো এই গেমসে আপনাকে দৌড়াতে হবে কিন্তু ছাদে। এক ছাদ থেকে আরেক ছাদে লাফিয়ে লাফিয়ে পার হতে হবে। শুধু তাই নয়। একটু পর পর দেখবেন নিচে থেকে পেরেক বের হচ্ছে। সেগুলোও লাফিয়ে পাড় হতে হবে।
আশা করছি সবগুলো গেমসই আপনাদের ভালো লাগবে।
পরবর্তী টিউইনের আমন্ত্রন জানিয়ে আজকের টিউইন এইখানেই শেষ করছি।
সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেয।
আমি ankon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক সুন্দর টিউন।অবসর সময়ে গেমগুলা মজা করে খেলা যাবে।
আচ্ছা, Android এর কি ছবি মিলানোর কোনো গেম আছে?যেমন,মোনালিসা অথবা কোনো একটা ছবির বিভিন্ন অংশ ওলট-পালট করে দেয়া থাকে।তারপর সেই অংশ গুলা দিয়া ছবিটা মিলাতে হবে।
প্লিস এই রকম কোনো গেমের নাম
জানা থাকলে একটু লিনক দিয়েন।