খুব সহজে আপনার Android or iPhone এর ক্যামারা কে Computer এর Webcam হিসাবে ব্যবহার করুন!! Root অথবা Jailbreak এর কোন প্রয়োজন নেই!

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার সর্বপ্রথম টিউন।

আশা করছি আপনারা সবাই ভালই আছেন...? আর Techtunes  এর মত সর্ব-বৃহত সাইটের সাথে থাকলে ভাল থাকারি কথা 😎 ...এই টিউন আমার সর্বপ্রথম টিউন তাই কোন ভুল ত্রুটি হলে ক্ষমা ও সোন্দর দৃষ্টি তে দেখবেন।

আজ আমি আপনাদের সাথে share করব কিভাবে আপনার android or iphone smart phone এর ক্যামেরাকে আপনার কম্পিউটারের webcamera হিসাবে ব্যাবহার করবেন।।।আমি এটি share করতেসি জারা জানেনা তাদের জন্য তাই জারা জানেন তারা দয়া করে ২৭০ গজ দূরে থাকুন...

আমার মত অনেকেই আছেন যাদের কে মাঝে মাঝে বন্ধুরা বা বান্ধবিরা বা যে কেউ অনলাইনে স্কাইপি বা অন্য কোন software এ video কল দেয় আর তখন আমরা লজ্জায় ভিডিও কল টা রিসিব করতে পারিনা webcamera না থাকার কারনে বা থাকলেও ক্যামারার রেসুলেশান ভাল না হওয়ার কারনে।যদি আপনার android অথবা iphone এর ক্যামারা ভাল হয় তা হলে আপনি খুব সহজেই সেটা কে আপনার pc এর ওয়েবকেম হিসাবে ব্যাবহার করতে পারবেন।এতে মোবাইল রুট করা বা জেইলব্রেক করার দরকার নেই।এই সিস্টেম টি আপনি ব্যাবহার করতে পারবেন আপনার wifi lan বা usb cable বা wifi server বা Bluetooth server এর মাধ্যমে তবে wifi এর জন্য অবস্য ইন্টারনেট দরকার হবে আর এটা মাঝে মাঝে কানেক্ট হতেও ভেজাল করে আবার আপনার ইন্টারনেট যদি লিমিটেড হয় বা কম স্পিডের হয় তা হলে একবার ভিডিও কল তারপর আবার ওয়েব কেম সব মিলিয়ে স্পিডের তেরটা বাজানো আরকি।তাই আমি সাজেস্ট করব usb দিয়ে কানেক্ট করার জন্য এতে ভিডিও কল ত হবেই আর সাথে mobile charging ও।

Step 1:আপনার স্মার্ট পোনে প্লে স্টোর বা এপেল এপস স্টোর থেকে droidcam wirless webcam free apps ।(size 1.59 mb)।download করে নিন।যাদের প্লে স্টোরে গেঞ্জাম পাকাই রাখচেন অথবা যে কোন কারন বসত ভিসিট করতে পারেন না তাদের জন্য আমি এপ্স টা মিডিয়াফায়ারে আপলোড করে দিয়েচি...download link

pro version apps ও আমি আপনাদের সুবিধার্থে mediafire এ  দিয়ে দিয়েচি.play store price 3.45 us....বিশ্বাস না হলে প্লে স্টোর থেকে দেখে আসতে পারেন।play store link ।  তবে মনে রাখবেন প্রো ভার্স ব্যাবহার করতে হলে আপনাকে অবস্য মোবাইল রুট ও গুগুল প্লে স্টোরে গেঞ্জাম পাকাইতে হবে মানে হ্যাক করতে হবে তা না হলে আপনি এপ্স ভেরিপাই করতে পারবেন না।download  lik here    (size 2.01 mb)

Step 2:আপনার পিসিতে DroidCam.Client.5.0.1 software টা install করে ওপেন করেন।(size 851 kb) official download site  http://www.dev47apps.com/  (available for windows and linux  os,sorry not available mac os)…আপনাদের কল্যাণে আমি এটাও মিডিয়া আগুনে আপলোড করে দিসি। download link

Step 3:এবার আপনার মোবাইল থেকে droidcam wirless webcam apps টা ওপেন করেন।ওপেন করলে এমন দেখতে পাবেন...

Wifi ip 192.168.0.5 and droidcam port:4747 এটা হল আপনার wifi lan server...এবার আপনি আপনার pc এর droidcam client apps টা ওপেন করে wifi lan থেকে device ip তে আপনার আইপি আর droidcam port এর ঘরে পোর্ট হিসেবে 4747 অথবা আপনার এপ্সে যে পোর্ট দিসে সেটা দিয়ে স্টার্ট এ ক্লিক করেন।

যদি কানেক্ট হয় তাহলে ত হইসে আর যদি আমার মত ইরর দেখায় তা হলে আপনার usb দিয়ে কানেক্ট করেন।

Step 4: প্রথমে আপনার মোবাইলের developer option টা অন করুন।(menu-setting-developer option) তারপর usb debugging এ মার্ক করে দিন।

step 5:এবার আপনার মোবাইলে ইন্সটল করা wirless webcam application টা ওপেন করেন তারপর usb দিয়ে পিসির সাথে কানেক্ট করেন,কানেক্ট করার পর আপনার পিসিতে ইন্সটল করা droidcam wirless webcam softwsre ওপেন করে দ্বিতিয় option usb তে গিয়ে স্টার্ট এ ক্লিক করেন।(মোবাইলের এপ্স টা সব সময় ওপেন থাকতে হবে webcam ব্যাবহার করার সময় না হলে কানেক্ট হবে না)

step 6:আপনি যদি সব কাজ ঠিক মত করতে পারেন তা হলে আপনার কাজ এখানেই সেস।এবার চেক করেনিন আমার মত স্কাইপি থেকে...

প্রথমে স্কাইপিতে সাইন ইন করা না থাকলে সাইনইন করে নিন তারপর tools-option-video settings  এর select webcam থেকে droidcam source 3  অথবা droidcam source mini 240 pixel যে কোন একটা সিলেক্ট করলেই হবে।আমি Toshiba leptop use করি তাই আপনারা এখানে আরেকটা option (Toshiba webcamera hd ) টা দেখেছেন।

আপনাদের সুবিধার্থে আমি youtube এ ভিডিও টিউটরিয়াল আপলোড করে দিসি।ভিডিও link

আশা করি এই পোস্ট টি আপনাদের ভাল লেগেচে আর কোন সমস্যা হলে বা বুজতে অসুবিধা হলে টিউমেন্ট করতে ভুলবেন না...আর সব সেসে একটা কথা বলতে চাই সর্বদা টপিক কপি পেস্ট থেকে দূরে থাকুন।নিজে জা পারেন তাই অন্যের সাথে share করেন ,সবাই যদি নিজের মেধা গুলুকে সবার সাথে share করে তাহলে অনেক কিছুই করা সম্ভব..।।আজ এই পর্যন্তই সবাই ভাল থাকবেন দেখা হবে পরবর্তি পোস্টে...

পারলে কষ্ট করে আমার facebook page এ একটা লাইক দিয়েন...

facebook page

Level 2

আমি সাইবার গোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে আর শিখতে চাই অনেক কিসু কিন্তু দুষ্ট বুদ্ধির কারনে কিসুই শিখা হয় না।।। আইটি-কম্পিউটার আর ইন্টারনেট পাগল....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Acca ei system use kore ki computer theke photo capture kora jabe. Mane ami ki vido call na korei mobile er camera te ki ki uthce ta pc theke dekhte parbo?

@নাদিমুল হক জুলাস ভাই tnq টিউমেন্ট করার জন্য।না আপনি এই কাজটির মাধ্যমে শুধু ভিডিও কল করতে পারবেন।পিক ক্যাপচার করতে পারবেন না।তবে চাইলে আপনি খুব সহজে আপনার android mobile এর স্কিন পিসি তে share করতে পারেন usb দিয়ে এতেও কোন পিক পিসিতে তে ক্যাপচার করতে পারবেন না।

bro pro versions den apk

চাইবার গোস্ট ভাই এই পদ্বতিতে কি blustack ব্যবহার করে imo দিয়া ও ভিডিও কল দেওয়া যাইব ?

@কাইউম হোসেইনঃধন্যবাদ টিউমেন্ট করার জন্য।এই কাজ টা আপনি bluestacks /emulator ব্যাবহার করতে পারবেন বলে আমার মনে হয় না কারন এটার জন্য 3rd party apps পিসি এর জন্য droidcam client টা ইন্সটল করা লাগে কিন্তু আপনি যদি ইমুলেটর ব্যাবহার করেন তা হলে সেটা ত সেটাপ করতে পারবেন না…

@Ahmedshajal:ধন্যবাদ টিউমেন্ট করার জন্।আপনার কথা মত বা সকলের সুবিধার্থে প্রো ভার্সন আপলোড করা হয়েচে।তবে মনে রাখবেন প্রো ভার্সন ব্যাবহার করার জন্য প্লে স্টোর হ্যাক করতে হবে না হলে এপ্স ভেরিফাই করতে পারবেন না…

Level 2

” প্লে স্টোর হ্যাক করতে হবে ” এটা বুঝলাম না, কি ভাবে হ্যাক করতে হয়? আর শুধু ভিডিও দেখলেটি চলবে । কথা বলতে হবে না ? তাই আগামী পোস্ট করুন যে কি ভাবে ভিডিও এর সাথে সাথে মোবাইলকে মাউথ স্পিটার হিসাবে ব্যবহার করতে পারি। বাঙ্গালী তো তাই সব সুবিধা দরকার।

Level 2

এই পোষ্টএর জন্য অশেষ ধন্যবাদ।

ip 0.0.0.0 show kore. ki korbo?

Windows Phone এর জন্য কোন System থাকলে জানাবেন।

arajjaque:আপনাকেও ধন্যবাদ।প্রথম প্রশ্নঃ গুগুল প্লেস্টোর হ্যাক,এর মানে আপনি যদি আপনার মোবাইল রুট করেন এবং তারপর প্লে স্টোর হ্যাক করেন তা হলে অনেক গুলা গেম আছে যাদের কয়েন আপনি বিনা মুল্যে নিতে পারবেন।আবার গুগুল এড বা লাইচেঞ্চ বেরিফিকেশান বন্ধ করে দিতে পারেন।তবে এর জন্য মোবাইল রুট করা বাধতামুলক।রুট সম্পর্কে জানা না থাকলে এই লিংক টা দেখতে পারেন… https://www.techtunes.io/android/tune-id/341939
দ্বিতিয় প্রশ্নের সমাধানঃআপনি কি বুজাতে চেয়েচেন আমি accutualy পুরা কথাটা বুজতে পারিনি।তবে যা বুজেচি তার সমাধান হল আমি পোস্ট টি করেচি আপনার মোবাইলের camera কে leptop/computer এর webcam হিসাবে ব্যাবহার করার জন্য।আর এটাতে আপনি webcam হিসাবে ব্যাবহার করবেন যাষ্ট এতটুকুই।কারন আপনি যখন স্কাইপি বা অন্য কোন এপ্স ব্যাবহার করে কথা বলবেন তখন আপনার মাউথ স্পিকার হিসাবে আপনার হেড পোন/হেড সেট কাজ করবে।আর লেপটপ হলে কিছু না হলেও চলবে…

@কিছুই বুঝলাম নাঃধন্যবাদ টিউমেন্ট করার জন্য।আমি আগেই বলেছি যে এটা আইপি বা হোস্ট বা প্রক্সি এর মাধ্যমে কানেক্ট হতে ভেজাল করে মানে কানেক্ট হতেই চায় না আর তাচারা ইন্টারনেট এর ১৩ টা বাজানো আরকি।আর আপনি এপ্স টা যখন ওপেন করসেন তখন wifi off করাচিল তাই প্রক্সি 0.0.0.0 দেখাচ্ছে।wifi on করে ট্রাই করেন সমাধান হয়েযাবে…

@Ibadur rahman:ধন্যবাদ টিউমেন্ট করার জন্যঃ আপনি প্রথমে আপনার windows phone app store থেকে ” my webcam ” apps টা ইন্সটল করে নিন,তারপর pc এর জন্য ip cam adapter.msi টা official site http://ip-webcam.appspot.com/ থেকে ডাওনলোড করে ইনস্টল করে কানেক্ট করার ট্রাই করেন।

টিউনার ভাই ওয়াফাই দিয়েও কানেক্ট হয়। আমি করেছি। খুব ভালই চলে। তবে আপনি যেভাবে সাদামাটা কানেক্টের কথা বলেছেন সেভাবে নয়। এবং এর জন্য এক কেবি নেটও প্রয়োজন নেই। নিয়মটা হলঃ প্রথমে মোবাইলের ডাটা কানেক্শন অফ করুন। তারপর wifi hotspot চালু করুন, এবার পিসি / লেপটপ থেকে মোবাইলের হটস্পট কানেক্শননে কানেক্ট করুন। এবার মোবাইলে droid cam টি চালু করুন। অতপর কম্পিউটারের সার্ভারটি চালু করে wifi ট্যাবে যান এবং মোবাইলের আইপিটি শুধু দিন। এবং স্টার্টে দিন। কাজ হয়ে যাবে। মোবাইলের আইপি যদি না বের করতে পারেন তাহলে পিসির সিস্টেম ট্রে থেকে কানেক্টকৃত নেটওয়ার্কের রাইটক্লিক করে স্টাটাসে গিয়ে পোপার্টিজে যান। সেখানে ipv4 এর বরাবরে যে নাম্বারটি আছে ওটাই মোবাইলের আইপি। ২। এই সফ্টওয়ারটি যেমন ক্যামরার কাজ করে একই সাথে ভয়েস মাইক্রোফোনের ও কাজ করে।

@মনীরুল আমীন আল-মুশতাক:ধন্যবাদ আপনাকে টিউমেন্ট করার জন্য।ভাই আমি বলেছি এই কাজটি করে আপনি স্কাইপি বা অন্য কোন এপ্স এর মাধ্যমে কথা বলবেন আর কথা বলার জন্য অবস্য আপনার নেটের প্রয়োজন হবে তা হলে এক সাথে কি আপনি দুইটা কাজ-প্রথমে কেমেরা অন করার জন্য wifi অন করবেন আবার নেটের জন্য আপনার সিমের ইন্টারনেট কানেকসান বা আরেকটা wifi কানেক্ট করবেন অর্থাৎ দুই কাজ কি একসাথে করা পসিবল…? আর আপনার ২য় মন্তব্য আপনি বলেছেন এখানে ভয়েস রেকর্ড ও করা জায়…হুম তা আমিও বলি কিন্তু এর জন্য কি শুধুই ঐ এপ্স টাই যথেষ্ট নাকি অন্য কোন এপ্স ব্যাবহার করতে হয়,অন্য এপ্স বলতে মনে করেন পিসি/লেপটপ স্কিন রেকর্ড এপ্স এর কথা বলেছি…?আপনার ২য় মন্তব্য-এটাতে ভাল ভয়েস ও রেকর্ড করা জায় হুম তা আমিও বলি আমি কোথাও বলিনি যে ভয়েস রেকর্ড করা জায় না।আর আমি নিজেও সর্ট এর মধ্যে টিক মার্ক করে দিয়েসি আর ডেফিনেসান হাই করে দিয়েছি…রিপ্লে টিউমেন্ট পাব বলে আশা করতেছি।

@মনীরুল আমীন আল-মুশতাকঃ আরেকটা কথা বলতে ভুলে গেছি জারা পিসি ব্যবহার করে মানে DESKTOP ব্যাবহার করে তারা wifi পাবে কোথায়…?আমি সব সময় চেষ্টা করি আমার টিউওন গুলুতে টিউনারদের কে খুব সহজে বুজিয়ে দিতে যাতে তারা কোন ধরনের গোলমাল বা পেচে না পরে আর তাই আমি এখানে usb টাকেই বেশি প্রাধান্য দিয়েছি ।

onnnnnnnnnnnnnnneelkkkkkk valo

ভাই ব্লুটুথ দিয়ে কিভাবে করে প্লিজ জানাবেন কি?

কানেকশন দিতে হলে কি অ্যান্ড্রোয়েডে ইন্টারনেট কানেকশন লাগবে?

Why this message :

No devices detected,,,
Please refer to the FAQ at dev47 apps.com for manual usb set-up inof

@সাগর আহমেদ: ধন্যবাদ টিউমেন্ট করার জন্য।

@তারেক জামিল:ধন্যবাদ টিউমেন্ট করার জন্য।এই কানেকসান দেয়ার জন্য কোন নেটের প্রয়োজন নেই তখন যখন আপনি কোন স্কিন রেকর্ড করার সময় আপনার পিক রেকর্ড করবেন আর সাথে ভয়েস রেকর্ড করবেন।যদি অনলাইনে কথা বলেন তা হলে usb দিয়ে কানেক্ট করাই সব থেকে ভাল।না হলে দুইটা নেট কানেকসান আপনি একসাথে একটিভ করতে পারবেন না।

@তারেক জামিল:ব্লুটুথ এর বেপার টা আমি ভাল করে চেক করে জানাব।আমার লেপটপের ব্লুটুথ এ সমস্যা করার কারনে একটু সময় লাগবে।

@মনিরবিডি ব্লগার:টিউমেন্ট করার জন্য ধন্যবাদ আপনি কি সিস্টেম ব্যাবহার করার পর এই ধরনের মেসজ পাচ্ছেন???