অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য নিয়ে নিন দুটি পেইড ভিডিও কনভার্টার

টেকটিউনস এ আমার দ্বিতীয় টিউনে সবাইকে স্বাগতম।

দেশের কোথায় কেমন গরম পড়ছে জানিনা, তবে আশা করছি এই গরমের মধ্যেও সবাই ভালো আছেন। বেশি কথা বলে আপনাদের মাথা গরম করে দিতে চাইনা। তাই সরাসরি প্রসঙ্গে চলে যাচ্ছি...

ভিডিও কনভার্ট করার জন্য সাধারণত আমাদের পিসির উপর নির্ভর করতে হয়। কিন্তু এখন থেকে আর শুধুমাত্র পিসির উপর নির্ভর করতে হবেনা। কারণ আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাব ব্যবহার করেই অনায়াসে প্রায় সব ফরম্যাটে ভিডিও কনভার্ট করতে পারবেন।

আমি যে দুইটা পেইড ভিডিও কনভার্টার নিয়ে এসেছি, সেগুলো হলোঃ

১. Video Converter Android (VidCon) -প্রিমিয়াম ভার্সন $3.02

২. Video Converter -প্রিমিয়াম ভার্সন $1.92

Video Converter Android (VidCon)

VidCon কনভার্টার ব্যবহার করে আপনি যেকোনো ভিডিওকে 3gp, mp4, avi, vob এবং mpg ফরম্যাটে কনভার্ট করতে পারবেন। ইন্সটলেশন শেষে অ্যাপটি ওপেন করুন। এরপর নিচের মতো একটা ম্যাসেজ আসবেঃ

এবার প্লে-স্টোর থেকে আপনার ডিভাইস অনুযায়ী কোডেক ডাউনলোড করে নিন। বিভিন্ন ডিভাইসের জন্য কোডেক আলাদা হওয়ায় আমি ডাউনলোড লিংক দিচ্ছি না। কোডেক ইন্সটলের পর যে ভিডিওগুলো কনভার্ট করতে চান সেগুলো মার্ক করে Convert বাটনে ক্লিক করুন। এরপর আপনার প্রয়োজন অনুসারে ফরম্যাট, কোডেক, রেজোলিউশান, বীট-রেট ইত্যাদি সেট করে Start বাটনে ক্লিক করুন। ভিডিও কনভার্ট হওয়া শুরু হবে।

কনভার্ট শেষ হতে কত সময় লাগবে তা আপনার ডিভাইসের কনফিগারেশন, সিলেক্টেড কোডেক এবং ভিডিও এর সাইজের উপর নির্ভরশীল।

এবার ডাউনলোডের পালা...

প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ড্রপবক্স থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

প্রো ফিচার গুলো পেতে এখান থেকে Key ফাইলটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। প্লে-স্টোরে এর মূল্য 3.02 ডলার।

Video Converter

আমার কাছে এই কনভার্টারকে বেশি ভালো এবং স্পেশাল মনে হয়েছে। তার কারণ হলো, এটা দিয়ে যেকোনো ভিডিওকে প্রায় সব ফরম্যাটে কনভার্ট করা যায়। এর ইউজার ইন্টারফেসটাও সুন্দর। এটা দিয়ে আপনি 3gp, aac, ac3, avi, flac, flv, m4a, mp2, mp3, mp4, mpg, mkv, mov, ogg, vob, wav, webm, wma এবং wmv ফরম্যাটে কনভার্ট করতে পারবেন। তবে এটার একটা অসুবিধা হলো, একসাথে অনেকগুলো ভিডিও কনভার্ট করতে পারবেন না। একটা একটা করে কনভার্ট করতে হবে। যদিও এর ফিচারের কাছে এটা তেমন কোনো সমস্যা না। অ্যাপটি ইন্সটলের পর ওপেন করলে এটাতেও আগের মতো কোডেক সম্পর্কিত ম্যাসেজ আসবে।

OPEN LINK এ ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে আপনার ডিভাইসের উপযোগী কোডেকটি প্লে-স্টোরে ওপেন হবে। চট করে ইন্সটল করে ফেলুন।

কোডেক ইন্সটলেশন শেষে অ্যাপটি আবার ওপেন করলে উপরের ছবির মতো ইন্টারফেস আসবে। এখান থেকে Select বাটনে ক্লিক করে যে ভিডিও ফাইলটি কনভার্ট করতে চান সেটা নির্বাচন করুন। বিভিন্ন ফরম্যাটের নামসহ ড্রপডাউন মেন্যু থেকে আপনার পছন্দের ফরম্যাট সিলেক্ট করুন। এবার VIDEO এবং AUDIO বাটন থেকে আপনার প্রয়োজন অনুযায়ী ভিডিও ও অডিও প্রোপারটিজ সেট করুন। META বাটন থেকে album, artist name ইত্যাদি দিতে পারবেন এবং CUT বাটন থেকে ভিডিও ট্রীম করতে পারবেন। প্রয়োজন না হলে META ও CUT অপশনে কোনো পরিবর্তন করবেন না। এবার EXECUTE বাটনে প্রেস করুন।

এবার ডাউনলোডের পালা...

প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ড্রপবক্স থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

এবার এখান থেকে Key ফাইলটি ডাউনলোড করুন। প্লে-স্টোরে Key টির মূল্য 1.92 ডলার। ইন্সটল করে নিন আর উপভোগ করুন পেইড ভার্সন!

টিউনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।

পরিশেষে একটা কথাই বলতে চাই। "আসুন আমরা কপি-পেস্ট ও অশ্লীলতা মুক্ত ওয়েব জগত গড়ে তুলি"

Level 0

আমি মিউটেটেড মানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস