আসসালামু আলাইকুম,
টেকটিউন্সে এটি আমার চতুর্থ টিউন। প্রত্যেকবার চেষ্টা করি নতুন কিছু নিয়ে আসার। এবার ও সেই প্রচেষ্টা নিয়েই লিখতে বসলাম। ভুল ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা ছাড়া এই নবীনের আর কিছুই করার নেই। তাই, আপনার ফোনের কোনোপ্রকার ক্ষতির জন্য আমি দায়ী নই।
[আমি টেকটিউন্স ব্যতিত অন্য কোনো ব্লগ বা ফোরাম সাইটের সাথে সংযুক্ত নই। তাই টিউনটি টেকটিউন্সেই প্রথম, ও টেকটিউন্সেই হয়ত বা শেষ। শুধু টেকি ভাইদের উদ্দেশ্যেই আমার টিউন গুলো। তবে কেউ নিজের নামে চালাতে চাইলে আমার কোনো আপত্তি নাই]
আমি Kingroot দিয়ে ইতোমধ্যেই Symphony xplorer H100 রুট করার পদ্ধতি নিয়ে একটি টিউন করেছি।
আপনি চাইলে টিউনটি দেখে নিতে পারেনঃ রুট করুন Symphony Xplorer H100 আর ইন্সটল করুন CWM রিকভারী, তাও আবার পিসি ছাড়াই মাত্র পাঁচ মিনিটে। সাথে symphony, walton, Maximus, Okapia এর কিটক্যাট রুট করার উপায়
কম্পিউটারের সাহায্য ছাড়াই অল্প সময়ে ফোন রুট করে CWM ইন্সটল করার ক্ষেত্রে kingroot mathod ই সবচেয়ে বেশি কার্যকর। তবে CWM টি উলটো হওয়ার কারণে কিছুটা অসুবিধা থেকেই যায়। তাছাড়া TWRP Recovery টি টাচ সাপোর্টেড হওয়ায়, আরো কিছু বাড়তি ফিচার থাকায় আর অসাধারণ ইন্টারফেসের কারণে আমি CWM থেকে TWRP কেই ভাল মনে করি।
কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। আপনার ফোনটি যদি আগে থেকেই রুটেড হয়ে থাকে তবে কাজ শুরু করার আগে আমি সাজেস্ট করব ফোনটি ফ্ল্যাশ করে নিবেন। তাহলে সহজেই Super SU ইন্সটল করতে পারবেন।
ফোন ফ্ল্যাশ করতে আমার এই টিউনটি দেখুনঃ ডাউনলোড করুন Symphony xplorer H100 এর ফার্মওয়ার(Link updated) এবং দেখে নিন কিভাবে .bin ফাইল দিয়ে ফ্ল্যাশ করতে হয়। সাথে Piranha Box (ফ্ল্যাশ টুল)
এবার নিচের স্টেপগুলো অনুসরণ করুনঃ
১. প্রথমেই এই লিংক থেকে ফাইলটি ডাউনলোড করে নিনঃ TWRP_root_tools-Xplorer_H100.zip
জিপটি এক্সট্রাক্ট করলে নিচের ফাইল গুলো পাবেন।
.
২. Drivers ফোল্ডার থেকে আপনার Windows অনুসারে 64 bit অথবা 32 bit এর ড্রাইভার ইন্সটল করে নিন। Driver ইন্সটল জনিত সমস্যা এড়াতে Windows 7 ব্যবহার করতে পারেন।
.
৩. এবার SP Flash Tool v3.1344.0.212 ফোল্ডারটি ওপেন করে লাল দাগ চিহ্নিত ফাইলটির উপর ডাবল ক্লিক করুন।
.
৪. এবার নিচের ১ম চিত্রের লাল দাগ দেয়া অংশের মত Scatter-Loading এ ক্লিক করুন। তারপর ২য় চিত্রের মত ব্রাউজ করে MT6582_Android_scatter.txt ফাইলটি সিলেক্ট করে Open এ ক্লিক করুন।
.
৫. এবার নিচের মত Download এ ক্লিক করুন। তারপর Yes চাপুন।
.
৬. এবার ফোনের ব্যাটারী খুলে ফোনটি USB Cable দিয়ে পিসিতে কানেক্ট করুন। তারপর ব্যাটারীটি লাগান। সব কাজ ঠিকমত করতে পারলে নিচের মত দেখাবে।
.
ব্যস! এবার আপনার ফোনটি পিসি থেকে খুলে তারপর ব্যাটারী টি আবার খুলুন। তারপর আবার ব্যাটারী টি লাগিয়ে Vol+ আর Power বাটন একসাথে চেপে ধরে রাখুন ফোন চালু হওয়া পর্যন্ত। দেখবেন TWRP Recovery মোডে ফোন চালু হচ্ছে। রিকভারীটি উলটো হলেও কোনো সমস্যা হওয়ার কথা না। এবার Reboot এ গিয়ে System এ চাপুন। ফোন রুটেড না হলে Super SU ইন্সটল করতে বলবে।
.
.
আশা করি টিউনটি আপনাদের কাজে লাগবে। আরেকদিন সময় পেলে MTK Device এর জন্য TWRP Recovery তৈরীর পদ্ধতি নিয়ে টিউন করব ইনশাল্লাহ। আমার জন্য অবশ্যই দুয়া করবেন। টিউনু সংক্রান্ত যেকোনো মতামত, সমস্যার কথা জানাতে টিউমেন্ট করতে ভুলবেন না।
যেকোনো প্রয়োজনে আমাকে ফেসবুকে পেতে পারেনঃ http://www.facebook.com/ikramuloli
আমি ইকরামুল হক চৌধুরী ওলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Old trick