সেরা ৮ টি ফ্রী এন্ড্রয়েড গেইমস

image

আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভালোই আছে।এন্ড্রয়েডের বিভিন্ন মজার এপস ও গেইমস রিভিওর আজকে চতুর্থ পর্ব নিয়ে হাজির হলাম।
আজকে রয়েছে কিছু গেইমস রিভিও যেগুলো আমি খেলে সবচেয়ে বেশি মজা পেয়েছি।
আশা করি আপনারাও পাবেন।

এন্ড্রয়েডের বেশিরভাগ গেইমস
ফ্রী হলেও ভাল গেইমগুলো
সাধারনত টাকা দিয়ে কিনতে হয়।
শুরুর দিকে ভাল গেইমগুলো আইওএস
এর জন্য রিজিল হলেও এন্ড্রয়েডের
জনপ্রিয়তাকে অবহেলা করতে
পারেনি মোবাইল গেইম
ডেভেলপাররা। বর্তমানে
ফ্রীমিয়াম ব্যবসায়ীক কৌশলের
কারনে বেশ কিছু ভাল গেইম রয়েছে
এন্ড্রয়েড মার্কেটে যেগুলো ফ্রী।

প্লে-স্টোরে থাকা হাজার হাজার
গেইমের মধ্য থেকে ভাল গেইম খুঁজে
পাওয়া অনেক সময় কস্টসাধ্য হয়ে
যায়। আর তাই সেই কস্টকে লাঘব
করতে সেরা ১০টি এন্ড্রয়েড গেমস
নিয়ে সাজানো হয়েছে এই
পোস্টটি।

♦ Angry Birds:

image

এক সময়ের সাড়া জাগানো তুমুল
জনপ্রিয় এই গেইমটি লিস্টে না থাকলেই
নয়! যদিও বর্তমানে অনেকেই রাগান্নিত
পাখির এই গেইমটি পছন্দ করেন না, তবে
এখনো এই গেইমের লক্ষ লক্ষ ভক্ত রয়েছে বিশ্বজুড়ে।

এখান থেকে ডাউনলোড করুন

♦ Asphalt 8: Airborne

image

অসাধারন এইরেসিং গেইমের আগের ভার্সনটিফ্রী না থাকলেও এটি ফ্রী! যদিও
গাড়ি আপগ্রেড সহ আরও কিছু ফিচার
পেতে হলে পয়সা গুনতে হবে তবে কোন
টাকা খরচ না করে দিব্যি মজা করে
খেলা সম্ভব এই গেইমটি।

এখান থেকে ডাউনলোড করুন

♦ CSR Racing

image

ড্র্যাগ রেসিং যাদের পছন্দ তাদের
জন্য CSR Racing অসাধারন একটি
গেইম। শুরুতে আইওএস
এ উন্মুক্ত হলেও, এর জনপ্রিয়তার
প্রেক্ষিতে নির্মাতারা এন্ড্রয়েডের জন্যেও নিয়ে আসেন এই গেইম।

এখান থেকে ডাউনলোড করুন

♦ Cut The Rope

image

এটি একটি নেশা ধরানো পাজল গেইম।
বিভিন্ন বাধা ডিঙ্গিয়ে সবুজ ঐ
প্রানীটিকে খাওয়াতে হয় তার
পছন্দের ক্যান্ডি। গেইমটিতে
বর্তমানে ৩৭৫টি লেভেল রয়েছে এবং
কিছুদিন পর পরই নতুন লেভেল যুক্ত হচ্ছে।

এখান থেকে ডাউনলোড করুন

♦ Dead Trigger 2

image

ফার্ট পারসন শুটার গেইম ভক্তদের মধ্যে
সাড়া জাগানো একটি গেইম হচ্ছে
Dead Trigger 2. ২০১৩ সালের
সবচেয়ে জনপ্রিয় এন্ড্রয়েড গেইমগুলোর
মধ্যে এটি একটি এবং এখনো দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে।

এখান থেকে ডাউনলোড করুন

♦ FIFA 12

image

EA Sports এর ফিফা সিরিজের গেইমগুলো নিয়ে নতুন করে কিছু
বলার নেই। ফিফা ১২
এন্ড্রয়েডের জন্য যথেস্ট ভাল মানের
একটি ফ্রী গেম।

এখান থেকে সম্পূর্ণ ডাটাসহ ডাউনলোড করুন

♦ Fruit Ninja

image

এটি একটি ক্ল্যাসিক এন্ড্রয়েড গেইম। এ
পর্যন্ত ১০০ মিলিয়নের
বেশিবার ডাউনলোড হওয়া এই গেইমটি
সম্পর্কে খারাপ কিছু বলার উপায় নেই।
অবসর সময়ে খেলার জন্য এই গেইমটি
মহাউপযোগী।

এখান থেকে ডাউনলোড করুন

♦ The Simpsons

image

সিম্পসন্স টিভি সিরিয়ালের
ভক্তদের জন্য এবার এলো সিম্পসন্স
গেইম। গেইমটিতে সিম্পসনের
নির্মাতাদের কন্টেন্ট ব্যবহার করা
হয়েছে। ফলে অল্পদিনেই বেশ
ভাল জনপ্রিয়তা কুড়িয়ে নিয়েছে এই
গেমটি।

এখান থেকে ডাউনলোড করুন

Thanks.................

Level 1

আমি মোজাম্মেল হোসেন চৌধুরি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বেশ মজার গেম গুলো ।