অ্যান্ড্রয়েড গেম [পর্ব ১৭]:: EPOCH 2-অ্যান্ড্রয়েডের জন্য গত বছরের টপে থাকা অসাধারণ একটি অ্যাকশন গেম।

কেমন আছেন সবাই? অনেক দিন পর আবার লিখছি, মাঝখানে অনেক দিনের জন্য হারিয়ে গিয়েছিলাম। আসলে হারানোর সঠিক কারণটি এখন খুঁজে পাই নি 😛

আশা করি আপনাদের জীবন ভালই কাটছে। আপনাদের ভালো থাকার অনেকটা অংশ আজকাল নির্ভর করে আপনার স্মার্টফোনের উপর। কার ফোন কত দামি অথবা কার ফোনের সার্ভিস ভালো এসব এখন আমদের জীবনের অনেকটা অংশে আছে। এসবের মদ্ধে আরেকটা বড় জিনিষ আছে সেটা হল গেমিং। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি মজার গেম।

zcjyqysuPfX7y9VYDf4w3lySsdRcRiTdUiyhgmVoUMIMK8Aw9Rp-DX1rZk9hAvQrLw=h900

গেমটি EPOCH সিরিজের দ্বিতীয় গেম, আগের ভার্সনটিও অনেক জনপ্রিয় হয়েছিল। আগের গেমটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। প্লে স্টোরে গেমটির রেটিং হচ্ছে ৪.৩ তার মানে সবাই গেমটি পছন্দ করেছে। আশা করি আপনারো ভালো লাগবে।

9C8Ifun3gNl8CkwOmB2FmkhtJ6qprlhdVjhj1h7MUlzFeyN_Tmi5xXGsZLyGGPsX92lm=h900

রোবটের ফাইটিং নিয়ে এই গেমটির কন্ট্রোল সাধারন গেমের থেকে একটু অন্যরকম। এই গেমটিতে হিরোর জন্য নির্দিষ্ট ৩ টি জায়গা সিলেক্ট করে দেওয়া আছে এই তিনটি জায়গায় দাড়িয়ে ফাইট করতে হবে। শত্রুকে সিলেক্ট করে দিলে অটোমেটিক ফায়ার হবে। প্রত্যেকটা জায়গায় গুলি থেকে লোকানোর বেবস্থা আছে।

epoch 2 android

আগের থেকে কঠিন এবং মজার বস দেওয়া হয়েছে যা আপনার গেমিংকে আর অনেক মজাদার করবে। গেমটির গ্রাফিক্স অনেক ভালো এবং উপভোগ করার করো গেমটির সাউন্ডও অনেক ভালো।

EPOCH 2 android game download

গেমের ১৬ টি লেভেলের দৃশ্য দেখার মত। প্রত্যেকটা লেভেলে রয়েছে নতুন নতুন চমক। গ্র্যানেড, মিসাইল, এবং অসাধারণ আগ্নেয়াস্র দারা আপনি যুদ্ধ করবেন শত্রুর সাথে।

অসাধারণ এই গেমটির সাইজ হচ্ছে ১.২৩জিবি। আপনাদের সুবিধার জন্য ২ ভাগে আপলোড করলাম।

ডাউনলোড লিঙ্কঃ

পার্ট ১ ডাউনলোড

পার্ট ২ ডাউনলোড

ইন্সটলের নিয়মঃ

২ টা পার্ট ডাউনলোড করে একই ফোল্ডারে রেখে একটা ফাইল এক্সট্র্যাক্ট করুন তাহলে ২ টা এক্সট্র্যাক্ট হয়ে যাবে। এক্সট্র্যাক্ট হলে একটা ফোল্ডার এবং একটা APK ফাইল পাবেন।

১) প্রথমে com.uppercut_games.epoch2 নামের ফোল্ডারটি SD Card/Android/Obb ফোল্ডারে রাখবেন (obb ফোল্ডার না থাকলে একটা বানিয়ে নেবেন)

২) এবার APK ফাইলটা ইন্সটল করে গেম রান করবেন।

৩) গেমটি খেলতে ইন্টারনেট লাগবে।

গেমটি ভালো লাগলে আমার সাইট থেকে একটু ঘুরে আসবেন।

ধন্যবাদ!!

পূর্বে আমার সাইটে প্রকাশিত।

ফেসবুকে আমি।

Level 0

আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস